• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পারলে জিনিয়াস না হলে বোকা! দেখুন তো ছবির দুটো পাখির মধ্যে ৬টা পার্থক্য খুঁজে পান কি না?

Published on:

Brain teaser can you find 6 differences between the woodpeckers within 30 seconds

Brain Teaser find the differences : সোশ্যাল মিডিয়ায় রোজই নিত্য নতুন নানান ব্রেন টিজার (Brain Teaser) ভাইরাল হতে দেখা যায়। মানুষের একঘেয়েমি দূর করায় এগুলির জুড়ি মেলা ভার। সেই জন্য ১৩ থেকে ৮৩, সবাই এই ধাঁধাগুলি সমাধান করতে ভালোবাসেন। আজকের প্রতিবেদনে আপনার জন্য এমনই একটি ব্রেন টিজার নিয়ে এসেছি আমরা।

ব্রেন টিজার সমাধান করতে যেমন মজা লাগে, তেমনই এর অনেক গুণাগুণও রয়েছে। বিশেষজ্ঞরা বলেন, ব্রেন টিজার সমাধান করার অভ্যাস থাকলে মানুষের পর্যবেক্ষণ ক্ষমতার উন্নতি হয়। শুধু তাই নয়, আপনি এর সাহায্যে নিজের দৃষ্টিশক্তি এবং আইকিউ লেভেলও যাচাই করে নিতে পারেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজ কী চ্যালেঞ্জ নিয়ে এসেছি আমরা।

Brain teaser, Brain teaser woodpeckers, Brain teaser find the difference woodpeckers

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় (Social Media) একটি ব্রেন টিজার তুমুল ভাইরাল (Viral) হয়েছে। সেই ধাঁধায় পাশাপাশি দু’টি ছবি দেখতে পাওয়া যাচ্ছে। দু’টি ছবিতেই দেখা যাচ্ছে গাছের ওপর কাঠঠোকরা পাখি (Woodpeckers) বসে আছে। চট করে দেখলে মনে হবে ছবি দু’টি এক। কিন্তু আসলে এমনটা নয়। একই দেখতে এই দুই ছবির মধ্যেই রয়েছে ৬টি পার্থক্য (Difference)। সেগুলিকে খুঁজে বের করাই হল আজকের চ্যালেঞ্জ।

আরও পড়ুনঃ মাথার চুল ছিঁড়েও পারে না ৯৯% লোক! দেখুন তো ছবিতে লুকিয়ে থাকা সাপ খুঁজে পান কি না?

ভাইরাল এই ব্রেন টিজার সমাধান করার জন্য ঘড়ি ধরে ৩০ সেকেন্ড সময় বেঁধে দেওয়া হয়েছে। দাবি করা হয়েছে, মাত্র ৯৯% মানুষ শেষ পর্যন্ত ধাঁধা সমাধান করতে সফল হয়েছেন। বাকি সবাই হার মানতে বাধ্য হয়েছেন। আপনি একবার চেষ্টা করে দেখুন তো ৩০ সেকেন্ডের মধ্যে দু’টি ছবির মধ্যেকার ৬টি পার্থক্য খুঁজে পান কিনা।

আরও পড়ুনঃ চোখ থাকলে তবেই পাবেন! দেখুন তো ২৫ সেকেন্ডের পাশাপাশি দুই ছবির মধ্যে ৫টি পার্থক্য খুঁজে পান কি না?

Brain teaser, Brain teaser woodpeckers, Brain teaser find the difference woodpeckers

নির্ধারিত সময়ের মধ্যে আপনি যদি এই ব্রেন টিজার সমাধান করে ফেলেন তাহলে আপনার দৃষ্টিশক্তি এবং বুদ্ধির তারিফ করতেই হয়। কিন্তু না পারলেও হতাশ হবেন না। কারণ আমরা আপনার জন্য ৬টি পার্থক্য হাইলাইট করে দিচ্ছি। পাখির বুক, ডানা, ঝুটি, ল্যাজ এবং গাছের ডাল ও পাতা ভালো করে লক্ষ্য করলেই আপনি ৬টি পার্থক্য খুঁজে পেয়ে যাবেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥