• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মাথার চুল ছিঁড়েও পারে না ৯৯% লোক! দেখুন তো ছবিতে লুকিয়ে থাকা সাপ খুঁজে পান কি না?

Optical Illusion find the hidden Snake : সোশ্যাল মিডিয়ার (Social Media) যুগে কতকিছুই রোজ ভাইরাল হচ্ছে। তারই মধ্যে একটি হল চোখের ধাঁধা (Optical Illusion)। হ্যাঁ দেখে সোজা মনে হলেও এই ধাঁধা সমাধানে কিন্তু বুদ্ধি না থাকলে সমাধান করা বেশ কঠিন। কেউ টাইমপাস তো কেউ বেশ মজার জন্য এই ধাঁধার সমাধান করতে বেশ পছন্দ করেন। আসলে অনেকেই এটিকে একটি চ্যালেঞ্জের মতো করে দেখেন। আজকের প্রতিবেদনে আপনার জন্য এমনই একটি ব্রেন টিজার নিয়ে এসেছি আমরা।

আসলে চোখের ধাঁধা দিয়ে দৃষ্টিশক্তি কতটা তীক্ষ রয়েছে তা বেশ বোঝা যায়। এবার আসা যাক আজকের ধাঁধায়, যে ছবিটি দেখা যাচ্ছে তাতে একটি সাপ লুকিয়ে রয়েছে। আর সেটাই আজ আপনাদের খুঁজে বের করতে হবে।

   

Optical Illusion find the hidden snake in the picture

ছবিতে দেখা যাচ্ছে এক গ্রামের বাড়ির বারান্দায় এক ঠাকুমা বসে রয়েছে। আর সে তার নাতিকে কিছু একটা বলছে। ঠাকুমার পাশেই বাধা রয়েছে একটি ছাগল। আর উদ্যোনে একটি মোরগ রয়েছে। এছাড়াও ছবিতে মোট দুটি বাড়ি দেখা যাচ্ছে। বাড়ির পিছনের দিকে বেড়া রয়েছে আর তার পিছনের সুন্দর প্রকৃতিক দৃশ্যও দেখা যাচ্ছে।

এমনিতে বাড়িটি বেশ সুন্দর মনে হলেও এর মধ্যেই লুকিয়ে রয়েছে সাপ। তীক্ষ নজর থাকলে তবেই খুঁজে পাবেন ছবির মধ্যে থাকা সাপটিকে। আপনি কি পারবেন? যদি পারেন তাহলে আপনার নজর সত্যিই প্রশংসনীয়।

Optical Illusion find the hidden snake in the picture

আসলে এই ধরণের চোখের ধাঁধা দেখা খুবই সাধারণ মনে হয়।  কিন্তু খুব ভালোভাবে খুঁটিয়ে না দেখলে আসল জিনিস খুঁজে পাওয়া যায় না ,ঠিক যেমন এক্ষত্রে ছবির মধ্যে থাকা সাপটিকে ১০০ জনের মধ্যে হয়তো ৯৯ জনই খুঁজে পায় না। তবে চিন্তা নেই আমরা আপনাকে সাপটিকে খুঁজতে সাহায্য করব।

Optical Illusion find the hidden snake in the picture solution

দুটি বাড়ির মাঝে একটি গাছ রয়েছে, বেড়ার পিছনে। হ্যাঁ ঠিকই সেখানেই রয়েছে সাপটি। গাছের মধ্যে এমনভাবে জড়িয়ে রয়েছে যে একপলক দেখে সেটাকে খুঁজে পাওয়াটা বেশ মুশকিল। তবে ভালো করে দেখলে এটা খুঁজে বের করা যায়।