বাংলা সিরিয়ালের (Bengali Serial) অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন অদৃজা রায় (Adrija Roy)। যদিও এখন বাংলার গণ্ডি ছাড়িয়ে তিনি এখন পাকাপাকিভাবে জাঁকিয়ে বসেছেন হিন্দি সিরিয়ালের (Hindi Serial) জগতে। কিছুদিন আগেই কালার্স টিভির পর্দায় ‘দুর্গা অর চারু’ সিরিয়ালের সম্প্রচার শেষ হয়েছে। আর এই সিরিয়ালের সম্প্রচার শেষ হতে না হতেই বাংলা টেলিভিশনের মৌ এখন নায়িকা হচ্ছেন হিন্দি সিরিয়ালের সবথেকে জনপ্রিয় চ্যানেল স্টার প্লাসে।
এই চ্যানেলেই প্রধান নায়িকা হওয়ার সুযোগ পেয়ে গিয়েছেন তিনি। সদ্য প্রকাশ্যে এসেছে অভিনেত্রীর নতুন সিরিয়াল ‘ইমলি ৩’-র প্রোমো। যা প্রকাশ্যে আসতেই শুরু হয়ে গিয়েছে তুমুল চর্চা। এই প্রোমো দেখেই স্টার জলসার নতুন সিরিয়াল ‘লাভ বিয়ে আজকাল’-এর বিরাট মিল পেয়েছেন দর্শক। আর তারপরেই অদৃজার সিরিয়ালের বিরুদ্ধে উঠছে বাংলা সিরিয়ালের গল্প চুরির অভিযোগ।
এ প্রসঙ্গে প্রতিক্রিয়া জানতে সম্প্রতি হিন্দুস্থান টাইমস বাংলার তরফে যোগাযোগ করা হয়েছিল খোদ অভিনেত্রীর সাথে। এই নতুন সিরিয়ালের বিতর্ক প্রসঙ্গে অদৃজা এদিন স্পষ্ট বলেছেন ‘হ্যাঁ, ওই প্রোমোর সঙ্গে কয়েকটা দৃশ্যের মিল রয়েছে ঠিকই। কিন্তু মূল গল্পটা অনেকটা আলাদা। বাংলার প্রচুর সিরিয়ালের তো আগেও (হিন্দিতে) রিমেক হয়েছে। রিমেক বলতে মূল কাহানির নির্যাজটুকু নেওয়া। আসলে স্টার প্লাস আর স্টার জলসা, দুটোই তো স্টারের চ্যানেল।’
আরও পড়ুনঃ লজ্জা নেই, এবার জিষ্ণু-মেঘকে নিয়ে নোংরা অপবাদ! টিভির আগেই ফাঁস ‘ইচ্ছে পুতুল’র চরম টুইস্ট
এরপরেই সাফাই দিয়ে অভিনেত্রী বলেছেন ‘আমাদের হিট মেগা ইচ্ছে নদী-র শুরুটা নেওয়া হয়েছিল ইয়ে রিশতা ক্যায় কহলাতা হ্যায়র ক্ষেত্রে। কিন্তু তারপর তো পুরোটাই আলাদা। আমারও প্রোমোটা দেখে কিছু জায়গায় এক লেগেছে, সেটা চ্যানেলের বিষয়। বাংলার কোনও জিনিস যদি জাতীয় স্তরে নেওয়া হয় তাতে তো বাঙালি হিসাবে আমি গর্ববোধ করব। আমি তো খুশি হব যদি বাংলার সিরিয়ালের কোনও হিন্দি সংস্করণে কাজ করতে পারি। তবে এই সিরিয়ালের আসল চমক তো প্রথম এপিসোড দেখলে দর্শকরা আন্দাজ করতে পারবে’।
আরও পড়ুনঃ মৃত বাবা তুলে খোঁটা, পলাশকে উচিত শিক্ষা দিল শিমুল, টিভির আগেই ফাঁস দুর্ধর্ষ পর্ব
এই হিন্দি সিরিয়ালে অদৃজার বিপরীতে অভিনয় করছেন অভিনেতা সাইকেতন রাও। আগামী ১১ সেপ্টেম্বর থেকে শুরু হবে এই সিরিয়াল। যা নিয়ে এখন থেকেই দারুন উত্তেজিত বাংলা সিরিয়ালের মৌ। অভিনেত্রীর কথায়, ‘এই মুহূর্তে আমরা সেরা পাঁচে আছি। আমাদের চ্যালেঞ্জ সেরা তিনে যাওয়া। চ্যালেঞ্জিং তো বটে। নতুন যুদ্ধে নামছি, খুব উত্তেজিত।’