Mamata Banerjee Amitabh Bacchan Rakhi Bandhan : রাখি পূর্ণিমার (Rakhi Purnima) এই পূর্ণ তিথিতেই প্রথমবার মুম্বাইয়ে, অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) বাড়িতে হাজির হয়েছিলেন বাংলার দিদি তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যেহেতু দিনটাই রাখি পূর্ণিমার তাই এদিন বাংলার জামাই অর্থাৎ বিগ বি’র হাতে রাখি পরাতে ভুললেন না মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত বচ্চন পরিবারের সাথে কলকাতার যোগ অজানা নয় কারও কাছেই।
অমিতাভ বচ্চনের ক্যারিয়ারই শুরু হয়েছিল কলকাতা থেকে। এদিন সেকথাও শোনা গেল রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখেও। বলিউড শাহেনশাকে প্রশংসায় ভরিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী এদিন বলেন ‘আমি ওঁকে ‘ভারতরত্ন’ বলি। এটা যদি আমার হাতে থাকত, তাহলে আমি ওঁকে অনেক আগেই দিয়ে দিতাম। কিন্তু আমি ওঁকে জনগণের পক্ষ থেকে ভারতরত্ন উপাধি দিচ্ছি।’
সেইসাথে গোটা বচ্চন পরিবারের ভূয়সী প্রশংসা করে এদিন তিনি বলেন ‘ওঁরাই ভারতের ১ নম্বর পরিবার’। এদিন গাড়ি থেকে নেমেই বাংলার ধন্যি মেয়ে জয়া ভাদুড়ীকে বুকে জড়িয়ে ধরলেন মুখ্যমন্ত্রী। তারপরেই বাংলার ঘরের মেয়ের প্রশংসার পাশাপাশি মুখ্যমন্ত্রীর কথায় উঠে এল জয়া বচ্চনের জনপ্রিয় বাংলা সিনেমা ‘ধন্যি মেয়ে’র কথাও।
আরও পড়ুনঃ রাখিতে মজে গোটা বলিউড! অক্ষয় থেকে সারা, রইল বি টাউনের রাখি স্পেশ্যাল ছবির অ্যালবাম
এদিন গোটা বচ্চন পরিবারকে ভালোবাসায় ভরিয়ে দিয়ে বাংলার মুখ্যমন্ত্রী বলেছেন ‘আমি এর আগেও বহুবার মুম্বইয়ে এসেছি। তবে এই প্রথম অমিতাভ বচ্চনের বাড়িতে যাওয়ার সুযোগ হল। অমিতাভজি, জয়াজি, অভিষেক জি, ঐশ্বর্য রাই, শ্বেতা, আরাধ্যা সকলের সঙ্গে কথা হয়েছে দেখা হয়েছে। ওঁদের সঙ্গে পুরনো দিনের কথাও হয়েছে। অমিতাভজি কলকাতা থেকেই জীবনের শুরু করেছিলেন। ওঁর পরিবারেরও অনেক অবদান রয়েছে।’
আরও পড়ুনঃ পর্দার রাখি-বন্ধনের সম্পর্ক বাস্তবেও অটুট? রাখির শুভদিনে রইল সোহম-কৃত্তিকার হদিশ
এদিন মুম্বাইয়ে অবস্থিত অমিতাভ বচ্চনের রাজপ্রাসাদের মতো বাড়ি জলসার সামনে দাঁড়িয়েই অমিতাভ বচ্চন থেকে শুরু করে, জয়া বচ্চন, অভিষেক বচ্চন,ঐশ্বর্য রাই বচ্চন, সহ শ্বেতা,আরাধ্যা, নব্যা নভেলি নন্দা গোটা বচ্চন পরিবারের সদস্যদের সাথেই এদিন হাসিমুখেই ছবি তুলতে দেখা গেল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।