প্রথম ওয়েব সিরিজ (Web Series) ‘আবার প্রলয়’-এর (Abar Proloy) সাফল্যে মেতেছেন রাজ চক্রবর্তী (Raj Chakraborty) এবং তার গোটা টিম। এদিন যার মধ্যমণি হয়েই ছিলেন অভিনেত্রী কৌশানি মুখার্জী (Kaushani Mukherjee)। সদ্য মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ জুড়েই এক বিরাট ভূমিকায় ছিলেন মোহিনী মা, ওরফে মণি। এই চরিত্রে কৌশানির অভিনয় দেখে জাস্ট ছিটকে গিয়েছেন দর্শক। এতদিন টলিউডে (Tollywood) তাঁকে বরাবরই ‘আই ক্যান্ডি’ হিসেবেই ব্যবহার করা হয়েছে। আর এবার তাঁকেই একেবারে অন্য চরিত্রে অভিনয়ের সুযোগ দিয়ে ছক ভাঙলেন পরিচালক রাজ চক্রবর্তী।
আবার প্রলয় মুক্তির পর থেকেই মন কেড়েছে বাংলার দর্শকদের। প্রত্যেকের তুখোর অভিনয় আর দুর্দান্ত সংলাপ সবটাই মন ছুঁয়েছে দর্শকদের। সোমবার তারই সাকসেস পার্টিতে মেতে উঠেছিলেন পরিচালক অভিনেত্রী সহ সিনেমার গোটা টিম। মধ্যমনী ‘গ্ল্যাম গার্ল’ কৌশানি আর পরিচালক রাজ চক্রবর্তীর নাচ। রাতের ঝিকিমিকি মায়াবী আলোয় ব্যাকগ্রাউন্ডে বাজছে ‘লড়কি আঁখ মারে’ গান। আর সেই গানের তালেই কৌশানির গা ঘেঁষেই কোমর দুলিয়ে তুমুল নাচ পরিচালক রাজ চক্রবর্তীর।
পাশেই দাঁড়িয়ে ছিলেন কৌশানির প্রেমিক তথা টলিউড অভিনেতা বনি চক্রবর্তী। হাত গুটিয়ে তিনিও সবটা দেখছিলেন আর হাঁস মুচকি হাসছিলেন। দূর থেকেই সবটা দেখছিলেন পরিচালক রাজ চক্রবর্তীর স্ত্রী তথা টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীও। শুভশ্রী এখন ৫ মাসের অন্তঃসত্তা। তাই এদিন নাচ থেকে দূরেই ছিলেন অভিনেত্রী। প্রসঙ্গত আবার প্রলয়ের হাত ধরেই এই প্রথমবার প্রযোজক হিসেবে হাতেখড়ি হয়েছে শুভশ্রীর।
আরও পড়ুনঃ মেয়েটাকেও রেহাই দেয়নি! ‘হু ইজ কেকে’ বিতর্ক মনে পড়তেই কেঁদে ভাসালেন রূপঙ্কর
তাই এই সাকসেস পার্টিতে তারও উপস্থিতি ছিল একান্ত কাম্য। এদিনের এই পার্টিতে হাজির ছিল কার্যত গোটা টলিউড। বাংলা সিনেমার সেই চাঁদের হাটে উপস্থিত হয়েছিলেন খোদ পর্দার অনিমেষ দত্ত অর্থাৎ অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। এছাড়া অভিনেতা গৌরব চক্রবর্তীও হাজির হয়েছিলেন তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে। উপস্থিত ছিলেন অভিনেত্রী সোহিনী সেনগুপ্ত, সন্দীপ্তা সেন এর মতো এক ঝাঁক কলাকুশলীরা। তবে এদিন সকলের নজর গিয়ে আটকে ছিল রাজ কৌশানির নাচের দিকেই।
View this post on Instagram
সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হতেই রসিকতা করে রাজ চক্রবর্তীর উদ্দেশ্যে এক নেটিজেন লিখেছেন ‘এত ক্লোজ হয়ে নাচলে বউ এমন মারবে সব সিটি ভুলে যাব’। আবার একজন লিখেছেন ‘শুভশ্রী বৌদি দেখছে কিন্তু দাদা’। কেউ কেউ অবশ্য রাজকে ট্রোল করতেও ছাড়েননি।