Parineeti Chopra Raghab Chadda in Mahakal Mandir : আর মাত্র মাস খানেকের অপেক্ষা। এরপরেই সাত পাকে বাঁধা পড়বেন বলিউডের (Bollywood) নামী অভিনেত্রী পরিণীতি চোপড়া (Parineeti Chopra)। আগামী ২৫ সেপ্টেম্বর রাজস্থানের উদয়পুরে বসবে এলাহি বিয়ের (Marriage) আসর। রাজকীয় সেই বিয়ের প্রস্তুতি শুরু করার আগে শনিবার মহাকাল মন্দিরে (Mahakaleshwar Temple) পুজো দিতে গিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়ার বোন। সঙ্গে ছিলেন হবু স্বামী রাঘব চাড্ডা (Raghav Chadha)।
গোলাপি রঙের শাড়ি, আঁচল দিয়ে গা ঢাকা দেওয়া- পুরোদস্তুর ট্র্যাডিশনাল সাজে মহাকালের থেকে আশীর্বাদ নিতে গিয়েছিলেন পরিণীতি। অপরদিকে রাঘবের পরনে ছিল লাল রঙের ধুতি- উত্তরীয় এবং গলায় রুদ্রাক্ষের মালা। তারকাজুটির পুজো দেওয়ার ছবি-ভিডিও তুমুল ভাইরাল (Viral) হয়েছিল সোশ্যাল মিডিয়ায় (Social Media)। আর সেই ভাইরাল পোস্টগুলির জন্যই বিপাকে পড়লেন তাঁরা।
আসলে দেখা গিয়েছে, মন্দিরে প্রবেশ করার পরেও পরিণীতি এবং রাঘবের পায়ে চটি (Slippers) ছিল। মন্দির প্রাঙ্গনে চটি পরে প্রবেশের অনুমতি তাঁরা কীভাবে পেলেন? সেই প্রশ্ন তুলেছেন নেটিজেনদের একাংশ। আর তা নিয়েই চলছে সমালোচনা।
নেটিজেনদের একটি বিরাট অংশের রোষের মুখে পড়তে হয়েছে পরিণীতি এবং রাঘবকে। কেউ লিখেছেন, ‘চটি পরে কে মন্দিরে যায়, যতসব ঢং’। কারোর আবার মত, ‘চটি পরে মন্দিরে প্রবেশ না করার নিয়ম এই ধরণের নির্লজ্জ অভিনেত্রীদের জন্য নয়’। অনেকে আবার আক্ষেপ করে লিখেছেন, ‘যত নিয়ম আছে সব কেবল সাধারণ মানুষদের জন্য’।
আরও পড়ুনঃ আলিয়ার জন্য জাতীয় পুরস্কার হাতছাড়া! বিজয়ী ঘোষণার পরেই আবারও বিস্ফোরক কঙ্গনা রানাউত
সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ট্রোল হলেও পরিণীতি কিংবা রাঘব কেউই এই বিষয়ে এখনও কোনও মন্তব্য করেননি। অপরদিকে শোনা যাচ্ছে, উদয়পুরে এলাহিভাবে গাঁটছড়া বাঁধার পর তিনটি শহরে রিসেপশন পার্টি আয়োজন করবেন রাঘব-পরিণীতি। দিল্লিতে জন্ম এবং বেড়ে ওঠা রাঘবের।
তাই দিল্লির কাছাকাছি গুরুগ্রামে একটি রিসেপশন পার্টি আয়োজিত হবে। আর একটি হয়তো মুম্বইয়ে হবে। তৃতীয় রিসেপশন পার্টি কোথায় হবে সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। আপাতত চোপড়া এবং চাড্ডা পরিবার বিয়ের তোরজোড় নিয়ে ব্যস্ত। ২৫ সেপ্টেম্বরের আয়োজনে যাতে কোনও ত্রুটি না থাকে সেটাই সুনিশ্চিত করছে দুই তারকার পরিবার।