জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত অত্যন্ত জনপ্রিয় একটি রিয়্যালিটি শো হল ‘সারেগামাপা’ (SaReGaMaPa)। গত প্রায় এক দশক ধরে এই রিয়্যালিটি শোয়ের একের পর এক সিজন আসছে। ‘সারেগামাপা’র হাত ধরে অনেক জনপ্রিয় গায়ক (Singer)-গায়িকার উত্থান হয়েছে। স্বপ্নপূরণ হয়েছে বহু সঙ্গীতশিল্পীর। তবে এমনও অনেকে আছেন যারা একসময় এই শোয়ের হাত ধরে জনপ্রিয়তা পেলেও এখন চলে গিয়েছেন লাইমলাইটের আড়ালে। এমনই একজন গায়ক যেমন এখন গান ছেড়ে খাবারের দোকান (Food Store) খুলেছেন।
প্রত্যেক বছরের পর মতো গত বছরও ‘সারেগামাপা’র নতুন সিজন শুরু হয়েছিল। চলতি বছর ফেব্রুয়ারি মাসে পথচলা শেষ হয় সেই সিজনের। পদ্ম পলাশ হালদার, অ্যালবার্ট কাবো, অস্মিতা কর সহ মোট ৬ জন প্রতিযোগী চূড়ান্ত পর্ব অবধি পৌঁছেছিলেন। তবে শেষ পর্যন্ত সবাইকে টেক্কা দিয়ে বিজয়ীর খেতাব জেতেন পদ্ম পলাশ।
গত বছর ‘সারেগামাপা’র বিচারক হিসেবে দেখা গিয়েছিল শান্তনু মৈত্র, শ্রীকান্ত আচার্য এবং রিচা শর্মাকে। মহাগুরুর আসনে আসীন ছিলেন পণ্ডিত অজয় চক্রবর্তী। অপরদিকে মেন্টরের দায়িত্ব সামলেছিলেন জোজো, ইমন চক্রবর্তী, রাঘব চট্টোপাধ্যায় এবং মনোময় ভট্টাচার্য। গত বছর প্রথম থেকেই নিজের গায়কীয় মাধ্যমে দর্শকদের মন জয় করে নিয়েছিলেন কাবো। সিংহভাগ দর্শকই অনুমান করেছিলেন, তিনিই বিজেতা হবেন। তবে শেষ পর্যন্ত বিজয়ী হিসেবে ঘোষণা করা হয় পদ্মপলাশের নাম।
আরও পড়ুনঃ বিয়ে হতেই নিজের মেয়েও পর! শ্বশুরবাড়ি ছেড়ে বাপের বাড়ি এসেও লাঞ্ছিত শিমুল, ফাঁস আগাম পর্ব
বেশিরভাগ দর্শক পদ্ম পলাশের বিজেতা হওয়ার বিষয়টি মেনে নিতে পারেননি। বিচারকদের বিরুদ্ধে অনেকেই পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছিলেন। যদিও এই প্রথম নয়, অতীতেও ‘সারেগামাপা’র বহু সিজনে এই বিতর্ক হয়েছে। এমনকি সোশ্যাল মিডিয়ায় বহুবার বিচারকদের ‘অযোগ্য’ তকমাও দিয়েছেন নেটিজেনরা। একই অভিযোগ তুলেছিলেন জনপ্রিয় এই রিয়্যালিটি শোয়ের একটি সিজনের প্রতিযোগী দিব্যমান সান্যাল (Dibyaman Sanyal)।
আরও পড়ুনঃ শাহরুখের ‘জওয়ান’ ছবির নায়িকা এক বাঙালি মহিলা, রইল বঙ্গললনার নাম সহ আসল পরিচয়
‘সারেগামাপা’র হাত ধরে প্রথমবার টিভির পর্দায় ধরা দিয়েছিলেন দিব্যমান। নিজের তুখোড় গায়কীর মাধ্যমে মুগ্ধ করেছিলেন প্রত্যেককে। তবে দুর্ভাগ্যবশত মাঝপথেই শো থেকে বিদায় নিতে হয়েছিল তাঁকে। অনেকেই অভিযোগ তুলেছিলেন তাঁর যোগ্যতার সঠিক কদর করা হয়নি। এখন সেই দিব্যমানই একটি খাবার দোকান খুলেছেন।
সম্প্রতি একটি ফুড ভ্লগিং ভিডিওয় এই গায়কের কাহিনী উঠে এসেছে। সেখানে দিব্যমান দাবি করেন, জি বাংলার সংশ্লিষ্ট শোয়ে ‘অযোগ্য’ বিচারক রয়েছেন। সেখনেই যোগ্যতার সঠিক কদর করা হয় না। সেই জন্য ‘সারেগামাপা’ থেকে বেরনোর পর তেমন কোনও শো পাননি তিনি। এখন তাই খাবারের দোকান ‘কাবাব মে হাড্ডি’ খুলেছেন এই জনপ্রিয় গায়ক।