Anwesha Hazra talks about Phulki : স্টার জলসা (Star Jalsha) এবং জি বাংলার (Zee Bangla) পর্দায় সাম্প্রতিক অতীতে একাধিক নতুন সিরিয়াল শুরু হয়েছে। এমনই দু’টি ধারাবাহিক হল ‘সন্ধ্যাতারা’ (Sandhyatara) এবং ‘ফুলকি’ (Phulki)। দু’টি সিরিয়ালই সন্ধ্যা ৭:৩০টার সময় সম্প্রচারিত হয়। স্টার জলসার ‘সন্ধ্যাতারা’য় মুখ্য চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী অন্বেষা হাজরা (Annwesha Hazra)। অপরদিকে জি বাংলার ‘ফুলকি’তে দেখা যাচ্ছে নবাগতা দিব্যানি মণ্ডলকে (Divyani Mondal)। তবে শুনতে অবাক লাগলেও, নতুন নায়িকা দিব্যানি গুনে গুনে গোল দিচ্ছে ‘সিনিয়র’ অন্বেষাকে।
১২ জুন থেকে জি বাংলার পর্দায় শুরু হয়েছে ‘ফুলকি’র পথচলা। প্রথম থেকেই ধারাবাহিকটির (Bengali Serial) কাহিনী দর্শকদের মন কেড়ে নিয়েছে। টিআরপি তালিকাতেও প্রথম সপ্তাহ থেকেই রাজত্ব করছে ‘বক্সার’ ফুলকি। উল্টোদিকে প্রতিপক্ষ ‘সন্ধ্যাতারা’ প্রত্যেক সপ্তাহে স্লটহারা হচ্ছে। এক সময় সম্প্রচারিত হলেও দুই ধারাবাহিকের টিআরপিতে রয়েছে বিস্তর ফারাক।
চলতি সপ্তাহে যেমন টিআরপি তালিকায় দ্বিতীয় স্থান অর্জন করেছে ‘ফুলকি’। ‘অনুরাগের ছোঁয়া’র সঙ্গে যৌথভাবে দ্বিতীয় হয়েছে, প্রাপ্ত পয়েন্ট ৮.৪। অপরদিকে ‘সন্ধ্যাতারা’র রেটিং মাত্র ৬.৪। মুখ্য চরিত্রে অন্বেষার মতো হেভিওয়েট নায়িকা থাকা সত্ত্বেও কেন টিআরপি তালিকায় ছাপ ফেলতে ব্যর্থ ‘সন্ধ্যাতারা’? সম্প্রতি এই নিয়ে মুখ খুলেছিলেন অভিনেত্রী নিজে।
আরও পড়ুনঃ মেয়ে হয়ে মেয়েদের সমালোচনা সত্যিই খারাপ লাগে! ট্রোলিং নিয়ে বিস্ফোরক পর্দার শিমুল
পর্দার সন্ধ্যা সাফ জানান, টিআরপি নিয়ে কোনও দিনই তাঁর কোনও রকম উদ্বেগ ছিল না। আজও নেই। আনন্দ অথবা দুঃখ কোনোটাই হয় না অভিনেত্রীর। আসলে এই মুহূর্তে টিআরপি তালিকায় রাজত্ব করা স্টার জলসা, জি বাংলার হাত ধরে অন্বেষার কেরিয়ার শুরু হয়েছিল। তাঁর কেরিয়ার শুরু হয়েছিল কালার্স চ্যানেলের হাত ধরে। ধারাবাহিকের টিআরপি কম থাকলেও সেই সময় অন্বেষাকে কিন্তু কম পরিশ্রম করতে হয়নি। দিনে ১৪ ঘণ্টাই শ্যুটিং করতে হয়েছে তাঁকে। সেই জন্য টিআরপি নিয়ে নাচানাচি কিংবা মাতামাতি করায় বিশ্বাসী নন তিনি।
আরও পড়ুনঃ রোজ সন্ধ্যায় ‘আহ উহ’ সিন! ‘কার কাছে কই মনের কথা’র দৃশ্য দেখে ক্ষোভ প্রকাশ দর্শকদের
অন্বেষার কথায়, ‘আমরা একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করতে আসিনি। আমি চিত্রনাট্যে বিশ্বাস করি। কালার্সের ‘কাজললতা’ দিয়ে আমি শুরু করেছিলাম। আর আজ যে ‘ফুলকি’ করছে দিব্যানি মণ্ডল, আমি ওঁর কাজে খুশি। শুধু দিব্যানিই নয়, ঋত্বিক দা (ঋত্বিক মুখোপাধ্যায়), এখন যার সঙ্গে কাজ করছি সৌরজিৎ (সৌরজিৎ বন্দ্যোপাধ্যায়) সেও রয়েছে। প্রথম কাজেই ওঁরা দর্শকদের থেকে এত ভালোবাসা পেয়েছে, এত কাছের হয়ে উঠেছে, সেটাই অনেক বড় পাওনা’।