• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মেয়ে হয়ে মেয়েদের সমালোচনা সত্যিই খারাপ লাগে! ট্রোলিং নিয়ে বিস্ফোরক পর্দার শিমুল

Published on:

Kar Kache Koi Moner Kotha serial Shimul actress Manali Dey's reaction on social media trolling

Manali Dey reaction to Social Media trolls : জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত অত্যন্ত চর্চিত একটি বাংলা সিরিয়াল (Bengali Serial) হল ‘কার কাছে কই মনের কথা'(Kar Kache Koi Moner Kotha)। এই ধারাবাহিকের নায়িকা শিমুল (Shimul) চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী মানালি দে (Manali Dey)। মানালি বরাবরই টেলিভিশনের পর্দায়  দারুন জনপ্রিয় একজন অভিনেত্রী। একসময় এই ছোটপর্দা থেকেই অভিনয়ে হাতেখড়ি হয়েছিল তাঁর।

এবারও পর্দায় শিমুল চরিত্রে অভিনয় করে দারুন জনপ্রিয়তা পেয়েছেন মানালি। পর্দার শিমুলের মতোই বাস্তবেও  প্রতিবাদী মানালি। তবে এই ধারাবাহিকের শিমুলের চরিত্র এবং গল্প নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় নানারকম মন্তব্য শুনতে হয়েছে অভিনেত্রীকে। আবার অনেকে এমনও রয়েছেন যারা অভিনেত্রীর ব্যক্তিগত পোস্টে এসে তাঁকে ব্যক্তিগত আক্রমণ করেছেন। এমনই নানা বিষয় নিয়ে সম্প্রতি টলিউড ফোকাস কলকাতার সাথে একান্ত সাক্ষাৎকারে বসেছিলেন অভিনেত্রী।

Kar Kache Koi Moner Kotha serial upcoming twist:

নিন্দুকদের উদ্দেশ্যে মানালির জবাব 

যারা তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে এধরনের মন্তব্য করেছেন তাদের উদ্দেশ্যে মানালি এদিন বলেছেন ‘আপনি আমার জায়গায় ছিলেন না। আমি কি কাটিয়ে এসেছি, কবে ভালো থেকেছি, কবে কেঁদেছি এটা পুরোপুরি আমি আর আমার পরিবার দেখেছে।  এবং আমি যখন খারাপ থেকেছি তখন আপনারা কেউ আমার পাশে আসেননি। হ্যাঁ, আমি যখন ভালো থেকেছি তখন সেটা আপনারা দেখতে পেয়েছেন। তবে খারাপ থাকাটা কেউ দেখতে পাননি, তাই মন্তব্য করাটা খুব সহজ’।

আরও পড়ুনঃ শট দিতে গিয়ে ভাইয়ের মুখটাই মনে পড়ে! পুতুল চরিত্রে অভিনয় নিয়ে মুখ খুললেন শ্রীতমা

সেইসাথে এদিন অভিনেত্রী জানিয়েছেন তিনি মোএ করেন তিনি ভালো থাকলে তাঁর বাবাও ভালো থাকবে। মানালির কথায়  প্রত্যেকটা মানুষের নিজের মতো করে ভালো থাকার অধিকার আছে। তাই নিন্দুকদের উদ্দেশ্যে অভিনেত্রী এদিন বলেছেন ‘এমন কোন মন্তব্য করবেন না, যেখানে আপনি নিজেই ছোট হচ্ছেন। কারণ তার জায়গায় আপনি নেই। আপনি আপনার জায়গায় আছেন এবং আমি আমার জায়গায় আছি।’

আরও পড়ুনঃ মা-ছেলের ফুলশয্যার কাছে হেরে ভূত! শেষ হচ্ছে পঞ্চমী, একরাশ মন খারাপের কথা জানালেন সুস্মিতা

প্রসঙ্গত অভিনেত্রীরা অনেকের অনেক রকম মন্তব্য সহ্য করে নেয়। ব্যক্তিগত আক্রমণের মুখে পড়ে মানালিও বেশিরভাগ সময় চুপ থাকেন। কারণ অভিনেত্রী জানিয়েছেন এই ধরনের মন্তব্যের জবাব দিতেও তাঁর রুচিতে বাঁধে। তাই কেউ যদি  কারও দুঃখে আহারে বলেন খারাপ কথা বলেন তখন খারাপ সময়েও তার পাশে থাকতে বলেছেন অভিনেত্রী। মানালির কথায় ‘যদি সেটা পারেন তখনই খারাপ কথা লিখবেন, তখনই তাকে বিচার করবেন। কারণ কার কখন কি মানসিকতা হয়, কে কোন পরিস্থিতির মধ্যে যায় সেটা কেউ জানে না।’

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥