• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

একটা সিরিয়ালেই কোটিপতি, অভিনয় করে নীল-তৃণার মাসিক আয় শুনে বিষম খাচ্ছে দর্শকেরা!

টলিউড (Tollywood) এবং বাংলা সিরিয়ালের (Bengali Serial) মধ্যেকার বৈষম্য আস্তে আস্তে কমছে। টলিপাড়ার বহু তারকা নির্দ্বিধায় এখন ছোটপর্দায় কাজ করছেন। শুনলে হয়তো অবাক হবেন, সিনেমার থেকে বেশি রোজগার কিন্তু সিরিয়ালেই। সেই জন্য অনেক নামী দামি তারকাই টেলি দুনিয়ায় নাম লেখাতে শুরু করেছেন। আর বছরের পর বছর ধরে এই টেলি জগতে রাজত্ব করছেন নীল ভট্টাচার্য (Neel Bhattacharya) এবং তৃণা সাহা (Trina Saha)

বেশ কয়েকবছর হয়ে গেল ছোটপর্দায় কাজ করছেন নীল-তৃণা। নীলের কেরিয়ার শুরু হয়েছিল স্টার জলসার ‘ঠিক যেন লাভ স্টোরি’ (Thik Jeno Love Story) ধারাবাহিকের হাত ধরে। এরপর জি বাংলার ‘কৃষ্ণকলি’ (Krishnakoli), ‘উমা’ (Uma) সিরিয়ালে অভিনয় করেন তিনি। এখন ফের ‘বাংলা মিডিয়াম’র (Bangla Medium) হাত ধরে স্টার জলসায় কামব্যাক করেছেন অভিনেতা।

   

Neel Bhattacharya, Neel Bhattacharya fees

নীলের স্ত্রী তৃণাও খুব একটা পিছিয়ে নেই। ‘খোকাবাবু’র (Khokababu) পর ‘কলের বউ’ (Koler Bou) এবং ‘খড়কুটো’ (Khorkuto) ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। অভিনেত্রীকে শেষ দেখা গিয়েছে ‘বালিঝড়’ (Balijhor) সিরিয়ালে। এত বছর ধরে টেলি দুনিয়ায় কাজ করার পর ‘তৃণীল’এর জনপ্রিয়তা যেমন বেড়েছে, তেমনই পাল্লা দিয়ে বেড়েছে পারিশ্রমিকটাও (Fees)।

আরও পড়ুনঃ ‘শ্রীময়ী’র পর ছোটপর্দায় দেখা নেই, কবে ফিরছেন? অবশেষে নিজেই ‘সুখবর’ দিলেন ইন্দ্রাণী হালদার

এখন বাংলা সিরিয়ালের তারকারা হাজারে নয়, বরং লাখে পারিশ্রমিক পান। নায়ক-নায়িকার মাইনে হয় সবচেয়ে বেশি। নীল-তৃণাও একটি সিরিয়ালের জন্য লক্ষাধিক টাকা চার্জ করেন। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ২০১৪ সালে ‘ঠিক যেন লাভ স্টোরি’র হাত ধরে নীলের কেরিয়ার যখন শুরু হয়, তখন তিনি মাসিক ২৫ হাজার টাকা পারিশ্রমিক পেতেন। এরপর জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে অভিনেতার বেতন। এখন ‘বাংলা মিডিয়াম’এর জন্য মাসিক ৫ লাখ টাকা চার্জ করেন নীল।

আরও পড়ুনঃ রামপ্রসাদের ছোট্ট কালী আসলে কে জানেন? রইল মিষ্টি নায়িকার আসল পরিচয়

Trina Saha, Trina Saha fees

জুলাই মাস পর্যন্ত নীল সবচেয়ে বেশি পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতা ছিলেন। আগস্টে তিনি দ্বিতীয় স্থানে চলে এসেছেন। অপরদিকে তৃণার ফিজও নেহাত কম নয়। ২০১৬ সালে ‘খোকাবাবু’ সিরিয়ালের সময় অভিনেত্রীর পারিশ্রমিক ছিল ৩৫ হাজার টাকা। ‘বালিঝড়’র সময় সেই অঙ্কটা গিয়ে দাঁড়ায় ৩ লাখ ২০ হাজার টাকায়। অর্থাৎ একটি ধারাবাহিকে অভিনয় করেই মোটা টাকা আয় করে নেন টেলি তারকারা। বহু মানুষ সারা জীবনে হয়তো যে অর্থ সঞ্চয় করে উঠতে পারেন না, সিরিয়ালে অভিনয় করে কয়েক মাসের মধ্যেই সেই অর্থ উপার্জন করে ফেলেন অভিনেতা-অভিনেত্রীরা।

site