Bollywood Actress Who had Miscarriage : সন্তান হারানোর মতো কষ্ট আর কিছুতে নেই। কোল খালি হয়ে যাওয়ার যে কী যন্ত্রণা সেটা যার হয়েছে সে-ই একমাত্র জানে। সম্প্রতি যেমন বলিউড (Bollywood) অভিনেত্রী রানী মুখার্জি (Rani Mukherjee) মিসক্যারেজের (Miscarriage) কষ্ট নিয়ে মুখ খুলেছিলেন। তবে বঙ্গ তনয়া একা নন, হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির একাধিক অভিনেত্রী এই যন্ত্রণার মধ্যে দিয়ে গিয়েছেন। আজকের প্রতিবেদনে এমনই ৫ তারকার নাম তুলে ধরা হল।
কাজল (Kajol)- রানীর তুতো বোন তথা জনপ্রিয় বলিউড অভিনেত্রী কাজল একবার নয়, দু’বার মিসক্যারেজের যন্ত্রণা সহ্য করেছেন। অভিনেত্রী নিজে এই বিষয়ে বেশ কয়েকবার কথা বলেছেন। কাজল জানিয়েছিলেন, ‘কভি খুশি কভি গম’র আগেই সন্তান হারিয়েছিলেন তিনি। ছবিটি ব্লকবাস্টার হলেও, কাজল সেই সময় প্রবল কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছিলেন।
শিল্পা শেট্টি কুন্দ্রা (Shilpa Shetty Kundra)- শিল্পা এখন দুই সন্তানের মা। তবে একটা সময় সন্তানের মুখ দেখার জন্য কম অপেক্ষা করতে হয়নি তাঁকে। শিল্পা একবার জানিয়েছিলেন, তাঁর একটি অটোইমিউন রোগ রয়েছে। যে কারণে বেশ কয়েকবার গর্ভেই নিজের সন্তানকে হারিয়েছেন তিনি।
আরও পড়ুনঃ ৩০০ কোটির পুরোটাই ঢপ, চরম ফ্লপ ‘গদর ২’! সানি দেওলের সিনেমা বিয়ে বিস্ফোরক কেআরকে
সায়রা বানু (Saira Banu)- বলিউডের স্বর্ণযুগের অভিনেত্রী সায়রা বানুও মিসক্যারেজের যন্ত্রণা সহ্য করেছেন। একবার এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছিলেন, ১৯৭২ সালে তাঁর গর্ভে সন্তান এসেছিল। তবে তাঁর প্রেগন্যান্সিতে বেশ কিছু সমস্যা দেখা দিয়েছিল, যে কারণে সেই সন্তানের মৃত্যু হয়।
গৌরী খান (Gauri Khan)- বলিউড ‘বাদশা’ শাহরুখ খানের স্ত্রী তথা নামী প্রযোজক গৌরী খানও সন্তান হারানোর কষ্টের মধ্যে দিয়ে গিয়েছেন। একবার এক সাক্ষাৎকারে শাহরুখ নিজে একথা ফাঁস করেছিলেন। অভিনেতা জানিয়েছিলেন, ১৯৯৭ সালে আরিয়ানের জন্মের আগে মিসক্যারেজ হয়েছিল গৌরীর।
রানী মুখার্জি (Rani Mukerji)- সম্প্রতি রানী মুখার্জি নিজের মিসক্যারেজ নিয়ে মুখ খুলেছেন। অভিনেত্রী জানান, ২০২০ সালের শেষের দিকে দ্বিতীয়বার গর্ভবতী হয়েছিলেন তিনি।
কিন্তু দুর্ভাগ্যবশত গর্ভাবস্থার ৫ মাসের মাথায় রানীর সন্তানের মৃত্যু হয়। সেই কষ্ট যে এখনও অভিনেত্রীর মন থেকে মুছে যায়নি তা তাঁর কথা শুনেই বেশ বুঝতে পেরেছেন অনুরাগীরা।