Actors Who played Byomkesh Bakshi : ব্যোমকেশ বক্সী (Byomkesh Bakshi), বাঙালিকে নস্ট্যালজিক করে তোলার জন্য এই নামটাই যথেষ্ট। শরদিন্দু বন্দ্যোপাধ্যায় সৃষ্ট ব্যোমকেশ শুধু একটি গোয়েন্দা (Detective) চরিত্র নয়, এটি বাংলার গর্ব, বাঙালির আবেগ। সেই জন্যই তো বারবার সত্যান্বেষীর জুতোয় পা গলিয়েছেন একাধিক অভিনেতা (Actor)। টলিউড (Tollywood) তো বটেই, বলিউডেও (Bollywood) তাকে নিয়ে তৈরি হয়েছে একাধিক ছবি। ব্যোমকেশের চরিত্রে অভিনয় করে দর্শকদের মুগ্ধ করা এমনই ৮ অভিনেতার নাম তুলে ধরা হল আজকের প্রতিবেদনে।
রজিত কাপুর (Rajit Kapur)- ভারতীয় টেলিভিশনের প্রথম ব্যোমকেশ হলেন রজিত কাপুর। জনপ্রিয় এই বলিউড অভিনেতার অভিনয়ে যেন প্রাণসঞ্চার হয়েছিল আইকনিক গোয়েন্দা চরিত্রটিতে। ব্যোমকেশ রজিতের অজিত হয়েছিলেন অভিনেতা কেকে রায়না। দর্শকমহলে ব্যাপক হিট হয়েছিল তাঁদের জুটি।
উত্তম কুমার (Uttam Kumar)- টলিউডের ‘মহানায়ক’ উত্তম কুমারকেও ব্যোমকেশ রূপে দেখেছেন দর্শকরা। সত্যজিৎ রায়ের ‘চিড়িয়াখানা’ ছবিতে সত্যান্বেষীর চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। অনেকের মতে, আজও সেরা ব্যোমকেশ উত্তম কুমারই।
আরও পড়ুনঃ সাউথকে টেক্কা দিতে তৈরী! ‘ফেলুদা’ ইন্দ্রনীলের বিপরীতে ভিলেন হচ্ছেন ‘বাহুবলী’ অভিনেতা
যীশু সেনগুপ্ত (Jisshu Sengupta)- সাম্প্রতিক অতীতে একাধিক অভিনেতাকে ব্যোমকেশের জুতোয় পা গলাতে দেখা গিয়েছে। তাঁদের মধ্যে অন্যতম হলেন যীশু। তাঁর অভিনয় দেখে ভূয়সী প্রশংসা করেছিলেন সিনেপ্রেমী মানুষরা।
আরও পড়ুনঃ ‘ট্রাস্ট ইস্যু হচ্ছে…’ রুক্মিনীকে কবে বিয়ে করছেন? উত্তরে বিস্ফোরক ‘নতুন ব্যোমকেশ’ দেব
অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya)- ওটিটির দুনিয়ার ব্যোমকেশ হলেন অনির্বাণ ভট্টাচার্য। তিনি যে ঠিক কোন মাপের অভিনেতা তা তাঁর ব্যোমকেশ সিরিজ দেখলেই বেশ বুঝে নেওয়া যায়। সত্যান্বেষীর চরিত্রের প্রত্যেকটি খুঁটিনাটি পর্দায় ফুটিয়ে তুলেছিলেন তিনি। অভিনয় নয়, অনির্বাণ যেন সত্যিই ব্যোমকেশ হয়ে উঠেছিলেন।
আবীর চট্টোপাধ্যায় (Abir Chatterjee)- কখনও ফেলুদা, কখনও সোনাদা, কখনও আবার ব্যোমকেশ। বড়পর্দায় একাধিক গোয়েন্দা চরিত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে ফুটিয়ে তুলেছেন আবীর। অঞ্জন দত্ত এবং অরিন্দম শীল- টলিপাড়ার এই দুই পরিচালকের ছবিতে ব্যোমকেশ হিসেবে ধরা দিয়েছিলেন আবীর।
সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput)- ‘কাই পো চে’ এবং ‘শুদ্ধ দেশি রোম্যান্স’র সাফল্যের পর ব্যোমকেশ বক্সী রূপে পর্দায় হাজির হয়েছিলেন সুশান্ত। দিবাকর বন্দ্যোপাধ্যায়ের ‘ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী’ ছবিতে অভিনয় করেছিলেন তিনি। অনেকেই বলেন, সুশান্তের কেরিয়ারের অন্যতম মাইলস্টোন এই ছবিটি।
পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)- সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী রূপে পর্দায় হাজির হয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়ও। ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘সত্যান্বেষী ব্যোমকেশ’ ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। সায়ন্তন ঘোষাল পরিচালিত এই সিনেমায় প্রশংসিত হয়েছিল পরমের অভিনয়।
দেব (Dev)- তালিকার নবতম সংযোজন হলেন টলি সুপারস্টার দেব। প্রায় দেড় দশক বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাটানোর পর ব্যোমকেশ রূপে পর্দায় হাজির হলেন তিনি।
সম্প্রতি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে দেব অভিনীত ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’। দর্শকদের কথায়, সত্যান্বেষীর চরিত্রে নিরাশ করেননি টলি সুপারস্টার।