Anurager Chhowa Independence Day Promo : মাসের পর মাস কেটে গেলেও এখনও অধরা থেকে গিয়েছে স্টার জলসার (Star Jalsha) ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) সিরিয়ালের দর্শকদেরমনের ইচ্ছা। তবে এতদিনে দর্শকরাও বুঝে গিয়েছেন সূর্য মুখে যতই দীপাকে (Surjo-Deepa) অপমান করুক না কেন সে মন থেকে আজও তাকেই ভালোবাসে। তাই যখনই দর্শকরা তাদের মিল হওয়ার আশা দেখতে পাচ্ছেন তখনই সকলের সমস্ত আশা ধুলোয় মিশিয়ে দিচ্ছে খলনায়িকা মিশকা।
বিগত কয়েক মাস ধরে এই একই ঘটনাই ঘুরিয়ে ফিরিয়ে দেখানো হচ্ছে ধারাবাহিকে। যা দেখে মাঝে মধ্যেই বিরক্ত হয়ে পড়ছেন দর্শক। কিন্তু সূর্য-দীপার দুই মেয়ে সোনা-রুপার মুখের দিকে তাকিয়ে চাইলেও কেউ এই সিরিয়াল থেকে মুখ ফিরিয়ে নিতে পারছেন না। তাই প্রতিদিন ঘড়ির কাঁটা সাড়ে ৯ টার ঘরে যেতেই দর্শকরা টিভির সামনে বসে এই পছন্দের সিরিয়াল দেখার জন্য।
মুখোমুখি সূর্য কবির
রাত পোহালেই স্বাধীনতা দিবস, এবছর এই স্বাধীনতা দিবসের আঁচ এসে পড়েছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালেও। সোনা রুপার স্কুলে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ফুল সাজানো দায়িত্ব পড়েছে দীপার ওপর। সেখানেই সন্ত্রাসবাদী দল কায়দা করে দীপার ফুলের টবে বোমা রেখে দেয়। অন্যদিকে ওই একই অনুষ্ঠানে বহুদিন পর কবিরের মুখোমুখি হয় সূর্য। আর কবিরকে দেখা মাত্রই পুরনো ঘটনা মনে পড়ে যাওয়ায় আবার মাথায় রক্ত উঠে যায় সূর্যর।
আরও পড়ুনঃ সোনা নাকি রূপা, বাংলা সিরিয়ালের সেরা শিশু শিল্পীর পুরস্কার জিতল কে? নামটা চমকে দেবে
সোনা রুপার স্কুলে সন্ত্রাসবাদী হামলা
দূর থেকেই কবির আর দীপাকে কথা বলতে দেখে আবার অকারণে ভুল বোঝে সূর্য। অন্যদিকে স্কুলটি যে সন্ত্রাসবাদীদের কবলে পড়েছে সে কথা জানতে পেরে ভয়ে কাঁটা হয়ে গিয়েছেন স্কুলের প্রিন্সিপাল ম্যাডাম। দুজন পুলিশ অফিসার এসে ফাইল সাজানোর দায়ীত্বে থাকা দীপার সাথে দেখা করতে চায়।
এখন দেখার সূর্য দীপার এই ভুল-বোঝাবুঝির মাঝেই বড়সড় সন্ত্রাসবাদী হামলা থেকে কিভাবে গোটা স্কুলের বাচ্চাদের বাঁচায় দীপা। কাজেই বোঝা যাচ্ছে স্বাধীনতা দিবসের দিনেই এক বিরাট চমক আসতে চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালে।