• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দীপার কুকর্মের ফল, এবার সোনার ভয়ঙ্কর ক্ষতি করবে সূর্য! প্রকাশ্যে ‘অনুরাগের ছোঁয়া’র ধামাকা প্রোমো

Published on:

Star Jalsha,Bengali serial,Anurager Chhowa,Promo,New promo,Surjya,Deepa,Sona,Rupa,Entertainment,TV serial,Television,Entertainment news,স্টার জলসা,বাংলা সিরিয়াল,অনুরাগের ছোঁয়া,প্রোমো,নতুন প্রোমো,সূর্য,দীপা,সোনা,রূপা,বিনোদন,টিভি সিরিয়াল,টেলিভিশন,বিনোদনের খবর,Anurager Chhowa promo,Anurager Chhowa new promo,অনুরাগের ছোঁয়া প্রোমো,অনুরাগের ছোঁয়ার নতুন প্রোমো

এই মুহূর্তে স্টার জলসার (Star Jalsha) পর্দায় সম্প্রচারিত অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক হল ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। সপ্তাহের পর সপ্তাহ ধরে টিআরপি তালিকায় রাজত্ব করছে এই সিরিয়াল (Bengali Serial)। যদিও দর্শকদের একাংশ বলছেন, একঘেয়েমি ট্র্যাক দেখতে আর ভালোলাগছে না। সূর্য-দীপার মিল দেখার আশায় হাপিত্যেশ করে বসে আছেন প্রত্যেকে।

গত কয়েক মাস ধরে ‘অনুরাগের ছোঁয়া’য় একই ট্র্যাক দেখানো হচ্ছে। মিশকার ষড়যন্ত্রের সৌজন্যে সূর্য (Surjya)-দীপার (Deepa) সুখের সংসার ভেঙেছে অনেক আগেই। এখনও তাদের ভুল বোঝাবুঝি মেটেনি। আর বাবা-মায়ের এই মান-অভিমানের জন্য সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে ছোট্ট সোনা (Sona)-রূপা (Rupa)। তবে এবার তাদের সেই কষ্ট আরও বাড়তে চলেছে। কারণ এবার সোনা-রূপার আসল জন্মপরিচয় জেনে রুদ্ররূপ ধারণ করতে চলেছে সূর্য।

Anurager Chhowa, Anurager Chhowa new promo

সম্প্রতি স্টার জলসার তরফ থেকে ‘অনুরাগের ছোঁয়া’র নতুন প্রোমো (Promo) শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, সোনা দীপাকে জিজ্ঞেস করে কেন সূর্যকে সব সত্যি সে জানাচ্ছে না। মেয়ের এই প্রশ্ন শুনে রাগের মাথায় তাঁকে থাপ্পড় মারতে যায় দীপা। মায়ের রাগ দেখে কেঁদে ফেলে ছোট্ট সোনা।

বোন কাঁদছে দেখে রূপাও দীপাকে জিজ্ঞেস করে, তারা যে আসলে যমজ বোন সেকথা কেন এখনও সূর্যকে জানানো হচ্ছে না? দুই মেয়ের প্রশ্ন শুনে দীপা বলে, একদিন তারা ঠিক বুঝবে কেন সে সূর্যকে সব সত্যি বলছে না। অপরদিকে দরজার সামনে দাঁড়িয়ে এই কথোপকথন শুনতে থাকে সূর্য।

Anurager Chhowa, Anurager Chhowa new promo, Anurager Chhowa Surjya

ওদিকে আবার লাবণ্য সোনার মাথায় হাত রেখে বলে, দীপার কোনও দোষ নেই। বরং তাদের জন্মের সময় সে নিজে সোনাকে লুকিয়ে সেনগুপ্ত বাড়িতে নিয়ে এসেছিল। মায়ের এই কথা শুনে আবারো দীপাকে ভুল বোঝে সূর্য।

সোনা-রূপা দু’জনেই দীপার সন্তান একথা শোনার পর সূর্য বলে, সোনা তাহলে দীপার কুকর্মের ফল! এবার দীপা তার ভয়ঙ্কর রূপ দেখবে। এই প্রোমো দেখে অনেক দর্শকই সূর্যর ওপর চটে গিয়েছেন। একজন যেমন লিখেছেন, ‘অযোগ্য নায়ক। মিশকা নয়। এটাই আসল খলনায়ক’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥