• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

টলিউড নয়, বাংলার প্রতিভার কদর করছে করণ জোহর! বিস্ফোরক ‘খেলনা বাড়ি’র ‘ইন্দ্র’ বিশ্বজিৎ

জি বাংলার (Zee Bangla) ‘খেলনা বাড়ি’ (Khelna Bari) ধারাবাহিকে অভিনয় করে বাংলার সিরিয়ালপ্রেমী দর্শকমহলে ‘ইন্দ্র’ নামেই জনপ্রিয়তা লাভ করেছেন অভিনেতা বিশ্বজিৎ ঘোষ (Biswajit Ghosh)। ইন্দ্র-মিতুলের জুটি দর্শকদের ভীষণ পছন্দের। যদিও এটা বিশ্বজিতের প্রথম সিরিয়াল নয়। এর আগেও বহু ধারাবাহিকে (Bengali Serial) অভিনয় করেছেন তিনি। দেখতে দেখতে ১২টা বছর কাটিয়ে ফেলেছেন ইন্ডাস্ট্রিতে।

‘ওগো বধূ সুন্দরী’ ধারাবাহিকের হাত ধরে টেলি দুনিয়ায় পথচলা শুরু হয়েছিল বিশ্বজিতের। ‘কমল’ নামের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এরপর থেকে অনেক চড়াই-উৎরাইয়ের সাক্ষী থেকেছেন তিনি। দেখতে দেখতে ১২টা বছর কাটিয়ে ফেলেছেন ইন্ডাস্ট্রিতে। এই মুহূর্তে বাংলা সিরিয়ালের জগতের পোড় খাওয়া অভিনেতাদের মধ্যে একজন হলেন তিনি। কিন্তু এত প্রতিভা থাকা সত্ত্বেও এখনও কেন সিনেমা (Movie) অথবা ওয়েব সিরিজে (Web Series) সুযোগ পেলেন না বিশ্বজিৎ? সম্প্রতি এক নামী সংবাদমাধ্যমের কাছে সাক্ষাৎকার (Interview) দেওয়ার সময় এই নিয়ে মুখ খুলেছিলেন তিনি।

   

Khelna Bari Indra, Biswajit Ghosh, Biswajit Ghosh interview

প্রতিভাবান হয়েও সিনেমায় কেন সুযোগ পাচ্ছেন না?  

বাংলা বিনোদন ইন্ডাস্ট্রিতে ১২ বছর কাটিয়ে ফেলার পরেও শুধুমাত্র ধারাবাহিকেই কেন কাজ করছেন বিশ্বজিৎ? স্বেচ্ছায় নাকি বাধ্য হয়ে করতে হচ্ছে তাঁকে? জবাবে ‘খেলনা বাড়ি’ অভিনেতা বলেন, ‘শুরুর দিকে ধারাবাহিকই করবো ভেবেছিলাম। তখন কোনও সিনেমায় অডিশন দেওয়া অথবা ডাক পাওয়া হয়ে ওঠেনি। আমি তখন সিরিয়ালই বেছে নিয়েছিলাম। এখন সিরিয়াল আমায় বেছে নিয়েছে। আর সিরিয়ালের মধ্যে কোথাও একটু অফ নিয়ে যে সিনেমার চরিত্রের জন্য ভাববো বা ওয়েব সিরিজের জন্য নিজেকে প্রস্তুত করবো সেটা হয় উঠছে না’।

আরও পড়ুনঃ ভগবানের ছবিতেও অশ্লীলতা, ‘OMG 2’ থেকে একাধিক দৃশ্য ব্যাড! রিলিজের আগেই মাথায় হাত নির্মাতাদের

বাংলার পরিচালকরা যোগ্যদের নেন না!

সাক্ষাৎকারে কথার সূত্রে বিশ্বজিৎ জানান, এত বছর ধরে অভিনয় জগতে থাকার পরেও তেমন কোনও অফার তাঁর কাছে আসেনি। তবে অভিনেতার কথায়, ‘এখন করণ জোহর আমায় যদি ফোন করেন, তখন আমি নিশ্চয়ই বলব না ‘না, আমি খেলনা বাড়ির কাজ নিয়ে ব্যস্ত’। এই জবাবের পর বিশ্বজিৎকে জিজ্ঞেস করা হয়, বাংলায় এত পরিচালক থাকতে তিনি কেন করণ জোহরের নাম নিলেন? উত্তরে রাখঢাক না করেই পর্দার ইন্দ্র বলেন, ‘করণ জোহর বললাম কারণ তিনি বুঝতে পারছেন বাংলায় ট্যালেন্ট আছে। বাংলার অনেকে সেটা বুঝতে পারছে না’।

Biswajit Ghosh and Karan Johar, Biswajit Ghosh interview

আরও পড়ুনঃ হুবহু ছবি বিশ্বাস! ‘কাবুলিওয়ালা’ রূপে মিঠুন চক্রবর্তীকে দেখেই নস্টালজিক নেটপাড়া

নিজের দোষেই কি সুযোগ পাচ্ছেন না?

বিনোদন ইন্ডাস্ট্রিতে কাজ পাওয়ার জন্য ভালো জনসংযোগ থাকাটা ভীষণ জরুরি। পিআর খারাপ বলেই কি প্রতিভা থাকা সত্ত্বেও সুযোগ পাচ্ছেন না বিশ্বজিৎ? জবাবে অভিনেতা বলেন, ‘পিআর কী করে হয় আমি জানি না। তবে লোকে বলে খারাপ, তাহলে হয়তো খারাপ। আমি পার্টিতে যাই না। গত ১২ বছর ধরে শ্যুটিং থেকে বাড়ি, বাড়ি থেকে শ্যুটিং করেই কেটে গিয়েছে’।

site