• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

হুবহু ছবি বিশ্বাস! ‘কাবুলিওয়ালা’ রূপে মিঠুন চক্রবর্তীকে দেখেই নস্টালজিক নেটপাড়া

Mithun Chakraborty as Kabuliwala: দীর্ঘদিন পর বাংলা সিনেমায় কামব্যাক করেই বক্স অফিসে ঝড় তুলেছিলেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। দেবের সঙ্গে জুটি বেঁধে বাবা-ছেলের কাহিনী ফুটিয়ে তুলেছিলেন বড়পর্দায়। দর্শকদের মন ছুঁয়ে গিয়েছিল ‘প্রজাপতি’র গল্প। সেই সঙ্গেই ব্যবসার দিক থেকে নতুন দিগন্ত খুলে গিয়েছিল বাংলা সিনেমায় (Tollywood)। ‘প্রজাপতি’র ব্লকবাস্টার সাফল্য দেখার পর পরিচালক, প্রযোজক থেকে শুরু করে দর্শক- কেউই এত তাড়াতাড়ি ‘মহাগুরু’কে ছাড়তে রাজি ছিলেন না। তাই এবার একেবারে নতুন রূপে দর্শকদের সামনে আসছেন তিনি।

আগেই জানা গিয়েছিল, এবার ‘কাবুলিওয়ালা’ (Kabuliwala) রূপে ক্যামেরার সামনে আসতে চলেছেন মিঠুন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কালজয়ী ছোটগল্প ‘কাবুলিওয়ালা’র ওপর ভিত্তি করে নির্মিত ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাঁকে। এই খবর শোনার পর থেকেই সিনেপ্রেমী মানুষরা প্রথম ঝলক দেখার জন্য অপেক্ষা করছিলেন। অবশেষে সেই অপেক্ষার অবসান হল। ‘কাবুলিওয়ালা’ রূপে ক্যামেরার সামনে এলেন মিঠুন।

   

Mithun Chakraborty Kabuliwala, Mithun Chakraborty as Kabuliwala

‘কাবুলিওয়ালা’ শব্দ এবং মানুষগুলির সঙ্গে কমবেশি আমরা প্রত্যেকেই পরিচিত। একটা সময় শহর কলকাতায় প্রায়ই দেখা যেত তাঁদের। এখনও ‘কাবুলিওয়ালা’ শব্দটি শুনলেই চোখের সামনে আমাদের যে লুক ভেসে ওঠে মিঠুন হুবহু সেই লুকেই ধরা দিলেন। ধূসর রঙা পাঠানি স্যুটের ওপর আফগানি জ্যাকেট, মাথায় পাগড়ি আর কাঁধে বড়সড় ঝোলা নিয়ে দর্শকদের সামনে হাজির হয়েছেন সকলের প্রিয় ‘মহাগুরু’।

বাংলার সিনেপ্রেমী দর্শকদের অনেকেই ‘কাবুলিওয়ালা’ বলতে এখনও কিংবদন্তি ছবি বিশ্বাসকেই চেনে। মিঠুন নিজের অভিনয়ের মাধ্যমে দর্শকদের ততখানি মুগ্ধ করতে পারবেন কিনা তা জানার জন্য বড়দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। বর্ষশেষে ছুটির মরসুমেই রিলিজ করবে এই সিনেমা। এসভিএফ এন্টারটেইনমেন্ট প্রযোজিত এই আসন্ন ছবি পরিচালনা করবেন সুমন ঘোষ।

আরও পড়ুনঃ ভালোবাসার টান যাবে কোথায়! মিশকার মুখে ঝামা ঘষে দীপা-রুপাকে নিয়ে বড় সিদ্ধান্ত নিল সূর্য

Mithun Chakraborty Kabuliwala, Mithun Chakraborty as Kabuliwala

সম্প্রতি এসভিএফের তরফ থেকেই সোশ্যাল মিডিয়ায় ‘কাবুলিওয়ালা’ রূপী মিঠুনের প্রথম লুক শেয়ার করা হয়। সেই সঙ্গেই ছোট্ট একটি টিজার ভিডিও-ও শেয়ার করা হয়েছে। ক্যাপশনে লেখা হয়েছে, ‘রবীন্দ্রনাথ ঠাকুরের টাইমলেস ক্ল্যাসিক ‘কাবুলিওয়ালা’ এবার আসছে বড়পর্দায়’। পাশাপাশি এও জানানো হয়েছে, শ্যুটিং শুরু হয়ে গিয়েছে ছবির।

আরও পড়ুনঃ দেখবে আর জ্বলবে! মেঘের হাতে পুরস্কার তুলে দিচ্ছে নতুন নায়ক, দাঁড়িয়ে দেখছে নীল

তবে টিজারে শুধু মিঠুন চক্রবর্তীর দেখাই মিলেছে। ছবিতে অন্যান্য চরিত্রে কাদের দেখা যাবে তা এখনও জানানো হয়নি। বিশেষত ‘কাবুলিওয়ালা’র ছোট্ট ‘খোকি’ তথা মিনির চরিত্রে কোন শিল্পীকে দেখা যাবে তা জানার জন্য মুখিয়ে রয়েছেন সিনেপ্রেমী দর্শকরা।