Optical Illusion find the Tiger in Photo : অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) বা চোখের ধাঁধা আমার মস্তিষ্কে একপ্রকারের বিভ্রম তৈরি করে। সাধারণভাবে যদি দেখা হয়, তাহলে মনে হবে এই ছবিগুলি ভীষণই সাধারণ। তবে এমনটা কিন্তু হয় না। সাধারণ দেখতে এই ছবিগুলির মধ্যেই লুকিয়ে থাকে অভিনবত্ব। আর সেগুলিই ছবিটিকে বিশেষ করে তোলে।
এমন অনেক মানুষ আছেন যারা নিয়মিত অপটিক্যাল ইলিউশন সমাধান করতে ভীষণ পছন্দ করেন। তাঁদের কাছে এটি একটি চ্যালেঞ্জের মতো বিষয়। আবার এমনও অনেকে আছেন যারা এই ধাঁধাগুলি সমাধান করে ছোটবেলার দিনগুলোয় ফিরে যান। ছেলেবেলায় ধাঁধা সমাধান করে যে নিখাদ আনন্দ পাওয়া যেত, অপটিক্যাল ইলিউশন সমাধান করেও সেই আনন্দ লাভ করেন তাঁরা।
বিশেষজ্ঞরা বলেন, মানসিক প্রশান্তি এবং মনের আনন্দ ছাড়া নিয়মিত অপটিক্যাল ইলিউশন সমাধান করার আরও অনেক গুণাগুণ রয়েছে। এর মাধ্যমে পর্যবেক্ষণ শক্তির উন্নতি হয়। সেই সঙ্গেই নিজের আইকিউ লেভেল এবং দৃষ্টিশক্তির প্রখরতাও যাচাই করে নেওয়া যায়। আজ আপনার জন্য এমনই একটি চোখের ধাঁধা নিয়ে এসেছি আমরা।
সম্প্রতি সমাজ মাধ্যমে (Social Media) একটি চোখের ধাঁধা ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। ছবিতে দেখা যাচ্ছে, একটি সবুজ তৃণভূমিতে অনেকগুলি জেব্রা (Zebra) দাঁড়িয়ে রয়েছে। কিছু আবার ছোটাছুটিও করছে। তবে টুইস্ট রয়েছে অন্য জায়গায়। কারণ এই জেব্রার পালের মধ্যেই লুকিয়ে রয়েছে একটি বাঘ (Tiger)। আর সেটিকে খুঁজে বের করাই হল আজকের চ্যালেঞ্জ।
আরও পড়ুনঃ তীক্ষ্ণ নজর থাকলে তবেই পাবেন খুঁজে! দেখুন তো ১০ সেকেন্ডে ছবিতে খরগোশ খুঁজে পান কি না?
সোশ্যাল মিডিয়ায় আলোড়ন সৃষ্টিকারী এই চোখের ধাঁধা সমাধান করার জন্য ঘড়ি ধরে ১০ সেকেন্ড সময় বেঁধে দেওয়া হয়েছে। দাবি করা হয়েছে, প্রায় ৯৯% মানুষ নির্ধারিত এই সময়ের মধ্যে এই অপটিক্যাল ইলিউশনটি সমাধান করতে ব্যর্থ হয়েছে। আপনি একবার চেষ্টা করে দেখুন তো জেব্রার পালের মধ্যে লুকিয়ে থাকা বাঘ খুঁজে পান কিনা।
আরও পড়ুনঃ ৯৯% লোক ব্যর্থ হয়! দেখুন তো ৭ সেকেন্ডে পাতার মধ্যে লুকিয়ে থাকা কুকুর খুঁজে পান কিনা?
১০ সেকেন্ডের মধ্যে আপনি যদি বাঘটিকে খুঁজে পেয়ে থাকেন তাহলে আপনার দৃষ্টিশক্তির তারিফ করতেই হয়। কিন্তু যদি না পেয়ে থাকেন, তাহলেও একেবারে হতাশ হবেন না। কারণ আমরা লুকিয়ে থাকা বাঘটিকে আপনার জন্য হাইলাইট করে দিচ্ছি। প্রথমে আপনি ছবিটির মাঝবরাবর তাকান। এরপর ডানদিকের একটু ওপরের দিকে তাকালেই দেখতে পাবেন সেখানে বাঘটি রয়েছে। জেব্রার সঙ্গে বাঘটির গায়ের রঙ প্রায় মিশে গিয়েছে, সেই জন্যই খুঁজতে অসুবিধা হচ্ছে। তাই জন্য আমরা লাল বৃত্তের মাধ্যমে সেটিকে হাইলাইট করে দিলাম। যাতে এক ঝলকেই আপনার চোখে পড়ে যায়।