• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

তীক্ষ্ণ নজর থাকলে তবেই পাবেন খুঁজে! দেখুন তো ১০ সেকেন্ডে ছবিতে খরগোশ খুঁজে পান কি না?

Optical Illusion find the rabbit in photo: সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই নানান রকমের অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) বা চোখের ধাঁধা ভাইরাল হতে দেখা যায়। এগুলি এক প্রকার দৃষ্টি বিভ্রম তৈরি করে। আবার অনেকসময় আমাদের ছেলেবেলার দিনগুলোতেও ফিরিয়ে নিয়ে যায়। কারণ সেই সময় ধাঁধা সমাধান করে যে নিখাদ আনন্দ পাওয়া যেত, সেটা এই চোখের ধাঁধা সমাধান করে অনেকে পান।

এমন প্রচুর মানুষ রয়েছেন যারা নিয়মিত চোখের ধাঁধা বা অপটিক্যাল ইলিউশন সমাধান করতে ভালোবাসেন। তাঁরা এটিকে একটি চ্যালেঞ্জের মতো করে দেখেন। একটি ছবির মধ্যে থাকা অবয়ব বা প্রাণীকে নির্দিষ্ট সময়ের মধ্যে খুঁজে বের করে নিখাদ আনন্দ লাভ করেন তাঁরা। আজকের প্রতিবেদনেও আপনার জন্যে এমনই একটি চোখের ধাঁধা নিয়ে এসেছি আমরা।

   

Optical illusion, Optical illusion rabbit among the rocks

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় (Social Media) একটি অপটিক্যাল ইলিউশন আলোড়ন সৃষ্টি করেছে। সেই ছবিতে একাধিক পাথরের চাঁই (Rocks) দেখতে পাওয়া যাচ্ছে। তবে সেই পাথরের চাঁইয়ের মাঝেই লুকিয়ে রয়েছে একটি খরগোশ (Rabbit)। আর সেটিকে খুঁজে বের করাই হল আজকের চ্যালেঞ্জ।

ভাইরাল এই অপটিক্যাল ইলিউশন সমাধান করার জন্য ঘড়ি ধরে ৬ সেকেন্ড সময় বেঁধে দেওয়া হয়েছে। এর মধ্যেই খরগোশটিকে খুঁজে বের করতে হবে। দাবি করা হয়েছে, ৯৯% মানুষই এই চ্যালেঞ্জ পূরণ করতে ব্যর্থ হয়েছেন। আপনি একবার চেষ্টা করে দেখুন তো পারেন কিনা।

আরও পড়ুনঃ ৭ সেকেন্ড চ্যালেঞ্জ! ভরা পার্টির মধ্যে লুকিয়ে রয়েছে একটি চোর, খুঁজে বের করাই আজকের চ্যালেঞ্জ

Optical illusion, Optical illusion rabbit among the rocks

আপনি যদি ৬ সেকেন্ডের মধ্যে খরগোশটিকে খুঁজে বের করতে পারেন তাহলে আপনার দৃষ্টিশক্তি এবং বুদ্ধির তারিফ করতেই হয়। কিন্তু যদি না পেয়ে থাকেন তাহলেও হতাশ হওয়ার কিছু নেই। কারণ আমরা আপনার জন্য খরগোশটিকে হাইলাইট করে দিচ্ছি।

আরও পড়ুনঃ মাথার চুল ছিঁড়েও খুঁজে পায় না ৯৯% লোক! দেখুন তো ১০ সেকেন্ডে ছবিতে একটি প্রাণী খুঁজে পান কি না?

Optical illusion, Optical illusion rabbit among the rocks

আপনি প্রথমে ঠাণ্ডা মাথায় ছবিটিকে দেখুন। এরপর একেবারে ছবিটির মাঝ বরাবর তাকান। তাহলেই দেখতে পাবেন খরগোশটিকে। এখনও না দেখতে পেলে আমরা সেটিকে জুম করে আপনাকে দেখিয়ে দিচ্ছি। এবার আশা করি আপনি দেখতে পেয়েছেন?