বলিউডের (Bollywood) তো বটেই, দেশের অন্যতম প্রতিভাবান গায়কদের মধ্যে একজন হলেন সোনু নিগম (Sonu Nigam)। তাঁর সুরেলা কণ্ঠের ফ্যান কাশ্মীর থেকে কন্যাকুমারী। ৪৯ বছর বয়সী এই গায়ক যে কত আইকনিক গান গেয়েছেন তা গুনে শেষ করা যাবে না। সঙ্গীত জগতে নিজের অবদানের জন্য ২০২২ সালে সরকারের তরফ থেকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করা হয়েছে সোনুকে। গানের মাধ্যমেই যশ, খ্যাতি, অর্থ (Net Worth) সব পেয়েছেন তিনি।
সোনু এমন একজন গায়ক যিনি গানের জন্য নিজের সবটুকু উজাড় করে দিয়েছেন। সেই জন্য সঙ্গীতও তাঁকে পাল্টা দ্বিগুণ ফিরিয়ে দিয়েছে। গায়কের ব্যক্তিগত জীবনের নিরিখে যদি বলা হয়, ২০০২ সালে মধুরিমা মিশ্রার সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন তিনি। বিয়ের ৫ বছর পর তাঁদের ঘর আলো করে আসে ছেলে নিভান। আজকের এই প্রতিবেদনটি যদি সোনুর ব্যক্তিগত জীবন বা কর্মজীবন নিয়ে নয়, বরং তাঁর সম্পত্তির খতিয়ান নিয়ে।
কয়েক দশক ধরে নিজের সুরেলা কণ্ঠের মাধ্যমে বলিউড মাতানো এই গায়ক কত কোটির মালিক তা জানার কৌতুহল অনেকেরই রয়েছে। মাঝেমধ্যেই সোনুর অনুরাগীদের মনেও উঁকি দেয় এই প্রশ্ন। আজকের প্রতিবেদনে সেই তথ্যই তুলে ধরা হল।
এত বছর ধরে প্লেব্যাক গেয়ে সোনু যে প্রচুর টাকা আয় করেছেন তা কারোর অজানা নয়। গায়কের প্রপার্টি সম্বন্ধিত তথ্য নেটমাধ্যমে খুব একটা পাওয়া যায় না। তবে শোনা যায়, দুবাইয়ে একটি বিলাসবহুল বাংলো রয়েছে তাঁর। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, লকডাউনের সময় স্ত্রী এবং ছেলেকে নিয়ে অনেকটা সময় সেই বাংলোতেই কাটিয়েছিলেন গায়ক।
আরও পড়ুনঃ ৩০০ কোটির পুরোটাই ঢপ, চরম ফ্লপ ‘গদর ২’! সানি দেওলের সিনেমা বিয়ে বিস্ফোরক কেআরকে
সোনুর একটি ভ্লগে প্রথমবার তাঁর দুবাইয়ের বাংলোর ঝলক দেখেছিলেন অনুরাগীরা। বিভিন্ন নামী সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, গায়কের এই প্রাসাদসম বাংলোর দাম প্রায় ২৫ কোটি টাকা। পাশাপাশি সোনুর বাড়ির গ্যারেজে সাজানো রয়েছে বিশ্বের একাধিক দামি গাড়ি। রেঞ্জ রোভার, মার্সিডিজ থেকে শুরু করে অডি- সবকিছু রয়েছে তাঁর কাছে।
একাধিক মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছে, সোনুর মাসিক আয় প্রায় ২ কোটি টাকা। গায়ক বার্ষিক প্রায় ২৬ কোটি টাকা উপার্জন করেন। গুঞ্জন শোনা যায়, একটি গান গাইতে প্রায় ১৮-২০ লাখ টাকা পারিশ্রমিক নেন তিনি। একটি নামী সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, এই মুহূর্তে দাঁড়িয়ে সোনু প্রায় ৩৭০ কোটি টাকার মালিক। গান গেয়েই আজ নিজের আস্ত সাম্রাজ্য তৈরি করে ফেলেছেন তিনি।