• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কূটকচালি-পরকীয়া গল্পই সুপারহিট! চিনে নিন বাংলা সিরিয়ালের বিখ্যাত ৪ লেখিকাদের

Most Watched Bengali Mega Serial Writers: টেলিভিশনের পর্দায় এখন বাংলা সিরিয়ালের (Bengali Serial) রমরমা। একের পর এক সুপারহিট সিরিয়াল দিয়েই ঝড় উঠেছে টিআরপি (TRP) তালিকায়। তবে বাংলা সিরিয়ালের বিরুদ্ধে দর্শকদের বরাবরের অভিযোগ সিরিয়াল গুলিতে লেখকরা সেই সাংসারিক কূটকচালি, শ্বাশুড়ি-বৌমার ঝগড়া  আর পরকীয়া ছাড়া আর কিছুই দেখায় না। তাই  দর্শকদের অনেকে দাবি করেন এই বাংলা সিরিয়াল গুলিই আসলে সমাজের কলঙ্ক। যার মধ্যে রয়েছে প্রত্যেক বাড়ির অশান্তির মূল রসদ। আজকের প্রতিবেদনে থাকছে বাংলা সিরিয়ালের এমনই চারজন জনপ্রিয় লেখক-লেখিকার পরিচয়।

লীনা গাঙ্গুলি (Leena Ganguly): এই তালিকার সবার প্রথমেই যার নাম নিতে হয় তিনি হলেন নিঃসন্দেহে লীনা গাঙ্গুলি। লেখিকার সিরিয়ালগুলিকে বরাবরই ‘পরকীয়ার আঁতুড়ঘর’ বলে দাবি করেন দর্শক। সেইসাথে লেখিকার দেখানো উদ্ভট সব বিয়ে দেখেও চলতে থাকে তুমুল ট্রোলিং। এই মুহূর্তে লীনা গাঙ্গুলীর লেখা গুড্ডি এবং এক্কাদোক্কা  দুটি সিরিয়ালই রয়েছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। যা টি আর পি তালিকায় একেবারে ডাহা ফেল।

   

Leena Ganguly, Leena Ganguly Hindi serial

যদিও একসময় এই লেখিকার কলম থেকেই উঠে এসেছিল নকশি কাঁথা, জল নূপুর, চোখের তারা তুই, কেয়া পাতার নৌকা, ইষ্টি কুটুম, খড়কুটো, মোহর কিংবা ধুলোকণার মত একাধিক সুপারহিট সিরিয়াল। লীনা গাঙ্গুলির লেখা একাধিক সিরিয়াল বাংলায় তো সুপারহিট হয়েইছে সেই সাথে এই বাংলা সিরিয়াল গুলিই পরবর্তীতে হিন্দিতে রিমেকও করা হয়েছে। তবে ইদানিং বাংলা সিরিয়ালের দর্শকদের কাছে কমে এসেছে লীনা গাঙ্গুলীর সিরিয়ালের জনপ্রিয়তা।

স্নেহাশীষ চক্রবর্তী (Sehashish Chakraborty): এরপরেই রয়েছেন ব্লুজ প্রোডাকশন হাউসের কর্ণধার স্নেহাশীষ চক্রবর্তী।  বাংলা সিরিয়ালে তাঁর লেখা একাধিক সুপার হিট সিরিয়ালের তালিকায় রয়েছে ‘টাপুর টুপুর’, ‘খোকাবাবু’,’ভজ গোবিন্দ’ ,’আঁচল’, ‘মাধবীলতা’ এবং জগদ্ধাত্রীর মত সিরিয়াল।

আরও পড়ুনঃ ইউনিফর্ম ছেড়ে ছেঁড়া জিন্স আর ক্রপ টপে ঝড় তুলল জগদ্ধাত্রী! কায়দা দেখে বেহুঁশ নেটপাড়া

বাংলা সিরিয়াল,Bengali Serial,গসিপ,Gossip,লেখক,Writer,লীনা গাঙ্গুলি,Leena Ganguly,স্নেহাশীষ চক্রবর্তী,Sehashish Chakraborty,অর্ক গাঙ্গুলি,Arka Ganguly,সুশান্ত দাস,Sushanta Das,Bengali Mega Serial,TRP,Target Rating Point

সুশান্ত দাস (Sushanta Das): স্টার জলসার সুপার হিট মেগা সিরিয়াল ‘কে আপন কে পর’ -এর স্রষ্টা হলেন সুশান্ত দাস।  এছাড়াও জি বাংলার কৃষ্ণকলি সিরিয়ালের লেখক তিনি। রয়েছে স্টার জলসার ‘তিতলি’,আ’লতা ফড়িং’ কিংবা ‘বাংলা মিডিয়াম’-এর মতো সিরিয়াল। এই লেখকের লেখা জনপ্রিয় সিরিয়ালের চরিত্র গুলির মধ্যে অন্যতম শ্যামা এবং জবা।

আরও পড়ুনঃ বাইরে দজ্জাল হলেও, ভিতরে রোম্যান্টিক! বরের মুখে প্রশংসা শুনে লজ্জায় লাল ‘বাবুউউ’র মা

বাংলা সিরিয়াল,Bengali Serial,গসিপ,Gossip,লেখক,Writer,লীনা গাঙ্গুলি,Leena Ganguly,স্নেহাশীষ চক্রবর্তী,Sehashish Chakraborty,অর্ক গাঙ্গুলি,Arka Ganguly,সুশান্ত দাস,Sushanta Das,Bengali Mega Serial,TRP,Target Rating Point

অর্ক গাঙ্গুলি (Arka Ganguly): জনপ্রিয় লেখিকা লীনা গাঙ্গুলির ছেলে হলেন অর্ক গাঙ্গুলী। মায়ের মতোই তিনিও এখন একের পর এক সিরিয়াল লিখছেন। এই মুহূর্তে তাঁর লেখা জি বাংলার অন্যতম হিট সিরিয়াল হল ‘ইচ্ছে পুতুল’ এবং ‘কার কাছে কই মনের কথা’। ইদানিং কার কাছে কি মনের কথা সিরিয়ালে মা ছেলের ফুলশয্যার দৃশ্য দেখে শিরোনামে রয়েছেন এই সিরিয়ালের গল্পের লেখক।

site