• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

৯৯% মানুষই ব্যর্থ হয়! ৮ সেকেন্ডে পাথরের মাঝে ছাগল খুঁজে পেলে আপনার নজর বাজ পাখির মত

Published on:

Optical illusion can you find the goat in between stones within 8 seconds

Optical Illusion find the Goat in Picture: সোশ্যাল মিডিয়ার এই যুগে প্রায়ই নানান রকমের অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) বা চোখের ধাঁধা ভাইরাল হতে দেখা যায়। এই ধাঁধাগুলি এক প্রকারের দৃষ্টি বিভ্রম তৈরি করে। এমন অনেক মানুষ রয়েছেন যারা নিয়মিত এই চোখের ধাঁধা সমাধান করতে প্রচণ্ড ভালোবাসেন। তাঁরা এটিকে একটি চ্যালেঞ্জের মতো করে দেখেন। তবে সবাই কিন্তু শেষ পরজন্য ধাঁধার রহস্যভেদ করতে পারেন না।

বিশেষজ্ঞদের মতে, নিয়মিত চোখের ধাঁধা সমাধান করার একাধিক গুণাগুণ রয়েছে। অপটিক্যাল ইলিউশন সমাধান করা মস্তিষ্কের একটি ব্যায়াম। এছাড়া এটি করলে মানুষের পর্যবেক্ষণ ক্ষমতাও বৃদ্ধি পায় বলে মনে করেন বিশেষজ্ঞরা। আজকের প্রতিবেদনে আপনাদের জন্য এমন একটি চোখের ধাঁধা নিয়ে আসা হয়েছে যা সমাধান করতে গিয়ে হিমশিম খেয়ে গিয়েছেন অনেকে।

Optical illusion, Optical illusion goat in between stone

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি অপটিক্যাল ইলিউশন ব্যাপক ভাইরাল হয়েছে। সেই ছবি দেখে নেটিজেনরা নিজেদের নিজেদের মত প্রকাশ করছেন। ভাইরাল হওয়া সেই চোখের ধাঁধায় প্রচুর পাথরের (Stones) চাঁই দেখতে পাওয়া যাচ্ছে। আর সেই পাথরের চাঁইয়ের মাঝেই লুকিয়ে রয়েছে একটি ছাগল (Goat)।

নেটদুনিয়ায় ঝড় তোলা এই চোখের ধাঁধা সমাধান করার জন্য ৮ সেকেন্ড সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যেই সেটি সমাধান করতে হবে। বহু মানুষ নির্ধারিত সময়ের মধ্যে চোখের ধাঁধাটি সমাধান করার চেষ্টা করেছেন তবে ব্যর্থ হয়েছেন। দেখুন তো আপনি পারেন কিনা।

আরও পড়ুনঃ দম থাকলে খুঁজে দেখান! ব্যাঙ নাকি ঘোড়া? এই চোখের ধাঁধাই বলে দেবে আপনার ব্যক্তিত্ব কেমন

Optical illusion, Optical illusion goat in between stone

আরও পড়ুনঃ ১০০ জেনে খুঁজে পায় ২জন! বরফের মাঝে সাদা ভাল্লুক দেখতে পাচ্ছেন কি না?

আপনি যদি সমাধান করতে পারেন তাহলে সত্যিই আপনার দৃষ্টিশক্তির প্রশংসা করতে হবে। আর যদি না পেরে থাকেন তাহলেও নিরাশ করার কিছু নেই। কারণ আমরা আপনার জন্য ছাগলটিকে হাইলাইট করে দিচ্ছি। চলুন এবার তাহলে দেখে নেওয়া যাক কোথায় লুকিয়ে রয়েছে সেই চারপেয়ে প্রাণীটি।

Optical illusion, Optical illusion goat in between stone

প্রথমে নির্ধারিত সময়ের কথা ভুলে ঠাণ্ডা মাথায় একবার ছবিটির দিকে তাকান। এরপর একদম মাঝ বরাবর তাকিয়ে খুটিয়ে দেখুন। তাহলেই দেখতে পাবেন ছাগলটিকে। কী এবার দেখতে পেলেন চারপেয়ে প্রাণীটিকে?

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥