Sudipa Chatterjee’s logo Sudipar Rannaghor used by a restaurant in Puri without permission: বাংলা বিনোদন জগতের অত্যন্ত পরিচিত মুখ হলেন ‘রান্নাঘরের রানী’ সুদীপা চট্টোপাধ্যায় (Sudipa Chatterjee)। জী বাংলার জনপ্রিয় কুকারী শো জী বাংলার রান্নাঘর সঞ্চালনা করেই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন সুদীপা। যদিও টিভির পর্দায় এই রিয়ালিটি শোয়ের সম্প্রচার শেষ হয়েছে। তাই বর্তমানে নিজের শাড়ির বুটিক আর অন্যান্য কাজ নিয়েই ব্যস্ত রয়েছেন সঞ্চালিকা।
তবে টেলিভিশনের পর্দা থেকে দূরে থাকলেও সোশ্যাল মিডিয়ায় কিন্তু দারুণ সক্রিয় থাকেন তিনি। আর এই ভার্চুয়াল জগতে মাঝেমধ্যেই তাঁকে নিয়ে চলতে থাকে ব্যাপক আলোচনা। কখনও সোনার গয়না নিয়ে করা মন্তব্য তো কখনও ডেলিভারি বয়কে নিয়ে করা মন্তব্য নিয়ে শিরোনামে উঠে এসেছেন সঞ্চালিকা। কাঁটাছেড়া চলে সুদীপার ব্যক্তিগত জীবন নিয়েও।
তবে এদিন সম্পূর্ণ একটি অন্যরকম বিষয় নিয়ে শিরোনামে উঠে এসেছেন সুদীপা। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে সুদীপা দাবি করেছেন তাঁর অনুমতি না নিয়েই পুরীর জগন্নাথ ধামে রমরমিয়ে চলছে একটি খাবারের রেস্টুরেন্ট। সেখানে ‘সুদীপার রান্নাঘর’ নামের একটি লোগো ব্যবহার করা হয়েছে। এদিন সোশ্যাল মিডিয়ায় সেই রেস্টুরেন্ট-এর বাইরে নিজের নামে ব্যবহৃত লোগো দেওয়া একটি ছবি শেয়ার করে দীর্ঘ একটি পোস্ট করেছেন সুদীপা।