• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

হল না শ্বশুরবাড়ি যাওয়া! ভালোবেসে বিয়ের পরেই আলাদা শ্রুতি-স্বর্ণেন্দু!

Shruti Das Swarnendu Samaddar Marriage: টেলিপাড়ায় এখন বিয়ের (Marriage) মরসুম চলছে। কাউকে কিচ্ছুটি না জানিয়ে সম্প্রতি পরিণয় সূত্রে আবদ্ধ হয়েছেন ‘রাঙা বউ’ (Ranga Bou) নায়িকা শ্রুতি দাস (Shruti Das) এবং পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার (Swarnendu Samaddar)। সম্প্রতি কাছের মানুষদের উপস্থিতিতে সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যান তাঁরা। শ্রুতির সিঁথি রাঙিয়ে তাঁকে স্ত্রীয়ের মর্যাদা দেন পরিচালক। মিস থেকে মিসেস হন অভিনেত্রী।

বাংলা টেলি দুনিয়ার ‘পাওয়ার কাপল’দের মধ্যে একজন হলেন শ্রুতি-স্বর্ণেন্দু। স্বামী নামী পরিচালক, স্ত্রী জনপ্রিয় নায়িকা। বেশ কয়েক বছর ধরে সম্পর্কে ছিলেন তাঁরা। শ্রুতি-স্বর্ণেন্দুর প্রেম অনেকদিন ধরেই চর্চার হট টপিক ছিল। অবশেষে সেই প্রেম পরিণতি পেল। সোশ্যাল মিডিয়ায় আচমকা ছবি শেয়ার করে সবাইকে চমকে দেন এই তারকাজুটি।

   

Shruti Das and Swarnendu Samaddar, Shruti Das and Swarnendu Samaddar marriage

শ্রুতি-স্বর্ণেন্দু দু’জনেই নামী তারকা হলেও ছিমছামভাবেই বিয়ে করেছেন তাঁরা। বাকি তারকাদের মতো এলাহিভাবে নয়, বরং কাছের মানুষদের সাক্ষী রেখে জীবনের নতুন ইনিংস শুরু করেন দু’জনে। শ্রুতি এমন একজন অভিনেত্রী যিনি বহুবার সমাজের চলতি প্রথা ভেঙেছেন। তাঁর বিয়েতেও ছিল অভিনবত্বের ছোঁয়া।

লাল টুকটুকে বেনারসী ছেড়ে বিয়ের দিন সাদা রঙের শাড়িতে সেজে উঠেছিলেন ‘রাঙা বউ’ নায়িকা। সেই সঙ্গেই পড়েছিলেন রূপোর গয়না। স্ত্রীয়ের পোশাকের সঙ্গে সামঞ্জস্য রেখে সাদা রঙের পাজামা-পাঞ্জাবি পরেছিলেন স্বর্ণেন্দু। সই, আংটি বদল এবং কেক কেটে প্রথমে বিয়ে করেন শ্রুতি-স্বর্ণেন্দু। এরপর লাল গোলাপের মালা বদল করে শ্রুতির সিঁথি রাঙিয়ে দেন তাঁর স্বামী।

আরও পড়ুনঃ `বউকে বাঁচাতে চিতা থেকে বেঁচে উঠল স্বয়ম্ভু! টিভির আগেই ফাঁস ‘জগদ্ধাত্রী’র দুর্ধর্ষ পর্ব

Shruti Das and Swarnendu Samaddar, Shruti Das and Swarnendu Samaddar marriage

আরও পড়ুনঃ যৌনতা ঢুকলেই সম্পর্ক জটিল হয়ে যায়! রুকমা সম্পর্কে প্রথম মুখ খুললেন রাহুল

বিয়ের হাত ধরে শ্রুতি-স্বর্ণেন্দুর দীর্ঘদিনের ভালোবাসা পরিণতি পেলেও, শ্বশুরবাড়ি যাননি অভিনেত্রী। বরং বিয়ের পরেই আলাদা হয়ে গিয়েছেন দু’জনে! কিন্তু কেন? সম্প্রতি এক সংবাদমাধ্যমের কাছে ‘রাঙা বউ’ নায়িকা বলেন, বিয়ের নিয়ম কানুন তাঁরা বিশেষ মানেননি। আশীর্বাদ হয়েছে এটা ঠিক কথা, তবে দধিমঙ্গল অথবা গায়ে হলুদের মতো অনুষ্ঠান হয়নি। শ্রুতি জানান, তাঁর বৌভাতও হবে না। বিয়ের পর দু’জনে দু’জনের বাড়ি ফিরে গিয়েছেন।

তবে আজ ফের ‘রাঙা বউ’র সেটে স্বামী স্বর্ণেন্দুর সঙ্গে দেখা হবে শ্রুতির। সেই জন্য কালরাত্রির নিয়মটাও পালন হবে না বলে জানান পর্দার পাখি। তবে শ্রুতি জানিয়েছেন, বিয়ের পর একে অপরের বাড়িতে রাত কাটানোর আইনি অনুমতি পেয়েছেন তাঁরা। শীঘ্রই মিনি হানিমুনে যাবেন টেলিপাড়ার এই নবদম্পতি।

site