• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

৩ বিয়ের পরেও মেলেনি সংসার সুখ! ছেলেকে লিভ ইনে থাকতে দেবেন? জবাবে চমকে দিলেন শ্রাবন্তী

Srabanti Chatterjee opens up about son Abhimanyu Chatterjee & Damini Ghosh live in: টলিউড (Tollywood) অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের (Srabanti Chatterjee) মতো তাঁর ছেলে অভিমন্যু (Abhimanyu Chatterjee) তথা ঝিনুকও খুব কম বয়স থেকে প্রেম করেন। মায়ের মতো ছেলেও নিজের প্রেম জীবন (Relationship) নিয়ে কোনও রাখঢাক করেন না। কলকাতার নামী মডেল দামিনী ঘোষের (Damini Ghosh) সঙ্গে সম্পর্কে রয়েছে শ্রাবন্তী-পুত্র। দু’বছর হয়ে গেল নিজেদের সম্পর্কে শিলমোহর দিয়েছেন অভিমন্যু-দামিনী। তবে শোনা যায়, ২০১৭ সাল থেকে সম্পর্কে রয়েছেন দু’জনে।

শ্রাবন্তীর সঙ্গে ছেলের প্রেমিকার সম্পর্ক বেশ মধুর। বহুবার একসঙ্গে সময় কাটাতে দেখা গিয়েছে দু’জনকে। অভিমন্যুর বয়স এখন সবে মাত্র ২০। তবে এই বয়স থেকেই মা হিসেবে ছেলেকে সমস্ত স্বাধীনতা দিয়ে রেখেছেন শ্রাবন্তী। তবে ছেলে যদি প্রেমিকার সঙ্গে লিভ ইনে (Live In) থাকতে চায়, তাহলে কি রাজি হবেন টলি সুন্দরী? সম্প্রতি এই নিয়ে মুখ খুলেছিলেন শ্রাবন্তী নিজে।

   

Srabanti Chatterjee on Abhimanyu Chatterjee and Damini Ghosh live in

কেরিয়ারের দিক থেকে সফল হলেও ব্যক্তিগত জীবনে বারবার হোঁচট খেয়েছেন শ্রাবন্তী। তিন বার বিয়ে করেছেন। কিন্তু একটি বিয়েও টেকেনি। প্রথমবার খুব কম বয়সে ভালোবেসে পরিচালক রাজীব কুমার বিশ্বাসের সঙ্গে সাত পাক ঘুরেছিলেন শ্রাবন্তী। কিন্তু সেই বিয়ে ভেঙে যায়। এরপর মডেল কৃষান ব্রজকে বিয়ে করেন তিনি। কিন্তু সেই বিয়েও বেশিদিন টেকেনি।

দ্বিতীয় বিয়ে ভাঙার পর রোশন সিংকে মন দেন শ্রাবন্তী। তাঁকে বিয়ে করলেও সেই সংসারও সুখের হয়নি। এখন আপাতত বাবা-মায়ের সঙ্গেই থাকেন টলি সুন্দরী। ছেলে অভিমন্যুও সেখানেই থাকেন। মাঝে বেশ কয়েকবার শ্রাবন্তীর নতুন প্রেমের গুঞ্জন শোনা গিয়েছে। তবে অভিনেত্রী নিজে কোনও বিষয়েই কোনও মন্তব্য করেননি।

আরও পড়ুনঃ মিঠাই অতীত! ‘উচ্ছেবাবু’র খোলস ছেড়ে হট নায়িকার সাথে পর্দায় ফিরছেন আদৃত

Srabanti Chatterjee on Abhimanyu Chatterjee and Damini Ghosh live in

আরও পড়ুনঃ `বউকে বাঁচাতে চিতা থেকে বেঁচে উঠল স্বয়ম্ভু! টিভির আগেই ফাঁস ‘জগদ্ধাত্রী’র দুর্ধর্ষ পর্ব

সম্প্রতি এক নামী সংবাদমাধ্যমের তরফ থেকে শ্রাবন্তীকে ছেলের লিভ ইন প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘একেবারেই মেনে নেব। আমার কোনও আপত্তি নেই। এটা কোনও ব্যাপারই নয়। যে যেটায় ভালো থাকে, তাঁর সেটা করা উচিত। কারণ দিনের শেষে একটাই তো জীবন’।

আসলে শ্রাবন্তী জীবনটাকে এভাবেই দেখতে পছন্দ করেন। নিজের শর্তে বাঁচতে ভালোবাসেন তিনি। ছেলের ক্ষেত্রেও অন্যথা করবেন না। এই বয়সেই ছেলেকে কেরিয়ার বেছে নেওয়ার সম্পূর্ণ স্বাধীনতা দিয়ে দিয়েছেন টলি ডিভা। নিজেই জানিয়েছেন, ছেলের পাশে তিনি সবসময় আছেন।

site