• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মিঠাই অতীত! ‘উচ্ছেবাবু’র খোলস ছেড়ে হট নায়িকার সাথে পর্দায় ফিরছেন আদৃত

Published on:

Mithai fame sidhartha actor Adrit Roy comeback in a new serial with Monphagun actress Srijla Guha

Adrit Roy comeback in a new serial: বাংলা সিরিয়ালের (Bengali Serial) দর্শকদের কাছে  আবেগের আরেক নাম ‘মিঠাই’ (Mithai)। টেলিভিশনের পর্দায় এই সিরিয়ালের সম্প্রচার শেষ হলেও দর্শকমহলে সিরিয়ালটি নিয়ে ক্রেজ কিন্তু কমেনি এক ফোঁটাও।  দীর্ঘ আড়াই বছরের সফরে এই সিরিয়ালের হাত ধরে সমস্ত কলা কুশলীরাই পেয়েছেন এক আলাদা জনপ্রিয়তা।  বিশেষ করে মিঠাই সিরিয়ালের নায়ক সিদ্ধার্থ অভিনেতা আদৃত রায় (Adrit Roy) এবং মিঠাই অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু (Somitrisha Kundu) এই সিরিয়ালটির হাত ধরে পৌঁছেছেন জনপ্রিয়তা শিখরে।

এই সিরিয়ালের সব প্রায় সমস্ত কলাকুশলীরাই  একে একে ফিরছেন নতুন সিরিয়ালে। এমনকি এই সিরিয়ালের প্রধান নায়িকা মিঠাই অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডুও সিরিয়ালটি শেষ হওয়ার আগেই এক বিরাট সুখবর দিয়েছিলেন। টলিউড সুপারস্টার দেবের বিপরীতে প্রথম ডেবিউ করতে চলেছেন বড় পর্দায়। তবে এতদিন মিঠাইরানীর উচ্ছেবাবু অর্থাৎ সিদ্ধার্থ অভিনেতা আদৃত রায়ের নতুন প্রজেক্টের ব্যাপারে কিছুই জানা যাচ্ছিল না।

Mithai Adrit Roy Soumitrisha Kundu

তবে এবার এলো এক বড়সড় আপডেট। টেলিপাড়া সূত্রে খবর এবার সিদ্ধার্থ মোদকের খোলস ছেড়ে আদৃত রায়ও ফিরতে চলেছেন ভেঙ্কটেশ ফিল্মসের ব্যানারে তৈরি নতুন সিরিয়ালে। এমনকি ইতিমধ্যেই চূড়ান্ত হয়ে গিয়েছে তাঁর নায়িকার নাম। জানা যাচ্ছে মিঠাই আভিনেত্রী সৌমিতৃষা অতীত।

এবার নতুন সিরিয়ালে তাঁর নায়িকা হতে চলেছেন স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘মন ফাগুন’ অভিনেত্রী সৃজলা গুহ (Srijla Guha)। প্রসঙ্গত মন ফাগুন শেষ হওয়ার পর বেশ কিছুদিন ধরে ছোট পর্দা থেকে দূরে ছিলেন অভিনেত্রী সৃজলা গুহও।

বাংলা সিরিয়াল,Bengali Serial,মিঠাই,Mithai,সিদ্ধার্থ,Sidhartha,আদৃত রায়,Adrit Roy,কামব্যাক,Comeback,নতুন সিরিয়াল,New Serial,সৃজলা গুহ,Srijla Guha

দর্শকমহলে এই অভিনেত্রীরও  দারুন ফ্যান ফলোয়িং রয়েছে। তাই এবার দেখার নতুন নায়িকা সৃজলা গুহর  সাথে জুটি বেঁধে, কতটা হিট হয় আদৃত রায়ের নতুন সিরিয়াল। তবে জানা যাচ্ছে এবার জি বাংলা ছেড়ে স্টার জলসার পর্দায় ফিরতে চলেছেন আদৃত।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥