• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

১০০ লোকের মধ্যে পারে মাত্র ১ জন! ছবিতে কী লেখা আছে পড়তে পারলে মানতেই হবে আপনি জিনিয়াস

Published on:

Optical illusion,Read,Write,Viral,Viral news,Social media,Offbeat,Offbeat news,অপটিক্যাল ইলিউশন,চোখের ধাঁধা,পড়া,লেখা,ভাইরাল,ভাইরাল সংবাদ,সোশ্যাল মিডিয়া,অফবিট,অফবিট সংবাদ

Optical Illusion Identify the Number with in Picture: সোশ্যাল মিডিয়ার এই যুগে মাঝেমধ্যেই নানান রকম অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) বা চোখের ধাঁধা ভাইরাল হতে দেখা যায়। কখনও ছবির মধ্যে থেকে কোনও বস্তু, অক্ষর বা অবয়ব খুঁজে বের করতে হয়, কখনও আবার ছবির মধ্যে কী দেখতে পাচ্ছেন তা বলতে হয়। আজকের প্রতিবেদনেও এমন একটি অপটিক্যাল ইলিউশন নিয়ে আসা হয়েছে যেটা দেখে শুধু বলতে হবে সেখানে কী লেখা (Written) আছে।

এমন অনেক মানুষ আছেন যারা নিয়মিত অপটিক্যাল ইলিউশন সমাধান করতে প্রচণ্ড ভালোবাসেন। অনেকেই এটিকে একটি চ্যালেঞ্জের মতো করে দেখেন। বিশেষজ্ঞদের মত, চোখের ধাঁধা সমাধানের দ্বারা নিজের মস্তিষ্কের তীক্ষ্ণতা সমাধান করে নেওয়া যায়। পাশাপাশি এগুলি সমাধান করে বুদ্ধির জোর তথা আইকিউ লেভেলও টেস্ট করে নেওয়া যায়।

Optical illusion, Can you read what's written in this picture

সম্প্রতি নেটপাড়ায় (Social Media) এমন একটি চোখের ধাঁধা ছড়িয়ে পড়েছে যা দেখে ভিন্ন ভিন্ন মত প্রকাশ করছেন নেটিজেনরা। সেই ছবিটার মধ্যে যে কী লেখা রয়েছে তা পড়তে গিয়েই কালঘাম ছুটে গিয়েছে অনেকের। আজকের প্রতিবেদনে সেই চোখের ধাঁধারই রহস্য সমাধান করা হবে।

নেটপাড়ায় ভাইরাল হওয়া এই অপটিক্যাল ইলিউশনে সাদা কালো চেক চেক নকশা দেখা যাচ্ছে। এই ছবির মধ্যেই একটি লাইন লেখা রয়েছে। তবে সেই লাইন পড়তে গিয়ে কালঘাম ছুটে গিয়েছে অনেকের। দাবি করা হয়েছে, ৯৯% মানুষই এই চোখের ধাঁধা সমাধান করতে পারেনি। দেখুন তো আপনি পারেন কিনা?

আরও পড়ুনঃ পর্দায় সাপে-নেউলে হলেও বাস্তবে দুই বোন! জন্মদিনে ভাইরাল ‘ইচ্ছে পুতুল’র মেঘ-ময়ূরীর ভিডিও

Optical illusion, Can you read what's written in this picture

 আরও পড়ুনঃ ১৪ বছর ইন্ডাস্ট্রিতে থেকেও, বড়পর্দায় সাফল্য অধরা! বিস্ফোরক ‘বাহা’ অভিনেত্রী রণিতা

আপনি যদি লাইনটি পড়ে (Read) ফেলতে পারেন তাহলে আপনি সত্যিই জিনিয়াস। আর যদি না পড়তে পারেন তাহলে মন খারাপ করবেন না। আমরা বলে দিচ্ছি সেখানে কী লেখা রয়েছে। আসলে এই ছবিটি এক ঝলক দেখে বোঝা যাবে না সেখানে কী লেখা রয়েছে। বরং একটি বিশেষ পদ্ধতিতে সেটি পড়তে হবে।


আসলে ছবিটি যখন পোস্ট করা হয়েছিল তখনই নির্দেশ দেওয়া হয়েছিল। ছবিতে কী লেখা রয়েছে তা বোঝার জন্য আপনাকে এক চোখ বন্ধ করে ফোনটা খানিকটা বেঁকিয়ে পড়তে হবে। তা সত্ত্বেও অনেকে ছবির লেখা পড়তে পারেননি। অবশেষে একজন ইউজার ছবির রহস্য ভেদ করে লিখেছেন, ছবিতে ‘আই উইশ ইউ আ মেরি ক্রিসমাস অ্যান্ড আ হ্যাপি নিউ ইয়ার’। এবার পড়তে পারলেন আপনি?

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥