• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

টলিপাড়ায় সুখবর, বিয়ের পিঁড়িতে মিমি চক্রবর্তী! নিজেই শুভদিনের কথা জানালেন অভিনেত্রী

Mimi Chakraborty opens up about her Marriage: এই মুহূর্তে টলিউডের (Tollywood) প্রথম সারির অভিনেত্রীদের নামের তালিকা যদি তৈরি করা হয় তাহলে ওপরের দিকেই নাম থাকবে মিমি চক্রবর্তীর (Mimi Chakraborty)। ছোটপর্দার হাত ধরে কেরিয়ার শুরু করেছিলেন নায়িকা। এরপর নিজের প্রতিভার জোরে বড়পর্দায় পা রাখেন তিনি। ব্যস, এরপরেই ঘুরে যায় মিমির ভাগ্যের চাকা। টলিউড ডেবিউর পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। যদিও আজ মিমির কেরিয়ার নয়, বরং বিষয়বস্তু হল তাঁর বিয়ে (Marriage)

মিমির সমসাময়িক অধিকাংশ নায়িকার বিয়ে হয়ে গিয়েছে। কারোর আবার বিচ্ছেদও হয়ে গিয়েছে। শুভশ্রী-নুসরতরা তো এখন সন্তানের মা অবধি হয়ে গিয়েছেন। ফলে স্বাভাবিকভাবেই মিমি কবে বিয়ে করবেন এই প্রশ্ন প্রায়ই উঁকি দেয় তাঁর অনুরাগীদের মনে। একাধিকবার এই প্রশ্নের সম্মুখীন হয়েছেন নায়িকা নিজেও। অবশেষে এই বিষয়ে মুখ খুললেন তিনি।

   

Mimi Chakraborty, Mimi Chakraborty on her marriage

পেশাদার জীবনে মিমি অনেকটা এগিয়ে গিয়েছেন এই নিয়ে কোনও সন্দেহ নেই। তবে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে সাধারণ মানুষের ব্যাপক কৌতুহল। মিমি যে একসময় পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে সম্পর্কে ছিলেন তা কারোর অজানা ছিল না। ইন্ডাস্ট্রির ‘ওপেন সিক্রেট’ ছিল এটি। তবে সেই সম্পর্ক ভেঙেছে। এখন শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং ছেলে ইউভানকে নিয়ে সুখের সংসার রাজের। শীঘ্রই আসতে চলেছে ‘রাজশ্রী’ দ্বিতীয় সন্তান।

মিমির চর্চিত প্রাক্তন প্রেমিক নিজের জীবনে এতটা এগিয়ে গেলেও অভিনেত্রী নিজের পেশাগত জীবন নিয়েই ব্যস্ত। সম্প্রতি কাজের ফাঁকে অনুরাগীদের জন্য একটি প্রশ্নোত্তর পর্বের আয়োজন করেছিলেন টলি নায়িকা। সেখানেই এক অনুরাগী মিমিকে সরাসরি জিজ্ঞেস করেন, ‘আপনি কবে বিয়ে করবেন?’

আরও পড়ুনঃ বড়পর্দা-ছোটপর্দা কাঁপিয়ে রাজনীতির দুনিয়ায়! পলিটিক্সে যোগ নিয়ে মুখ খুললেন রচনা

Mimi Chakraborty, Mimi Chakraborty on her marriage

আরও পড়ুনঃ সোহাগ জল শেষ হতেই ধামাকাদার কামব্যাক! নতুন রূপে চমকে দিলেন পর্দার ‘ঝিলিক’ শ্রীতমা

ভক্তের এই প্রশ্ন একেবারেই এড়িয়ে যাননি টলি সুন্দরী। বরং তাঁর তরফ থেকে এসেছে স্পষ্ট জবাব। অভিনেত্রী লেখেন, ‘কী জন্য করবো?’ সেই সঙ্গে একটি হাসির ইমোজিও যোগ করেছেন তিনি। এর আগেও বিয়ে নিয়ে প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন মিমি। সেই সময়ও একই কায়দায় উত্তর দিয়েছিলেন তিনি।

সিনেমা এবং রাজনীতির দায়িত্ব সামলানোর পাশাপাশি এখন নিজের ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও বানানো নিয়েও বেশ ব্যস্ত থাকেন মিমি। শীঘ্রই শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের সিনেমার হাত ধরে বলিউডে পা রাখতে চলেছেন তিনি। আর কয়েকদিনের অপেক্ষা শেষেই হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ করবেন টলি সুন্দরী।

site