Why Ekta Kapoor is still Unmarried: হিন্দি টেলি দুনিয়ার (Hindi Television) ‘ক্যুইন’ বলা হয় একতা কাপুরকে (Ekta Kapoor)। জীতেন্দ্র-কন্যার বালাজি প্রযোজনা সংস্থা যে কত আইকনিক সিরিয়াল তৈরি করেছে তা গুনে শেষ করা যাবে না। তাঁর সিরিয়ালে কাজ করে অনেকেই বলিউড সিনেমায় সুযোগ পেয়েছেন। মৌনী রায়ের নাম যেমন সেই তালিকায় সবার প্রথমে রয়েছে। একতার সিরিয়াল মানেই সেখানে ভরপুর বিনোদন আর ড্রামা থাকবে। তবে জীতেন্দ্র-কন্যার ব্যক্তিগত জীবনও কিন্তু কোনও ধারাবাহিকের থেকে কম নয়। সেখানেও রয়েছে একাধিক ড্রামা আর টুইস্ট।
বলিউড (Bollywood) সুপারস্টার জীতেন্দ্র (Jeetendra) এবং স্ত্রী শোভা কাপুরের একমাত্র মেয়ে হলেন একতা। তাঁর ভাই তুষার কাপুরও হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির একজন জনপ্রিয় অভিনেতা। ভালো পরিবারের সন্তান, কেরিয়ারে সফল হলেও একতা-তুষার কেউই বিয়ে করেননি। দেখতে দেখতে ৪৮ বছর বয়স হয়ে গিয়েছে জীতেন্দ্র-কন্যার। এখনও মনের মতো জীবনসঙ্গী পাননি তবে। যদিও বি টাউনের একাধিক তারকার সঙ্গে নাম জড়িয়েছিল একতার। চাঙ্কি পাণ্ডে (Chunky Pandey) থেকে করণ জোহর (Karan Johar)- একাধিক সেলেবের সঙ্গে নাম জড়িয়েছিল তাঁর।
শোনা যায়, কেরিয়ারের শুরুতেই চাঙ্কির প্রেমে পড়েছিলেন একতা। অভিনেতার ৬০তম জন্মদিনে নিজেই একথা জানান বালাজির মালকিন। তিনি জানান, চাঙ্কি নাকি তাঁর ক্রাশ ছিলেন। তিনি নাকি তাঁকে বিয়ের জন্য প্রোপোজও করেছিলেন। কিন্তু চাঙ্কি সেই প্রস্তাব রিজেক্ট করে দেন। এরপর ধর্মা প্রোডাকশন হাউসের কর্ণধার তথা পরিচালক করণ জোহরের সঙ্গে নাম জড়ায় একতার।
শুধু জল্পনা অবধিই সীমাবদ্ধ ছিল না একতা-করণের সম্পর্ক। শোনা যায়, তাঁদের বিয়ের কার্ডও নাকি ছাপা হয়ে গিয়েছিল। কিন্তু একদম শেষ মুহূর্তে তাঁদের বিয়েটাও ভেঙে যায়। তবে বিয়ে না করলেও সন্তান সুখ থেকে কিন্তু বঞ্চিত থাকেননি জীতেন্দ্রর মেয়ে।
আরও পড়ুনঃ ‘মুসলিম হয়েও বারবার কেন হিন্দু মন্দিরে যান?’ মোক্ষম জবাবে নিন্দুকদের মুখে ঝামা ঘষলেন সারা
আরও পড়ুনঃ বন্ধুরা বাবা-মা হয়ে যাচ্ছেন! আর এদিকে ৫০ পেরিয়েও সিঙ্গেল এই ৪ বলিউড তারকা
বেশ কয়েক বছর আগে সারোগেসির মাধ্যমে সন্তানের জন্ম দেন একতা। ছেলের নাম রাখেন রবি কাপুর। দিদির দেখানো পথে হেঁটে তুষারও সারোগেসির মাধ্যমে সন্তানের মুখ দেখেন। তবে আপনি কি জানেন, কেন একতা সারা জীবন অবিবাহিত থাকার সিদ্ধান্ত নিলেন? এর পিছনে অনেকটা বড় ভূমিকা রয়েছে তাঁর বাবা জীতেন্দ্রর।
বেশ কয়েক বছর আগে একবার এক সাক্ষাৎকারে একতা বলেছিলেন, ‘বাবার শর্ত ছিল হয় বিয়ে করতে হবে, আর নাহলে চাকরি করতে হবে। আমি বিয়ে করতে চাইনি, সেই জন্য চাকরি বিয়ে নিয়েছিলাম। সেই কারণে আজও আমি নিজের কাজকেই বেশি গুরুত্ব দিই’।