• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বাবার বয়সী নায়কের সঙ্গে ঘনিষ্ঠতা! রাতারাতি সাফল্য পেতে কি করেছিলেন মাধুরী দীক্ষিত?

Updated on:

Madhuri Dixit and Vinod Khanna’s intimate scene in movie Dayavan made her famous in Bollywood

বলিউডের (Bollywood) সুন্দরী অভিনেত্রীদের নামের তালিকায় মাধুরী দীক্ষিতের (Madhuri Dixit) নাম ওপরের দিকেই থাকবে। নব্বইয়ের দশকে বি টাউনের রাজত্ব করতেন যে সুন্দরীরা তাঁদের মধ্যে একজন হলেন মাধুরী। তিনি যে কত সুপারহিট ছবিতে অভিনয় করেছেন তা গুনে শেষ করা যাবে না। বিশেষত অনিল কাপুর এবং সলমন খানের সঙ্গে তাঁর জুটি ছিল সুপারহিট।

মাধুরী এমন একজন অভিনেত্রী যিনি দুর্দান্ত অভিনয়ের পাশাপাশি দারুণ নাচতেন। অনেকেই মনে করতেন, সুপারস্টার শ্রীদেবীকে টেক্কা দেওয়ার ক্ষমতা একমাত্র ‘ধক ধক গার্ল’এরই আছে। তবে এই সাফল্য কিন্তু খুব সহজে পাননি মাধুরী। বরং প্রচুর সংগ্রাম করতে হয়েছিল তাঁকে। ইন্ডাস্ট্রিতে পা রেখেই তারকা হয়ে যাননি তিনি।

Madhuri Dixit, Madhuri Dixit intimate scene

১৯৮৪ সালে ‘অবোধ’ ছবিতে প্রথমবার নায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন মাধুরী। এই সিনেমার তারি বিপরীতে দেখা গিয়েছিল টলিউড অভিনেতা তাপস পালকে। বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল এই সিনেমা। এভাবে দেখতে দেখতে কেটে যায় ৪ বছর। এরপর ১৯৮৮ সালে ভাগ্যের চাকা ঘোরে অভিনেত্রীর।

আরও পড়ুনঃ ‘রকি অউর রানী’তে পরস্ত্রীর সাথে লিপলক চুমু! ৭৪এ এমন কান্ড দেখে কি বললেন ধর্মেন্দ্রপত্নী হেমা?

Madhuri Dixit, Madhuri Dixit bold, Madhuri Dixit intimate scene

বিনোদ খান্নার (Vinod Khanna) সঙ্গে ‘দয়াবান’ (Dayavan) ছবিতে অভিনয়ের সুযোগ পান মাধুরী। সেই সিনেমায় ২০ বছরের বড় বিনোদের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে (Intimate scene) অভিনয় করতে হয়েছিল নায়িকাকে। অভিনেতাকে চুমুও খেতে হয়েছিল মাধুরীকে। ছবিটির পরিচালনা করেছিলেন ফিরোজ খান। ‘দয়াবান’এ অভিনয়ের পরেই বদলে যায় মাধুরীর ভাগ্য। রাতারাতি তারকা হয়ে যান তিনি।

আরও পড়ুনঃ রিলিজের আগেই বিশ্ব রেকর্ড! প্রথম ভারতীয় সিনেমা হিসাবে ইতিহাস গড়ল শাহরুখ খানের ‘জওয়ান’

Madhuri Dixit and Vinod Khanna, Madhuri Dixit intimate scene, Madhuri Dixit bold

যদিও এই সিনেমার জন্য মাধুরী প্রথম পছন্দ ছিলেন না পরিচালকের। ফিরোজ নায়িকা হিসেবে শ্রীদেবীকে নিতে চেয়েছিলেন। তবে অভিনেত্রী রাজি হননি। তখন অফার যায় মাধুরীর কাছে। তিনি লুফে নেন সেই প্রস্তাব। বিনোদ খান্নার সঙ্গে এই ছবিতে অভিনয়ের করার পরেই বলিউডে প্রথম সারির নায়িকাদের তালিকায় স্থান করে নেন ‘ধক ধক গার্ল’।

Madhuri Dixit, Madhuri Dixit bold, Madhuri Dixit intimate scene

যদিও ‘দয়াবান’এ ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করার পর আর কোনও ছবিতে সাহসী দৃশ্যে অভিনয় করতে দেখা যায়নি মাধুরীকে। এমনকি কোনও অভিনেতাকে পর্দায় চুম্বনও করেননি তিনি। পরবর্তীকালে এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছিলেন, এই দৃশ্যে অভিনয় করার জন্য এখনও আফসোস হয় তাঁর।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥