• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বৌ নয় জীবনে চাই পুরুষ সঙ্গী! বলিউডের এই ৮ জনপ্রিয় তারকারা সমকামী, লিস্ট দেখলে চমকে যাবেন

Updated on:

8 Bollywood stars who are gay

Bollywood Stars Who are Gay in Real Life : ‘সমকামিতা’ এখনও সমাজের চোখের বিরাট বড় অপরাধ। সমকামী (Gay) মানুষদের এখনও সমাজের একটি বিরাট অংশ স্বাভাবিকভাবে গ্রহণ করতে পারে না। অথচ তাঁরা কিন্তু আর পাঁচজন সাধারণ মানুষের থেকে কোনও ভাবে আলাদা নয়। বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রিতেও এমন অনেক তারকা রয়েছে যারা খুল্লমখুল্লা স্বীকার করেছেন যে তাঁরা সমকামী। চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক এমন ৮ তারকার নাম।

অপূর্ব আশরানি (Apurva Asrani)- বলিউডের অত্যন্ত জনপ্রিয় পরিচালক, লেখক এবং সম্পাদক হলেন অপূর্ব। সেই অপূর্ব নিজেই স্বীকার করেছেন তিনি সমকামী। তাঁর কথায়, দু’জন প্রাপ্ত বয়স্ক মানুষ যাদের ভোট দেওয়ার অধিকার রয়েছে, তাঁরা যদি চায়, তাহলে একসঙ্গে থাকতেও পারেন।

Apurva Asrani, Gay Bollywood actors

ওনির (Onir)- বলিউডের আর এক জনপ্রিয় পরিচালক ওনিরের নামও তালিকায় রয়েছে। অপূর্বের মতো তিনিও খুল্লমখুল্লা স্বীকার করেছেন তিনি সমকামী। ছেলে হয়েও ছেলেকে ভালোবাসার কথা নিজে মুখে মেনে নিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ পাত্তাও পাবে না পুষ্পা-KGF! বক্স অফিসে ঝড় তুলতে তৈরী ‘টাইগার’, প্রকাশ্যে আসতেই ভাইরাল টিজার

Onir, Gay Bollywood actors

পারস তোমার (Paras Tomar)- একাধিক জনপ্রিয় হিন্দি ধারবাহিকে অভিনয় করা পারসও নিজে মুখে স্বীকার করেছেন তিনি সমকামী। জনসমক্ষে সমকামিতার বিষয়ে কথা বলতেও বিন্দুমাত্র দ্বিধাবোধ করেন না তিনি।

আরও পড়ুনঃ আবারও ধামাকা হবে বক্স অফিসে, ‘আদিপুরুষ’ সুপারফ্লপ হতেই ‘মহাভারত’ তৈরির ঘোষণা বিবেক অগ্নিহোত্রীর!

Paras Tomar, Gay Bollywood actors

করণ জোহর (Karan Johar)- বলিউডের প্রথম সারির পরিচালক-প্রযোজক করণ জোহর যে সমকামী সেকথা কমবেশি সকলেই জানেন। তিনি প্রকাশ্যেই বহুবার একথা স্বীকার করেছেন। তবে সমকামী হলেও সারোগেসির মাধ্যমে এক পুত্র এবং কন্যার বাবা হয়েছেন করণ।

Karan Johar, Gay Bollywood actors

মনীশ মলহোত্রা (Manish Malhotra)- হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির পয়লা নম্বর ফ্যাশান ডিজাইনার কে? এই প্রশ্ন শুনলে অনেকের মাথাতেই মনীশের নাম মাথায় আসে। তাঁর পোশাকের ব্র্যান্ড গোটা বিশ্বে সমাদৃত। জনপ্রিয় এই পোশাক শিল্পীও স্বীকার করে নিয়েছেন তিনি সমকামী।

Manish Malhotra, Gay Bollywood actors

ববি ডার্লিং (Bobby Darling)- ববি ডার্লিং নামে খ্যাত এই অভিনেতা একাধিক হিট ছবিতে অভিনয় করেছেন। অনেকেই জানেন না, লিঙ্গ পরিবর্তন করেছেন ববি। এই অভিনেতাও প্রকাশ্যে স্বীকার করে নিয়েছেন তিনি সমকামী।

Bobby Darling, Gay Bollywood actors

রোহিত বল (Rohit Bal)- মনীশ মলহোত্রা শুধু নন, এই তালিকায় নাম রয়েছে আরও এক জনপ্রিয় ফ্যাশান ডিজাইনারের। সংবাদমাধ্যমের কাছে রোহিত নিজেই স্বীকার করে নিয়েছিলেন তিনি সমকামী।

Rohit Bal, Gay Bollywood stars

ইমাম সিদ্দিকী (Imam Siddiqui)- মনীশ-রোহিতের মতো ইমাম সিদ্দিকীও হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির অত্যন্ত জনপ্রিয় একজন ফ্যাশান ডিজাইনার। ইন্ডাস্ট্রিতে বেশ নামডাক রয়েছে তাঁর।

Imam Siddiqui, Gay Bollywood actors

একবার একটি টেলিভিশন শো চলাকালীন ইমাম নিজেই স্বীকার করেছিলেন, তিনি সমকামী। তখন এই বিষয়টি নিয়ে ব্যাপক চর্চা হয়েছিল।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥