• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

এক ছবিতেই বাদশার ডাবল রোল! এই ৮ ছবিতে ফাটাফাটি অভিনয় করে চমকে দিয়েছেন শাহরুখ খান

Updated on:

8 Bollywood movies where Shahrukh Khan played Double role

Double Roll Movies of Shahrukh Khan : ‘পাঠান’র গগনচুম্বী সাফল্যের পর এখন ‘জওয়ান’ (Jawan) রিলিজের তোরজোড় করছেন বলিউড (Bollywood) ‘বাদশা’ শাহরুখ খান (Shah Rukh Khan)। ইতিমধ্যেই প্রকাশ্যে এসে গিয়েছে ছবির ট্রেলার। তা দেখে আন্দাজ করা গিয়েছে, এই ছবিতে দ্বৈত চরিত্রে (Double Role) অভিনয় করতে দেখা যাবে ‘কিং খান’কে। তবে আপনি কি জানেন, এই প্রথম নয়, এর আগেও একাধিক সিনেমায় (Movie) ডাবল রোলে অভিনয় করেছেন শাহরুখ। চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক এমনই ৮ ছবির নাম।

ওম শান্তি ওম (Om Shanti Om)- ২০০৭ সালে রিলিজ করেছিল শাহরুখ-দীপিকা অভিনীত ‘ওম শান্তি ওম। এই ছবির হাত ধরেই বলিউডে পা রেখেছিলেন দীপিকা পাড়ুকোন। এই ছবিতে শাহরুখ এবং দীপিকা দু’জনেই দ্বৈত চরিত্রে অভিনয় করেছিলেন। বক্স অফিসে দারুণ সফল হয়েছিল এই সিনেমা।

Om Shanti Om, Shah Rukh Khan double role movies

রব নে বনা দি জোড়ি (Rab Ne Bana Di Jodi)- শাহরুখের কেরিয়ারের অন্যতম উল্লেখযোগ্য ছবি হল ‘রব নে বনা দি জোড়ি’। এই ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করেছিলেন অনুষ্কা শর্মা। ২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিতে শাহরুখকে ডাবল রোলে দেখা গিয়েছিল। একটি চরিত্র ছিল একেবারে লাজুক ধরণের, দ্বিতীয় চরিত্রটি ছিল প্রচণ্ড স্মার্ট।

আরও পড়ুনঃ পুজোর আগেই সুখবর, আসছে ‘প্রিন্স অফ ক্যালকাটা’র বায়োপিক! পর্দায় সৌরভ গাঙ্গুলী হচ্ছেন এই অভিনেতা

Rab Ne Bana Di Jodi, Shah Rukh Khan double role movies

পহেলি (Paheli)- অমল পালেকর পরিচালিত এই সিনেমা রিলিজ করেছিল ২০০৫ সালে। ‘পহেলি’তে অভিনয় করেছিলেন শাহরুখ খান এবং রানি মুখার্জি। এই ছবিতে শাহরুখের একটি চরিত্র ছিল একজন সাধারণ পুরুষের, যার সঙ্গে রানির বিয়ে হয়েছিল। অপরদিকে দ্বিতীয় চরিত্রটি ছিল একজন অশরীরীর। সে রানির স্বামীর শরীরে আবির্ভূত হয়েছিল।

আরও পড়ুনঃ ডাবল রোল থেকে লেভেলের অ্যাকশন! রিলিজের আগেই বক্স অফিস কাঁপাচ্ছে শাহরুখের ‘জওয়ান’র ট্রেলার

Paheli, Shah Rukh Khan double role movies

ফ্যান (Fan)- ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমায় সুপারস্টার আরিয়ান খান্না এবং তার নম্বর ওয়ান ‘ফ্যান’ গৌরবের চরিত্রে অভিনয় করেছিলেন শাহরুখ। গোটা বিশ্বে প্রায় ১৮৩ কোটি টাকার ব্যবসা করেছিল এই সিনেমা। ‘ফ্যান’এই শেষ বারের মতো দ্বৈত চরিত্রে দেখা গিয়েছিল শাহরুখকে।

Fan, Shah Rukh Khan double role movies

রা-ওয়ান (Ra.One)- শাহরুখ, করিনা অভিনীত এই সিনেমা রিলিজ করেছিল ২০১১ সালে। এই ছবিতে ‘কিং খান’কে একজন বিজ্ঞানীর চরিত্র এবং সেই বিজ্ঞানীর সৃষ্টি করা একত রোবটের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল। গোটা বিশ্বে প্রায় ২০৪ কোটি টাকার ব্যবসা করেছিল এই সিনেমা।

Ra One, Shah Rukh Khan double role movies

ডন (Don)- ব্লকবাস্টার এই ছবিতে শাহরুখ একদিকে যেমন নিষ্ঠুর ডনের চরিত্রে অভিনয় করেছিলেন। তেমনই নিরীহ এক ‘হামসকল’র চরিত্রেও তাঁকে দেখা গিয়েছিল। ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমা গোটা বিশ্বে প্রায় ১০০ কোটি টাকার ব্যবসা করেছিল।

Don, Shah Rukh Khan double role movies

ডুপ্লিকেট (Duplicate)- শাহরুখের কেরিয়ারের অন্যতম উল্লেখযোগ্য ছবি হল ‘ডুপ্লিকেট’। এই ছবিতে ইতিবাচক এবং নেতিবাচক দুই চরিত্রেই দেখা গিয়েছিল ‘বাদশা’কে। তাঁর অভিনীত দুই চরিত্রের নাম ছিল বাবলু এবং মনু।

Duplicate, Shah Rukh Khan double role movies

করণ অর্জুন (Karan Arjun)- বলিউডের ইতিহাসের কাল্ট ক্ল্যাসিক সিনেমাগুলির মধ্যে একটি হল ‘করণ অর্জুন’। এই ছবিতে একসঙ্গে অভিনীত করেছিলেন শাহরুখ খান, সলমন খান, রাখি গুলজারের মতো তারকারা।

Karan Arjun, Karan Arjun movie, Salman Khan shot Shah Rukh Khan

সুপারহিট এই ছবিতেও ডাবল রোলে দেখা গিয়েছিল শাহরুখকে। এর মধ্যে ‘বাদশা’র একটি চরিত্রের নাম ছিল অর্জুন সিং এবং দ্বিতীয় চরিত্রের নাম ছিল বিজয়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥