• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দীঘা-পুরী অতীত! একদিনের ছুটিতে ঘোরার নতুন ঠিকানা, রইল কলকাতার কাছে ৬টি অফবিট জায়গার হদিশ

Updated on:

6 offbeat places near Kolkata for one day tour

সপ্তাহান্ত এলেই মনটা ঘুরু ঘুরু (Travel) করতে শুরু করে দেয়। এদিকে আবার দু-একদিনের ছুটিতে বেশি দূর যাওয়াও মুশকিল। সেই জন্য কলকাতার (Kolkata) কাছাকাছি ঘুরতে যাওয়াটাই বেস্ট। আজকের প্রতিবেদনে তাই আপনার জন্য কলকাতার কাছাকাছি ৬টি অন্য রকম ঘুরতে যাওয়ার জায়গার (Travel Destination) খোঁজ তুলে ধরা হল। যেখানে একবার গেলে দূর হয়ে যাবে আপনার সব ক্লান্তি।

গোলপাতার জঙ্গল (Golpatar Jungle)- কলকাতার কাছাকাছি আপনি যদি সুন্দরবনের অনুভূতি পেতে চান তাহলে চলে যেতে পারেন গোলপাতার জঙ্গলে। সুন্দরী, গোলপাতা সহ একাধিক ম্যানগ্রোভ গাছে ভরা এই স্থান উত্তর ২৪ পরগণার টাকিতে অবস্থিত। এখানে যেতে হলে আপনাকে শিয়ালদহ থেকে ট্রেন ধরে টাকি রোড যেতে হবে। সেখান থেকে রিক্সা কিংবা অটো ধরে চলে যেতে হবে গোলপাতার জঙ্গলে।

Golpatar Jungle, Offbeat travel destination near Kolkata

পিয়ালি আইল্যান্ড (Piyali Island)- শহরের কোলাহল থেকে দূরে একটা দিন যদি প্রকৃতির কোলে কাটাতে চান তাহলে চলে যেতে পারেন পিয়ালি আইল্যান্ডে। পিয়ালি এবং মাতলা নদীর মাঝে অবস্থিত এই দ্বীপে যেতে হলে শিয়ালদহ থেকে ট্রেন ধরে ক্যানিং যেতে হবে। এরপর সেখান থেকে ট্রেকার ধরে পৌঁছে যেতে হবে গন্তব্যে।

আরও পড়ুনঃ পাহাড়-জঙ্গলের অপূর্ব মেলবন্ধন! পুজোয় ঘুরে আসুন এই অফবিট লোকেশন থেকে, চিরস্মরণীয় হয়ে থাকবে

Piya Island, Offbeat places near Kolkata

আরও পড়ুনঃ শহুরে কোলাহল থেকে দূরে, কলকাতার কাছেই যেন মিনি গোয়া! রইল একদিনের ছুটির সেরা গন্তব্যের হদিশ

আছিপুর (Achipur)- আপনার যদি চাইনিং সংস্কৃতি এবং খাদ্য নিয়ে আগ্রহ থাকে তাহলে চলে যেতে পারেন ভারতের প্রথম এবং সবচেয়ে বড় কলোনি আছিপুরে। প্রত্যেক বছর চাইনিজ নববর্ষের সন্ধ্যায় হাজার হাজার মানুষ আসে এখানে। আছিপুর যেতে হলে আপনাকে শিয়ালদহ থেকে ট্রেন ধরে বজবজ যেতে হবে। এরপর সেখান থেকে অটো ধরে পৌঁছে যেতে হবে এই গ্রামে।

Achipur, Offbeat travel destination near Kolkata

চন্দ্রকেতুগড় (Chandraketugarh)- শুনলে হয়তো অবাক হবেন, আজ থেকে প্রায় ২৫০০ বছর আগে চন্দ্রকেতু সাম্রাজ্যের ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছিল। চন্দ্রকেতুগড়ে গেলে এখনও নানান ঐতিহাসিক জিনিসের নিদর্শন পাবেন। টেরাকোটার মন্দির, তামার মূর্তি থেকে শুরু করে খনা মিহিরের ঢিবি- এখানে দেখার মতো প্রচুর জায়গা রয়েছে। চন্দ্রকেতুগড় যেতে হলে আপনাকে শিয়ালদহ থেকে ট্রেন ধরে বারাসাত যেতে হবে। সেখান থেকে যেতে হবে দেগঙ্গা।

Chandraketugarh, Offbeat travel destination near Kolkata

চিন্তামণিকর বার্ড স্যাংচুয়ারি (Chintamanikar Bird Sanctuary)- আপনার যদি ‘বার্ড ওয়াচিং’র শখ থাকে তাহলে আপনার জন্য পারফেক্ট জায়গা হল চিন্তামণিকর বার্ড স্যাংচুয়ারি। এখানে গেলে বিভিন্ন প্রজাতির পাখির পাশাপাশি প্রজাপতি, অর্কিড, ফার্ন দেখতে পাবেন। এখানে যেতে হলে আপনাকে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের কাছাকাছি রথতলা বাসস্টপে যেতে হবে। সেখান থেকে কিছুক্ষণ হাঁটলেই পৌঁছে যাবে নিজের গন্তব্যে।

Chintamanikar Bird Sanctuary, Offbeat travel destination near Kolkata

কলকাতা সর্প উদ্যান (Calcutta Snake Park)- আজ থেকে প্রায় ৪৬ বছর আগে তৈরি হয়েছিল কলকাতা সর্প উদ্যান। কলকাতার বুকে ঘোরার মতো অন্যতম একটি জনপ্রিয় জায়গা এটি। এখানে গেলে পাইথন, কিং কোবরা সহ বিভিন্ন প্রজাতির সাপ দেখতে পাবেন আপনি। পাশাপাশি দেখা মিলবে বিভিন্ন ধরণের কুমিরের।

Calcutta Snake Park, Offbeat travel destination near Kolkata

কলকাতা সর্প উদ্যানে যেতে হবে আপনাকে শিয়ালদা থেকে ট্রেন ধরে মধ্যমগ্রাম যেতে হবে। এরপর সেখান থেকে অটো ধরে পৌঁছে যেতে হবে এই সর্প উদ্যানে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥