• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

এক চিমটে হলুদেই বাজিমাত, ঘরোয়া এই ৫ হেয়ার মাস্ক ব্যবহার করলে এক সপ্তাহে দূর হবে খুসকি!

5 homemade hair masks to cure dandruff problem in monsoon: বর্ষাকালে (Monsoon) ত্বক এবং চুলের (Hair) একাধিক সমস্যা দেখা যায়। বিশেষত বৃষ্টি বাদলের মরসুমে বাতাসে আর্দ্রতার কারণে খুসকির (Dandruff) সমস্যা প্রচণ্ড বেড়ে যায়। সেই সঙ্গে অনেক সময় গোঁদের ওপর বিষফোঁড়া হিসেবে হাজির হয় স্ক্যাল্প ইনফেকশন। অনেকেই এই সমস্যা থেকে বাঁচতে আস্থা রাখেন পার্লারের ওপর। তবে আপনি কি জানেন, হাতের কাছে থাকা কয়েকটি উপকরণ ব্যবহার করেই খুসকির সমস্যা (Dandruff Problem) থেকে মুক্তি পেতে পারেন। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত।

দই, লেবু, মধুর মাস্ক (Curd Honey Lemon Mask)- কমবেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই দই, মধু এবং লেবু থাকে। এই তিন উপকরণ মিশিয়ে আপনি হেয়ার মাস্ক বানিয়ে নিতে পারেন। আধ কাপ দইয়ের সঙ্গে মধু এবং লেবুর রস মেশান। এরপর চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত লাগিয়ে নিন। ৩০ মিনিট রেখে শ্যাম্পু করে ফেলুন। নিয়মিত সেই মাস্ক ব্যবহার করলে দূর হবে খুসকি। সেই সঙ্গেই রেশমের মতো নরম হবে চুল।

   

Curd Honey and Lemon hair mask, Monsoon dandruff problem

জবা এবং মেথির প্যাক (China Rose Methi Pack)- ১০-১২টির জবা পাতার সঙ্গে ১ টেবিল চামচ মেথি এবং আধ কাপ দই মেশান। সপ্তাহে ২-৩ দিন এই হেয়ার প্যাক ব্যবহার করুন। নিজের চোখে ফলাফল দেখতে পাবেন।

China rose, Monsoon hair problem

কলা এবং মধুর মাস্ক (Banana Honey Mask)- এই হেয়ার মাস্ক বানানোর জন্য কলা, মধু, লেবুর রস এবং অলিভ অয়েল লাগবে। প্রত্যেকটি উপকরণ ভালো করে মিশিয়ে তা মাথায় লাগান। ৩০ মিনিট মতো রেখে শ্যাম্পু করে ফেলুন।

Banana and Honey hair mask

হলুদ তেলের হেয়ার মাস্ক (Turmeric Oil Hair Mask)– ২ টেবিল চামচ হলুদ তেল এবং ১ টেবিল চামচ নারকেল তেল মিশিয়ে নিন। এরপর সেই মিশ্রণ স্ক্যাল্প এবং চুলে লাগান। কিছুক্ষণ ম্যাসাজ করুন। ঘণ্টাখানেক রেখে শ্যাম্পু করে নিন।

Turmeric hair mask, Monsoon dandruff problem

অ্যাভোকাডো মাস্ক (Avocado Mask)- পাকা অ্যাভোকাডোর সঙ্গে অলিভ অয়েল এবং মধু মেশান। এই তিন উপকরণ দিয়ে তৈরি করে ফেলুন ঘরোয়া হেয়ার মাস্ক।

Avocado hair mask, Monsoon dandruff problem

এরপর এই হেয়ার মাস্ক নিয়ে তা ভালো করে মাথায় লাগান। ৪৫ মিনিট মতো রেখে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহার করলে নিজের চোখে রেজাল্ট দেখতে পাবেন।

site