• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মাত্র ৭ দিনে বন্ধ হবে চুল পড়া! বর্ষাকালে চুল ভালো রাখতে অবশ্যই জেনে রাখুন এই ৬ ঘরোয়া টোটকা

Hair Care tips for Monsoon : বর্ষাকাল (Monsoon) আসলেই চুল পড়ার সমস্যাও (Hair Fall Problem) বেড়ে যায়। সেই সঙ্গেই দোসর হিসেবে হাজির হয় খুসকি, চিটচিটে স্ক্যাল্পের মতো সমস্যা। আসলে বৃষ্টিবাদলের মরসুমে বাতাসে আর্দ্রতার পরিমাণ বৃদ্ধি পায়। সেই কারণে চুলের একাধিক সমস্যা দেখা যায়। তবে আপনি কি জানেন, ঘরোয়া কয়েকটি টোটকাতেই (Home Remedies) লুকিয়ে রয়েছে চুল পড়া প্রতিরোধের উপায়। চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক, সেই ৬ ঘরোয়া উপায়গুলি।

আমলকির রস (Amla Juice) : ক্যালশিয়াম এবং ট্যানিনে সমৃদ্ধ আমলকির রস চুলের জন্য ভীষণ উপকারী। চুল ভালো রাখতে আমলকির রস সরাসরি স্ক্যাল্পে লাগান। আধ ঘণ্টা মতো রাখুন। এরপর শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। সপ্তাহে দু’দিন ব্যবহার করলেই নিজের চোখে ফলাফল দেখতে পাবেন।

   

Amla, Herbs for hair fall, Monsoon hair fall

পেঁয়াজের রস (Onion Juice) : চুলের জন্য পেঁয়াজের উপকারিতার কথা কমবেশি আমরা প্রত্যেকেই শুনেছি। সালফারে সমৃদ্ধ পেঁয়াজের রস চুলের বৃদ্ধি, এবং ফল্কলে রক্ত সঞ্চালন বৃদ্ধি করতে সাহায্য করে। আধ কাপ পেঁয়াজের রস নিন। এরপর তুলোর বলের সাহায্যে সেটা সম্পূর্ণ স্ক্যাল্পে লাগান। ঘণ্টা খানেক রেখে জল দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে দু’বার এই পদ্ধতি মেনে চললে নিজেই রেজাল্ট দেখতে পাবেন।

আরও পড়ুনঃ মাত্র ৭ দিনেই চাঁদের মত উজ্জ্বলতা! বাড়িতে এই কাজ করলে দাগছোপ দূর করে হবেন পরম সুন্দরী

Onion, Onion juice for hair

নারকেল তেল (Coconut Oil) : বর্ষার দিনে চুলে এবং স্ক্যাল্পে ভালো করে নারকেল তেল লাগান। নারকেল তেলের এই মালিশ চুলের ক্ষয় আটকানোর পাশাপাশি প্রাকৃতিক উজ্জ্বলতাও ফিরিয়ে আনে। সপ্তাহে দু’দিন মালিশ করলে আস্তে আস্তে দেখবেন চুল পড়া কমে যাচ্ছে।

আরও পড়ুনঃ টাকেও গজাবে নতুন চুল, বর্ষাকালে এই ৩ ভেষজ মাখলেই পেয়ে যাবেন কোমর অবধি চুল!

coconut oil, Monsoon hair fall

ডিম এবং অলিভ অয়েলের প্যাক (Egg And Olive Oil Hair Pack) : একটি পাত্রে ডিম নিয়ে ফেটিয়ে নিন। এরপর তার সঙ্গে অলিভ অয়েল মেশান। এরপর মিশ্রণটি চুলে লাগান। শুকিয়ে যাওয়ার পর শ্যাম্পু করে চুল ধুয়ে নিন। সপ্তাহে দু’দিন ব্যবহার করলেই অনেকটা উপকার পাবেন।

Egg and Olive Oil hair pack, Monsoon hair fall

কলা এবং মধুর প্যাক (Banana And Honey Hair Pack) : চুলের যত্নে কলা এবং মধুও ভীষণ উপকারী। কলা ভালো করে চটকে নিয়ে তার সঙ্গে মধু মেশান। এরপর মিশ্রণ তৈরি করুন। তারপর সেই মিশ্রণ চুলে লাগান। শুকিয়ে গেলে চুল ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহার করলে হাতেনাতে রেজাল্ট দেখতে পাবেন।

Banana and Honey hair pack, Monsoon hair fall

মেথি এবং দইয়ের প্যাক (Methi And Curd Hair Pack) : একটি বাটিতে মেথি নিয়ে তা সারারাত জলে ভিজিয়ে রাখুন। সকালে সেই মেথি ভালো করে বেটে নিন। এরপর মেথি বাটার সঙ্গে দই মেশান। এই দুই উপকরণ ভালো করে মিশিয়ে প্যাক বানিয়ে নিন।

Methi and Curd hair pack, Monsoon hair fall

এরপর মেথি-দইয়ের এই হেয়ার প্যাক ভালো করে স্ক্যাল্প থেকে চুলে ডগা অবধি লাগিয়ে নিন। শুকিয়ে যাওয়ার পর শ্যাম্পু করুন। সপ্তাহে ১-২ দিন ব্যবহার করলে নিজের চোখেই রেজাল্ট দেখতে পাবেন।