• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দোলের ছুটিতে ঘুরতে যেতে চান? রইল বসন্তের ছবির মত সুন্দর পুরুলিয়ার কম বাজেটের ট্রাভেল প্ল্যান

Published on:

Purulia Tourism travel destination Mayur Pahar details

প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি জেলা হল পুরুলিয়া (Purulia)। লাল মাটির এই জেলায় প্রায় সারা বছরই পর্যটকরা ভিড় করেন। শীত হোক কিংবা বসন্ত, সব মরসুমেই নিজের রূপের ডালি সাজিয়ে ভ্রমণপিপাসু মানুষদের জন্য অপেক্ষা করতে থাকে পুরুলিয়া (Purulia Tourism)। এক একটা মরসুমে এক এক ভাবে সেজে ওঠে এই স্থান। সেই কারণে প্রায় গোটা বছরই এখানে পর্যটকদের আনাগোনা লেগে থাকে।

এখন যেমন আস্তে আস্তে বাংলা থেকে শীত বিদায় নিতে শুরু করেছে। দুপুর গড়ালেই কোকিলের ডাক জানান দিচ্ছে, বসন্ত আসতে বেশি দিন বাকি নেই। আর বসন্ত মানেই যে পলাশের মরসুম! এই সময়টা বহু পর্যটক পুরুলিয়া ঘুরতে যাওয়ার (Travel) প্ল্যান করেন। কারণ বছরের এই সময়টা একেবারে অনন্য দেখায় এই জেলাকে।

Purulia tourism Ajodhya Pahar

পুরুলিয়া এমন একটি জেলা যেখানে প্রচুর পর্যটন কেন্দ্র (Travel Destination) রয়েছে। অযোধ্যার পর্যটন কেন্দ্রগুলির মধ্যে অন্যতম একটি হল ময়ূর পাহাড় (Mayur Pahar)। এটি অযোধ্যা পাহাড়ের বর্ধিত একটি অংশ। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আপনার হৃদয় হরণ করে নেওয়ার জন্য যথেষ্ট। শোনা যায়, একসময় এই এলাকায় প্রচুর ময়ূরের আনাগোনা ছিল। সেখান থেকেই এই জায়গার নাম ময়ূর পাহাড় হয়ে গিয়েছে।

আরও পড়ুনঃ পাহাড়-জঙ্গলের অপরূপ মেলবন্ধন, সাথে কাঞ্চনজঙ্ঘার ভিউ! রইল উত্তরবঙ্গের সেরা অফবিট লোকেশনের হদিশ

পাথুরে পথ দিয়ে হেঁটে এই পাহাড়ে উঠতে হয়। ছোট ছোট সিঁড়ি রয়েছে, সেখান থেকেই এখানে যেতে হয়। এই পাহাড়ে ওপর একটি ওয়াচ টাওয়ার আছে। সেখান থেকে সম্পূর্ণ পাহাড় দেখা যায়। এছাড়া একটি মন্দিরও আছে। ময়ূর পাহাড়ে ঘুরতে যাওয়া বহু পর্যটক বলেছেন, ওয়াচ টাওয়ার থেকে অযোধ্যা পাহাড়ের (Ajodhya Pahar) সম্পূর্ণ ভিউ দেখতে পেয়েছেন তাঁরা।

Purulia tourism Ajodhya Pahar

পাথুরে পথে দিয়ে পাহাড়ে ওঠার সম্পূর্ণ ক্লান্তি যেন এক লহমায় দূর হয়ে যায়। ওয়াচ টাওয়ার থেকে সম্পূর্ণ পাহাড় দেখতে এতটাই ভালোলাগে। আপনিও এই দৃশ্য নিজের চোখে দেখতে চান, তাহলে পুরুলিয়া যাওয়ার প্ল্যান করতেই পারেন।

আরও পড়ুনঃ জানলা খুললেই দেখা যাবে কাঞ্চনজঙ্ঘা! রইল উত্তরবঙ্গের সেরা অফবিট পাহাড়ি গ্রামের হদিশ

Purulia tourism Ajodhya Pahar

প্রসঙ্গত, শীতকালে অযোধ্যা পাহাড়ে পর্যটকদের প্রচুর ভিড় হয়। একইরকভাবে বসন্তকালে পলাশের সৌন্দর্য উপভোগ করতেও অনেকে এখানে যান। এখনও অবশ্য পুরোপুরিভাবে পলাশের সিজন শুরু হয়নি। তবে এখন থেকেই ভ্রমণপিপাসু মানুষরা পুরুলিয়ায় ভিড় করতে শুরু করে দিয়েছেন। অযোধ্যা পাহাড়ের নানান পর্যটন কেন্দ্রের মতো ময়ূর পাহাড়েও ভিড় করছেন অনেকে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥