• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিয়েতে মেলেনি সুখ, ডিভোর্স দিয়ে হয়েছে পথের ভিখারী! বৌয়ের জন্য কাঙাল দশা এই ৫ বলি তারকার

Updated on:

Bollywood,Divorce,Most expensive divorce,Malaika Arora,Arbaaz Khan,Sussanne Khan,Hrithik Roshan,Aditya Chopra,Payal Khanna,Saif Ali Khan,Karishma Kapoor,Amrita Singh,Sunjay Kapur,Bollywood news,Entertainment,Entertainment news,Bangla khobor,বলিউড,ডিভোর্স,বিবাহবিচ্ছেদ,মালাইকা অরোরা,আরবাজ খান,সুজান খান,ঋত্বিক রোশন,আদিত্য চোপড়া,পায়েল খান্না,সইফ আলি খান,করিশ্মা কাপুর,অমৃতা সিং,সঞ্জয় কাপুর,বলিউডের খবর,বিনোদন,বিনোদনের খবর,বাংলা খবর,Most expensive divorce of Bollywood,বলিউডের সবচেয়ে দামি ডিভোর্স

Most Expensive Divorces of Bollywood : বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রিতে সম্পর্কের ভাঙা-গড়া লেগেই থাকে। ধুমধাম করে বিয়ের পরেও বিচ্ছেদের (Divorce) পথে হেঁটেছেন বহু তারকা। মায়ানগরীতে সম্পর্কের উত্থানপতন নতুন কোনও ব্যাপার নয়। তবে আপনি কি জানেন, ডিভোর্স দিতে ফাঁপরেও পড়েছেন বহু বলিউড সেলেব। স্ত্রীদের খোরপোষ (Alimony) দিতে গিয়ে রীতিমতো পথে বসার জোগাড় হয়েছে তাঁদের। চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক বলিউডের ইতিহাসের সবচেয়ে দামি ৫ ডিভোর্সের (Most Expensive Divorce) তালিকা।

সইফ আলি খান-অমৃতা সিং (Saif Ali Khan Amrita Singh)- ১৯৯১ সালে ১৩ বছরের বড় অমৃতার সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন সইফ। দুই সন্তানের জন্মের পর বিচ্ছেদের পথে হাঁটেন এই তারকাজুটি। একবার এক সাক্ষাৎকারে সইফ বলেছিলেন, খোরপোষ হিসেবে স্ত্রীকে ৫ কোটি টাকা দিতে হয়েছিল তাঁকে। সেই সঙ্গেই ছেলের ১৮ বছর না হওয়া পর্যন্ত প্রত্যেক মাসে ১ লাখ টাকা করে দিতে হতো শর্মিলা-পুত্রকে।

Amrita Singh, Most expensive divorce of Bollywood

করিশ্মা কাপুর-সঞ্জয় কাপুর (Karishma Kapoor Sunjay Kapur)- ২০১৬ সালে বিবাহবিচ্ছেদের পথে হাঁটেন বলিউড অভিনেত্রী করিশ্মা কাপুর। ডিভোর্সের পর স্বামীর একটি বাড়ি পেয়েছেন তিনি। শুধু তাই নয়, সন্তানদের নামে ১৪ কোটি টাকার বন্ডও পেয়েছেন করিশ্মা। সেখান থেকে প্রত্যেক মাসে ১০ লাখ টাকা সুদ পান বলি নায়িকা।

আরও পড়ুনঃ পুজোর আগেই সুখবর, আসছে ‘প্রিন্স অফ ক্যালকাটা’র বায়োপিক! পর্দায় সৌরভ গাঙ্গুলী হচ্ছেন এই অভিনেতা

Karishma Kapoor bridal look, Karishma Kapoor wedding, Karishma Kapoor husband

আদিত্য চোপড়া-পায়েল খান্না (Aditya Chopra Payal Khanna)- বলিউড অভিনেত্রী রানি মুখার্জিকে বিয়ের আগে পায়েল খান্নাকে বিয়ে করেছিলেন যশ রাজ ফিল্মসের কর্ণধার। তাই রানিকে বিয়ের আগে প্রথম স্ত্রীকে ডিভোর্স দিতে হয়েছিল তাঁকে। শোনা যায়, বিবাহবিচ্ছেদের সময় খোরপোষ হিসেবে পায়েলকে ৫০ কোটি টাকা দিতে হয়েছিল আদিত্যকে।

আরও পড়ুনঃ এক থাপ্পড়ে গালে তিন আঙুলের ছাপ! সানি দেওলকে কেন বেধড়ক মেরেছিলেন ধর্মেন্দ্র জানেন?

Bollywood,Divorce,Most expensive divorce,Malaika Arora,Arbaaz Khan,Sussanne Khan,Hrithik Roshan,Aditya Chopra,Payal Khanna,Saif Ali Khan,Karishma Kapoor,Amrita Singh,Sunjay Kapur,Bollywood news,Entertainment,Entertainment news,Bangla khobor,বলিউড,ডিভোর্স,বিবাহবিচ্ছেদ,মালাইকা অরোরা,আরবাজ খান,সুজান খান,ঋত্বিক রোশন,আদিত্য চোপড়া,পায়েল খান্না,সইফ আলি খান,করিশ্মা কাপুর,অমৃতা সিং,সঞ্জয় কাপুর,বলিউডের খবর,বিনোদন,বিনোদনের খবর,বাংলা খবর,Most expensive divorce of Bollywood,বলিউডের সবচেয়ে দামি ডিভোর্স

ঋত্বিক রোশন-সুজান খান (Hrithik Roshan Sussanne Khan)- বলিউড অভিনেতা ঋত্বিক রোশন এবং সুজান খানের বিবাহবিচ্ছেদের কথা শুনে অনেকেই প্রচণ্ড অবাক হয়ে গিয়েছিলেন। ১৪ বছর একসঙ্গে সংসার করার পর ডিভোর্সের সিদ্ধান্ত নেন তাঁরা। মিডিয়া রিপোর্ট থেকে জানা যায়, খোরপোষ হিসেবে ৪০০ কোটি টাকা দাবি করেছিলেন সুজান। শেষ পর্যন্ত তা এসে দাঁড়ায় ৩৮০ কোটি টাকায়।

Hrithik Roshan and Sussanne Khan, Most expensive divorce of Bollywood

মালাইকা অরোরা-আরবাজ খান (Malaika Arora Arbaaz Khan)- ১৭ বছর একসঙ্গে সংসার করার পর বিচ্ছেদের পথে হাঁটেন আরবাজ-মালাইকা।

Arbaaz Khan and Malaika Arora

মিডিয়া রিপোর্ট থেকে জানা যায়, ডিভোর্সের পর খোরপোষ হিসেবে মোটা টাকা নিয়েছিলেন মালাইকা। যদিও অঙ্কটা জানা যায়নি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥