• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বাজেটে ফিট ছুটিও সুপারহিট! নামমাত্র খরচে ঘুরে আসুন এই ৫ অপূর্ব লোকেশন থেকে, রইল ঠিকানা

Published on:

5 low budget travel destination in India

কথাতেই আছে, বাঙালির পায়ের তলায় সর্ষে। ঘুরতে (Travel) যাওয়ার জন্য বাঙালি সবসময় রেডি। তবে অনেক সময় এই পথে বাধা হয়ে দাঁড়ায় বাজেট। বিশেষত দুর্গাপুজোর পর অনেকেরই পকেটের হাল বেশ খারাপ। এই পরিস্থিতিতে বেশি টাকা খরচ করে কোথাও ঘুরতে যাওয়াটা বেশ চাপের। তাই আজকের প্রতিবেদনে সস্তায় (Low Budget) ঘোরার মতো ৫টি দুর্দান্ত ট্রাভেল লোকেশনের (Travel Destination) খোঁজ নিয়ে এসেছি আমরা। চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক সেই স্থানগুলির নাম।

ল্যান্সডাউন (Lansdowne)- ছবির মতো সুন্দর সাজানো উত্তরাখণ্ডের একটি জনপ্রিয় হিল স্টেশন হল ল্যান্সডাউন। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য ভাষায় বয়ান করা বেশ কঠিন। ল্যান্সডাউনে দেখার মতো একাধিক জায়গা রয়েছে। এখানে গেলে ভুলা তাল হ্রদ, কালাগড় বন্যপ্রাণ অভয়ারণ্য, ওয়ার মেমোরিয়াল ঘুরে দেখতে পারবেন আপনি। পাশাপাশি এখানে থাকা-খাওয়ার খরচও বেশ কম। ১০০০ টাকা খরচ করলেই এখানে ট্যুরিস্ট বাংলো এবং হোটেল পেয়ে যাবেন।

Lansdowne low budget travel destination

পার্বতী উপত্যকা (Parvati Valley)- হিমাচল প্রদেশের পার্বতী উপত্যকার কথা ভ্রমণপিপাসু মানুষদের অজানা নয়। ট্রেন অথবা বাস করে কাসোল পৌঁছে যাওয়া যায়। এরপর মন চাইলে তোশের মতো সুন্দর গ্রাম এবং ক্ষীরগঙ্গা ঘুরে দেখতে পারেন। এখানে থাকাখাওয়াও বেশ সস্তা। হাতে তিন-চারদিনের ছুটি এবং পকেটে হাজার পাঁচেক টাকা থাকলে বেরিয়ে পড়তেই পারেন পার্বতী উপত্যকার উদ্দেশে।

আরও পড়ুনঃ নেই দীঘা-পুরীর মত গাদাগাদি ভিড়! রইল কলকাতার কাছেই ৩ অপরূপ সুন্দর অফবিট সমুদ্র সৈকতের হদিশ

Parvati Valley low budget travel destination

আরও পড়ুনঃ কলকাতার কাছেই ছুটি কাটাতে চান? রইল প্রকৃতির মাঝে অফবিট লোকেশনে ৩ এলাহী রিসোর্টের হদিশ

গোয়া (Goa)- শুনতে অবাক লাগলেও ৫০০০ টাকায় গোয়া ঘুরে আসা সম্ভব। চুটিয়ে পার্টি করার জন্য গোয়ার মতো ভালো ডেস্টিনেশন ভারতে খুব কমই রয়েছে। পাশাপাশি এখানে দেখার মতো একাধিক স্থান রয়েছে। ফোর্ট আগুয়াডার বাতিঘর থেকে শুরু করে ব্যাসিলিকা ডি বম জেসুস- একাধিক স্থানে ঘুরতে পারবেন আপনি।

Goa, Best winter travel destination

ম্যাকলিওডগঞ্জ (McLeod Ganj)- হিমাচল প্রদেশের ধর্মশালার একটি ছোট্ট সাজানো শহর হল ম্যাকলিওডগঞ্জ। নিরিবিলি, মনোরম এই পকেট ফ্রেন্ডলি ট্যুরিস্ট স্পটে হোটেলের ভাড়া শুরু হয় মাত্র ৩০০ টাকা থেকে। এখানে গেলে আপনি সাইটসিয়িংয়ের পাশাপাশি ট্রেকিং এবং ক্যাম্পিংয়ের আনন্দও উপভোগ করতে পারবেন।

McLeod Ganj low budget travel destination

পণ্ডিচেরি (Pondicherry)- সিনারির মতো সাজানো পণ্ডিচেরি অরোভিল এবং অরবিন্দ আশ্রমের জন্য মূলত বিখ্যাত। পাশাপাশি একসময় এখানে ফরাসি উপনিবেশ থাকায় এখনও ‘ফ্রেঞ্চ টাচ’টা রয়ে গিয়েছে।

Pondicherry low budget travel destination

হাতে সপ্তাহ খানেকের ছুটি এবং পকেটে যদি ৫০০০ টাকা থাকে তাহলে আপনি ঘুরে আসতেই পারেন পণ্ডিচেরি থেকে। এখানে গেলে প্রমনেড বিচ এবং অরবিন্দ আশ্রম থেকে ঘুরে আসতে কিন্তু ভুলবেন না।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥