সারা বছর বাড়ি থেকে এবং অফিস থেকে বাড়ি করার পর যে কোনও মানুষই প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়ে। আর এই ক্লান্তি ঝেড়ে ফেলার সবচেয়ে ভালো উপায় হল ভ্রমণ (Travel)। আর একথা অস্বীকার করার কোনও উপায় নেই, ঘুরতে যাওয়ার জন্য শীতকালের (Winter) চেয়ে ভালো মরসুম খুব কমই রয়েছে। আজকের প্রতিবেদনে তাই কলকাতার (Kolkata) কাছাকাছি ৩টি অফবিট লোকেশনের (Offbeat Location) খোঁজ নিয়ে এসেছি আমরা। কাজের ফাঁকে দু’দিনের ছুটিতে টুক করে ঘুরে আসতে পারবেন সেখান থেকে।
মনচাষা (Monchasha Rural Tourism) : শহরের কোলাহল থেকে দূরে কয়েকটা দিন প্রকৃতির কোলে কাটাতে কে না চায়! চোখ খুললেই সবুজ দেখলে যেমন মন শান্ত হয়, তেমনই দূর হয়ে যায় সকল ক্লান্তি। কংক্রিটের জঙ্গল থেকে দূরে এমনই একটি জায়গা হল মনচাষা। শহর কলকাতা থেকে ঘণ্টা তিনেকের দূরত্বে অবস্থিত এই অফবিট লোকেশন।
আপনি যদি গ্রাম্য পরিবেশের অনুভূতি লাভ করতে চান তাহলে আপনার উইকেন্ড ডেস্টিনেশন হতেই পারেন মনচাষা। এখানে যাওয়ার জন্য আপনাকে কলকাতা থেকে দীঘাগামী বাসে উঠে পড়তে হবে। এরপর কালীনগর বাস স্টপে নেমে সেখান থেকে ট্রেকারে করে পৌঁছে যেতে হবে মনচাষায়। থাকা-খাওয়া মিলিয়ে এখানে দৈনিক মাথাপিছু খরচ হবে প্রায় ২২০০-২৫০০ টাকা।
বনলতা রিসর্ট (Banalata Resort) : জঙ্গল এবং নির্জনতা যদি আপনাকে আকৃষ্ট করে তাহলে আপনার ঠিকানা হতেই পারে বনলতা রিসর্ট। কলকাতা থেকে প্রায় ৪-৫ ঘণ্টা দূরত্বে অবস্থিত এই স্থানে গেলে আপনি যেমন জঙ্গল সাফারি করতে পারবেন, তেমনই ইচ্ছা হলে মন্দির দর্শনও করতে পারবেন। বাঁকুড়ার জয়পুর জঙ্গলের ঠিক পাশে অবস্থিত এই রিসর্টে থাকতে দৈনিক মাথাপিছু ২০০০-২২০০ টাকা মতো খরচ হবে।
বনবীথি ইকো রিসর্ট (Banabithi Eco Resort) : সপ্তাহান্তের ছুটিটা যদি আপনি কলকাতার কাছাকাছি কোনও জায়গায় কাটাতে চান তাহলে চলে যেতে পারেন বনবীথি ইকো রিসর্টে। দক্ষিণ ২৪ পরগণার বারুইপুর থানার অন্তর্গত চাম্পাহাটির ঘটকপুকুর রোডে অবস্থিত এই রিসর্টটি।
এখানে যেতে হলে আপনাকে ঘটকপুকুর বাজারে পৌঁছে আপনাকে টোটো অথবা ভ্যান নিতে হবে। ১০-১৫ মিনিটের মধ্যেই পৌঁছে যাবেন নিজের গন্তব্যে। বনবীথি ইকো রিসর্টে থাকা-খাওয়া মিলিয়ে রোজ মাথাপিছু ২৫০০-৩০০০ টাকা মতো খরচ হবে।