• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নেই দীঘা-পুরীর মত গাদাগাদি ভিড়! রইল কলকাতার কাছেই ৩ অপরূপ সুন্দর অফবিট সমুদ্র সৈকতের হদিশ

Updated on:

3 Offbeat Sea Beaches near Kolkata which are more beautiful than digha puri

সারা বছর বাড়ি থেকে অফিস আর অফিস থেকে বাড়ি করে প্রত্যেক মানুষের জীবনেই একটা একঘেয়েমি চলে আসে। সেই একঘেয়েমি দূর করার সবচেয়ে ভালো উপায় হল ভ্রমণ (Travel)। তবে এখনকার সদাব্যস্ত জীবনে এক সপ্তাহের ছুটি সহজে পাওয়া যায় না। তাই দু’দিনের ছুটিতে ঘুরে আসার মতো জায়গার খোঁজ করেন বেশিরভাগ মানুষ। সপ্তাহান্তে ঘোরার মতো এমনই একটি স্থানের হদিশ আজ নিয়ে এসেছি আমরা।

নভেম্বরের এই হালকা শীতে বহু মানুষ বাক্সপ্যাটরা গুছিয়ে ঘুরতে বেরিয়ে পড়ছেন। কেউ যাচ্ছেন পাহাড়, কারোর আবার ডেস্টিনেশন (Travel Destination) সমুদ্রসৈকত। আপনিও যদি সি-বিচে (Sea Beach) যাওয়ার পরিকল্পনা করে থাকেন তাহলে একদম সঠিক প্রতিবেদন পড়ছেন। আজ আমরা যে সি-বিচের খোঁজ নিয়ে এসেছি তার নাম হল দাগারা সৈকত (Dagara Sea Beach)

Travel Dagara sea beach in Odisha

ঝাউয়ের জঙ্গল, সোনালি সৈকত আর লাল কাঁকড়ার দল- মোটামুটি এই নিয়েই ওড়িশার (Odisha) এই বিচ। দূর থেকে যদি দেখেন তাহলে মনে হবে বালির ওপর যেন লাল গালিচা বিছানো আছে। একটু কাছে যেতেই বুঝতে পারবেন সেগুলি আসলে লাল কাঁকড়া। নিরিবিলি-নির্জন এই সমুদ্র সৈকতে বসে থাকতে থাকতেই কীভাবে সময় কেটে যাবে বুঝতে পারবেন না আপনি।

আরও পড়ুনঃ বাই বাই দার্জিলিং! হালকা শীতে ঘুরে আসুন এই অফবিট পাহাড়ি গ্রাম থেকে, চাঙ্গা হয়ে যাবে মনপ্রাণ

Travel Dagara sea beach in Odisha

আরও পড়ুনঃ কলকাতার কাছেই ছুটি কাটাতে চান? রইল প্রকৃতির মাঝে অফবিট লোকেশনে ৩ এলাহী রিসোর্টের হদিশ

কীভাবে যাবেন : দাগারা সৈকতে যেতে হলে আপনাকে হাওড়া থেকে ট্রেনে করে জলেশ্বর কিংবা বাস্তা যেতে হবে। সেখান থেকে অটো কিংবা গাড়ি ভাড়া করে পৌঁছে যেতে হবে গন্তব্যে। যে হোটেলে থাকবেন, সেখানে যদি আগে থেকে বলে রাখেন তাহলে তারা আপনার জন্য স্টেশনে গাড়ি পাঠিয়ে দেবে। সেক্ষেত্রে আপনার আরও সুবিধা হবে।

Travel Dagara sea beach in Odisha

কোথায় থাকবেন : কীভাবে যাবেন, কী কী দেখবেন সব কিছু তো নাহয় জানা গেল। এবার তাহলে কোথায় থাকবেন সেটাও জেনে নেওয়া যাক। ওড়িশার এই সমুদ্রসৈকতের কাছে নানান বাজেটের একাধিক হোটেল রয়েছে। নিজের পছন্দ অনুযায়ী একটি বেছে নিয়ে সেখানেই থাকতে পারবেন আপনি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥