বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রিতে এমন অনেক তারকাসন্তান (Star Kid) রয়েছে যারা বাবার দেখানো পথে হেঁটে অভিনয় দুনিয়ায় পা রেখেছেন। অনিল কাপুর (Anil Kapoor), মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) ছেলেরা ইতিমধ্যেই ডেবিউ করে ফেলেছে। শীঘ্রই কেরিয়ার শুরু করতে চলেছে শাহরুখ খান (Shah Rukh Khan), সইফ আলি খানের (Saif Ali Khan) ছেলেরা। তবে এই তারকাসন্তানদের এক ঝলক দেখলে তাক লেগে যাবে। কারণ তাঁদের হুবহু নিজের বাবার মতো দেখতে। বাবা-ছেলের মধ্যে এতটা মুখের মিল সচরাচর চোখে পড়ে না। চলুন দেখে নেওয়া যাক এমনই ৫ স্টারকিডের নাম।
ইব্রাহিম আলি খান (Ibrahim Ali Khan)- সইফ আলি খান এবং অমৃতা সিংয়ের ছেলে ইব্রাহিম শীঘ্রই বলিউডে ডেবিউ করতে চলেছে। সইফ-পুত্রকে এক ঝলক দেখলে মনে হবে যেন যুবক সইফকে দেখছেন। একেবারে বাবার জেরক্স কপি তিনি।
আরিয়ান খান (Aryan Khan)- বাবার দেখানো পথে হেঁটে বলিউডে আসছেন শাহরুখের বড় ছেলে আরিয়ান। তবে অভিনেতা নয়, পরিচালক হিসেবে ডেবিউ করতে চলেছেন তিনি। সেই আরিয়ানের বর্তমান চেহারার সঙ্গে শাহরুখের যুবা অবস্থার প্রচুর মিল পাওয়া যায়।
আরও পড়ুনঃ বিশ্বের দরবারে আবারও ভারতের জয়জয়কার! রইল ‘মিস ডিভা ইউনিভার্স ২০২৩’র সুন্দরীর পরিচয়
নমশি চক্রবর্তী (Namashi Chakraborty)- বঙ্গ তনয় মিঠুন চক্রবর্তীর ছেলে সদ্য বলিউডে পা রেখেছেন। ছেলের প্রথম ছবির প্রচারের জন্য ময়দানে নেমেছিলেন ‘মহাগুরু’ও। সেই সময় মিঠুনের ছোট ছেলে নমশিকে দেখে অবাক হয়ে গিয়েছিল নেটপাড়া। চোখ থেকে শুরু করে নাক- নমশির সবকিছুই বাবার মতো। তিন ছেলের মধ্যে নমশির সঙ্গেই মিঠুনের মুখের সবচেয়ে বেশি মিল পাওয়া যায়।
আরও পড়ুনঃ টলিউডের প্রথম কমেডি কিং! শেষ বয়সে ভানু বন্দ্যোপাধ্যায়ের পরিণতি চোখে জল আনার মত
হর্ষবর্ধন কাপুর (Harshvardhan Kapoor)- ‘ফরেভার ইয়ং’ অনিল কাপুরের ছেলের নামও রয়েছে এই তালিকায়। বাবার দেখানো পথ অনুসরণ করে ইতিমধ্যেই হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ করে ফেলেছেন হর্ষবর্ধন। অনেকেই বলেন, বাবা অনিল কাপুরের অল্প বয়সের সঙ্গে হর্ষবর্ধনের মুখের ভালো মিল আছে।
করণ দেওল (Karan Deol)- সদ্য সাত পাকে বাঁধা পড়েছে সানি দেওলের বড় ছেলে করণ দেওল। রাজকীয় সেই বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছিল।
সেই সময় করণকে দেখে অনেকেই বলেছিলেন, যুবক সানির সঙ্গে তাঁর মুখের প্রচুর মিল আছে। অল্প বয়সে সানি দেওলকে যেমন দেখতে ছিল, করণকে এখন তেমনটাই দেখতে লাগে বলে মত অনেকের।