• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিশ্বের দরবারে আবারও ভারতের জয়জয়কার! রইল ‘মিস ডিভা ইউনিভার্স ২০২৩’র সুন্দরীর পরিচয়

Published on:

Miss Diva Universe,Miss Diva Universe 2023,Shweta Sharda,Real identity,Model,Entertainment,Entertainment news,Beauty pageant,Bangla Khobor,মিস ডিভা ইউনিভার্স,মিস ডিভা ইউনিভার্স ২০২৩,শ্বেতা সারদা,মডেল,বিনোদন,বিউটি পেজেন্ট,বিনোদনের খবর,বাংলা খবর,Miss Diva Universe Shweta Sharda,মিস ডিভা ইউনিভার্স শ্বেতা সারদা

Miss Diva Universe 2023 Sweta Sharda : সম্প্রতি ‘মিস ডিভা ইউনিভার্স’র (Miss Diva Universe) খেতাব জিতেছেন জনপ্রিয় মডেল শ্বেতা সারদা (Shweta Sharda)। রবিবার মুম্বইয়ে বসেছিল এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আসর। সেখানে সবাইকে টেক্কা দিয়ে বিজয়ীর মুকুট ওঠে শ্বেতার মাথায়। সুন্দরী এই মডেলকে দেখে অনেকেই প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। পাশাপাশি তাঁর আসল পরিচয় (Real Identity) জানার জন্যেও উতলা হয়ে রয়েছেন অনেকেই। আজকের প্রতিবেদনে সেই তথ্যই তুলে ধরা হল।

গতকালের অনুষ্ঠানে বিজয়ী হিসেবে শ্বেতার নাম ঘোষিত হওয়া মাত্রই কেঁদে ফেলেন তিনি। চণ্ডীগড়ের এই কন্যা মাত্র ১৬ বছর বয়সে মুম্বইয়ে এসেছিলেন। অনেক সংগ্রাম করে আজ এই জায়গায় পৌঁছেছেন তিনি। কেরিয়ারের শুরুতে উদয়াস্ত পরিশ্রম করতে হতো শ্বেতাকে। সেই লড়াইয়ের সৌজন্যেই আজ এই জায়গায় এই পৌঁছেছেন তিনি।

Shweta Sharda, Miss Diva Universe, Shweta Sharda Miss Diva Universe

জানা গিয়েছে, ২২ বছর বয়সী এই মডেলকে তাঁর মা একা হাতে বড় করেছেন। গতকাল ‘মিস ডিভা ইউনিভার্স’র মঞ্চে যখন শ্বেতাকে জিজ্ঞেস করা হয় তারর জীবনের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি কে? জবাবে তিনি নিজের মায়ের নামই নিয়েছিলেন।

আরও পড়ুনঃ একেবারে ফিল্মি স্টাইলে প্রেম নিবেদন! গ্র্যান্ড এনগেজমেন্ট সারলেন আরমান মালিক, পাত্রী কে জানেন?

Shweta Sharda, Miss Diva Universe, Shweta Sharda Miss Diva Universe

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, সিবিএসই বোর্ড থেকে নিজের স্কুলের পড়াশোনা করেছেন শ্বেতা। এই মুহূর্তে ইন্দিরা গান্ধী ন্যাশানাল ওপেন ইউনিভার্সিটি থেকে উচ্চ স্তরের পড়াশোনা করছেন তিনি। ‘মিস ডিভা ইউনিভার্স’এ অংশগ্রহণ করার আগে বেশ কিছু রিয়্যালিটি শোয়ে অংশগ্রহণ করেছিলেন শ্বেতা। অনেকেই জানেন না, ‘ডান্স ইন্ডিয়া ডান্স’, ‘ডান্স দিওয়ানে’, ‘ডান্স+’এর অংশ ছিলেন এই জনপ্রিয় মডেল। এমনকি ‘ঝলক দিখলা জা’য় কোরিওগ্রাফার হিসেবে দেখা গিয়েছিল তাঁকে।

আরও পড়ুনঃ মহাদেবের অপমান! জুতো পরে মহাকাল মন্দিরে রাঘব-পরিণীতি, ছবি ভাইরাল হতেই তোলপাড় নেটপাড়া

Shweta Sharda, Miss Diva Universe, Shweta Sharda Miss Diva Universe

‘মিদ ডিভা ইউনিভার্স’র বিজেতা শ্বেতা নিজের কেরিয়ারে সলমন খান, মাধুরী দীক্ষিত থেকে শুরু করে দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফ সহ একাধিক জনপ্রিয় বলিউড তারকাকে কোরিওগ্রাফ করেছেন। এবার তাঁকেই আগামী নভেম্বর মাসে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করতে দেখা যাবে। প্রত্যেক ভারতবাসী আশা করবে সেই প্রতিযোগিতাতেও বিজয়ীর শিরোপা জিতে দেশকে গর্বিত করবেন শ্বেতা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥