• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

১০০০ কোটির হ্যাট্রিক গড়তে তৈরী, জন্মদিনে প্রকাশ্যে শাহরুখ খানের ‘ডানকি’র টিজার, উপচে পড়ল ভিউ

Updated on:

Shah Rukh Khan starrer Dunki teaser is out on his birthday

বৃহস্পতিবার ৫৮ বছরে পা দিলেন শাহরুখ খান (Shah Rukh Khan)। বুধবার থেকেই ‘মন্নত’র সামনে ভিড় করতে শুরু করেছিলেন ‘বাদশা’ ভক্তরা। মধ্যরাতে ব্যালকনিতে এসে অনুরাগীদের দেখা দিয়ে যান অভিনেতা। সেই সঙ্গেই জন্মদিনের সকালে ‘ডানকি’র (Dunki) টিজার রিলিজের আভাসও দিয়ে যান ‘বার্থডে বয়’। আজ ঘড়ির কাঁটা ১১টা ছুঁতেই প্রকাশ্যে চলে আসে শাহরুখের আগামী ছবির প্রথম ঝলক।

আগেই শোনা গিয়েছিল, উদ্বাস্তু সমস্যার চিত্র ফুটে উঠবে রাজকুমার হিরানি (Rajkumar Hirani) পরিচালিত এই ছবিতে। টিজারেও (Teaser) দেখা গেল সেই ঝলক। ওপেনিং দৃশ্যে দেখা যায়, মরুভূমির মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে ৬ জন ব্যক্তি। সেই গ্রুপে সবার আগে রয়েছেন শাহরুখ। দলে আছেন দু’জন মহিলাও। এরপর আচমকাই তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে একজন শ্যুটার।

Shah Rukh Khan Dunki teaser

এরপর স্ক্রিনে ফুটে ওঠে ফ্ল্যাশব্যাক দৃশ্য। সেখানে দেখা যাচ্ছে, পাঞ্জাবের এক পরিবার তাদের ছেলেকে বলছে সে যদি ইংল্যান্ড যাওয়ার কথা আর একবার ভাবে তাহলে মারা যাবে তার ঠাকুমা। কিছুটা সংকোচ করেই ঠাকুমার মাথায় হাত দিয়ে ইংল্যান্ড যাওয়ার কথা আর না ভাবার শপথ নেয় সেই ছেলেটি। এরপর দেখা যায়, মারা গিয়েছে তার ঠাকুমা।

আরও পড়ুনঃ ১২ সন্তানের মা হবেন! রিয়্যালিটি শোয়ের মঞ্চে ভবিষ্যৎবাণী শুনে চোখ কপালে শুভশ্রীসহ নেটিজেনদের

Shah Rukh Khan Taapsee Pannu Vicky Kaushal Dunki Teaser

আরও পড়ুনঃ দীপাবলির আগেই ধামাকা! সেরার দৌড়ে জ্যাস-ফুলকি, প্রথম পাঁচেও নেই দীপা, রইল ওলটপালট TRP তালিকা

তারপরেই এন্ট্রি হয় শাহরুখের। ‘পাঠান’, ‘জওয়ান’র অ্যাকশনের পর ‘ডানকি’তে এক মস্তিখোরের চরিত্রে ধরা দিলেন ‘বাদশা’। ছবিতে তাঁর চরিত্রের নাম ‘হার্ডি’। চার বন্ধু মানু (তাপসী পান্নু), সুখী (ভিকি কৌশল), বাল্লি (অনিল গ্রোভার) এবং বগ্গাই (বিক্রম কোচার) তার পরিবার। আর হার্ডির এই চারজন বন্ধুই পাঞ্জাব ছেড়ে লন্ডন যাওয়ার স্বপ্ন দেখে। আর এই স্বপ্নই বদলে দেয় তাদের জীবন।

‘ডানকি’র প্রথম ঝলকেই বোঝা গিয়েছে, কমেডি এবং ড্রামার মিশেল হতে চলেছে এই ছবি। শাহরুখের এই সিনেমা দেখে যেমন হাসি পাবে, তেমনই চোখে আসবে জল। নিজেদের সিদ্ধান্তে দেশ ছাড়ার পর হার্ডিরা কীভাবে সংগ্রাম করে ফের ভারতে ফিরে আসবে, বা আদৌ ফিরে আসতে পারবে কিনা সেই কাহিনীই ফুটিয়ে তোলা হবে এই ছবিতে। বড়দিনের আবহে আগামী ২২ ডিসেম্বর প্রেক্ষাগৃহে রিলিজ করবে ‘ডানকি’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥