• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

হাজার বিতর্কের পরেও বলবো তুমি শুধু….! কাঞ্চনের উদ্দেশ্যে খোলা চিঠি শ্রীময়ীর

Published on:

Sreemoyee Chattoraj's open letter for Kanchan Mullick

বাংলা সিনেমা (Tollywood) জগতের জনপ্রিয় একজন কৌতুক অভিনেতা হলেন কাঞ্চন মল্লিক (Kanchan Mullick)। বিগত দুবছরেরও বেশি সময় ধরে টেলি অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের (Sreemoyee Chattoraj) সাথে বিবাহিত সম্পর্কের কারণে শিরোনামে রয়েছেন এই অভিনেতা। আজ পর্যন্ত এই সম্পর্কের কথা মুখে স্বীকার না করলেও দুজনেরই জীবনের বিশেষ মুহূর্ততে ক্যামেরাবন্দি হতে দেখা যায় টলিপাড়ার এই চর্চিত জুটিকে।

তা সে কোন বিশেষ পার্টি হোক কিংবা জন্মদিনের অনুষ্ঠান সবেতেই পাশাপাশি ফ্রেমবন্দি হতে দেখা যায় কাঞ্চন শ্রীময়ীকে।  একসাথে টিভির পর্দাতেও দেখা মিলেছে তাঁদের। দশ বছর আগে কাঞ্চনের সাথে প্রথমবার স্ক্রীন শেয়ার করার অভিজ্ঞতা হয়েছিল শ্ৰীময়ীর। দশ বছর পর সেই ইতিহাসেরই পুনরাব ভর্তি ঘটতে চলেছে। শ্রীময়ী বর্তমানে অভিনয় করছেন স্টার জলসার জনপ্রিয় বাংলা সিরিয়াল (Bengali Serial) ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’-এ (Komola O Sreeman Prithwiraj)।

টলিউড,Tollywood,কাঞ্চন মল্লিক,Kanchan Mullick,শ্রীময়ী চট্টরাজ,Sreemoyee Chattoraj,বাংলা সিরিয়াল,Bengali Serial,কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ,Komola O Sreeman Prithwiraj

বর্তমানে এই ধারাবাহিকে সুধাময়ীর চরিত্রে অভিনয় করছেন শ্ৰীময়ী। জানা যাচ্ছে খুব তাড়াতাড়ি এই ধারাবাহিকে একটি ক্যামিও চরিত্রে অভিনয় করতে চলেছেন কাঞ্চন মল্লিক। ধারাবাহিকে তাঁদের চরিত্রটির নাম হরিদাস। এই চরিত্রের জন্য সাধুর বেশে সাধ ধুতি পাঞ্জাবি পরেছেন কাঞ্চন। সাথে মুখ ভর্তি কাপ দাড়ি। আর মাথায় কাটা লালা হলুদ তিলক।

কাঞ্চন মল্লিকের উদ্দেশ্যে শ্রীময়ী চট্টরাজের খোলা চিঠি

বহুদিন পর প্রিয় মানুষের সাথে একসাথে স্ক্রিন শেয়ার করে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন শ্রীময়ী। তাই এই বিশেষ মুহূর্তটাকে ক্যামেরাবন্দি করে সোশ্যাল মিডিয়ায় কাঞ্চন মল্লিকের উদ্দেশ্যে এক খোলা চিঠিতে শ্রীময়ী লিখেছেন ‘২০১৩সালে প্রথম তোমার সাথে স্ক্রিন শেয়ার,আবারও ১০বছর পর কমলা ও শ্রীমান পৃথ্বীরাজের হাত ধরে স্ক্রিন শেয়ার করার সুযোগ পেলাম।’

টলিউড,Tollywood,কাঞ্চন মল্লিক,Kanchan Mullick,শ্রীময়ী চট্টরাজ,Sreemoyee Chattoraj,বাংলা সিরিয়াল,Bengali Serial,কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ,Komola O Sreeman Prithwiraj

এরপরেই অভিনেতাকে প্রশংসায় ভরিয়ে দিয়ে শ্রীময়ী লিখেছেন ‘তোমার মতো অভিনেতার কাছ থেকে অনেক কিছু শিখেছি,অনেক কিছু অর্জন করেছি,জীবনে অনেক শেখা বাকি আছে,,হাজার বিতর্কের পরেও বলব তুমি শুধু একজন ভালো অভিনেতাই নয়, একজন ভালো মনের মানুষ।’ প্রসঙ্গত শ্রীময়ী বর্তমানে কমলা আর মানিকের চরম শত্রু পিসিমার অভিনয় করে জনপ্রিয়তা পেলেও তাঁকে সবচেয়ে বেশি জনপ্রিয়তা দিয়েছিল জি বাংলার ‘কৃষ্ণকলি’ সিরিয়ালের রাধারাণীর চরিত্রটি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥