• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বাই বাই দার্জিলিং! হালকা শীতে ঘুরে আসুন এই অফবিট পাহাড়ি গ্রাম থেকে, চাঙ্গা হয়ে যাবে মনপ্রাণ

Published on:

Travel,Travel news,Travel destination,Majhidhura,Darjeeling,Offbeat location,Offbeat travel destination,North Bengal,ভ্রমণ,ভ্রমণ সংবাদ,ট্রাভেল ডেস্টিনেশন,মাঝিধুরা,দার্জিলিং,অফবিট লোকেশন,অফবিট ট্রাভেল ডেস্টিনেশন,উত্তরবঙ্গ,Bangla khobor,বাংলা খবর

জমিয়ে পেটপুজো আর ঘোরার (Travel) প্রতি বাঙালির অমোঘ আকর্ষণের কথা কারোর অজানা নয়। ঘুরতে ভালোবাসেন না এমন মানুষ খুঁজে পাওয়া সত্যিই কঠিন। এই যেমন নভেম্বরের এই হালকা শীতে বহু মানুষ ট্রিপে বেরিয়ে পড়েছেন। আপনিও যদি এই মনোরম আবহাওয়ায় ঘুরতে যাওয়ার পরিকল্পনায় থাকেন তাহলে একদম সঠিক প্রতিবেদন পড়ছেন।

আজকের প্রতিবেদনে আপনার জন্য একটি অফবিট পাহাড়ি গ্রামের (Offbeat Location) খোঁজ নিয়ে এসেছি আমরা। সুন্দরী উত্তরবঙ্গে (North Bengal) এমন বহু জায়গা আছে যেগুলি হয়তো পর্যটকদের মধ্যে তেমন জনপ্রিয় নয়। এমনই একটি মনোরম পাহাড়ি গ্রাম হল মাঝিধুরা (Majhidhura) দার্জিলিং (Darjeeling) থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে সুখিয়েপোখরি থেকে একটা গাড়ি করেই পৌঁছে যাওয়া যায় এখানে।

Majhidhura offbeat travel destination

পাহাড়ি গ্রামে কথা শুনলে আমাদের চোখের সামনে যে ছবি ভেসে ওঠে, মাঝিধুরা ঠিক তেমনই দেখতে। যতদূর চোখ যায় স্রেফ বাগান আর বাগান। পাহাড়ি পরিবেশে কয়েকটা দিন গ্রামের সাদামাটা জীবন উপভোগ করতে চাইলে আপনি চলে যেতেই পারেন মাঝিধুরায়।

আরও পড়ুনঃ বরফে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্য, রইল শীতে ঘুরতে যাওয়ার জন্য ৪ সেরা টুরিস্ট ডেস্টিনেশনের হদিশ

এই গ্রামেই শাকসবজির চাষ হয়। কোনও প্রকার রাসায়নিক ব্যবহার করা হয় না। দেখলে মনে হবে, পুরো গ্রামেই যেন সবুজ গালিচা বিছিয়ে রাখা হয়েছে। সেই সঙ্গেই মন কাড়বে মেঘেদের লুকোচুরি খেলা। তবে আকাশ যদি খুব পরিষ্কার থাকে, তাহলে দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘার ঝলক।

আরও পড়ুনঃ কলকাতার কাছেই ছুটি কাটাতে চান? রইল প্রকৃতির মাঝে অফবিট লোকেশনে ৩ এলাহী রিসোর্টের হদিশ

Majhidhura offbeat travel destination

কী কী দেখবেন?

মাঝিধুরায় দেখার মতো একাধিক ভিউ পয়েন্ট রয়েছে। পাশাপাশি রয়েছে মনেস্ট্রি। পায়ে হেঁটেই সেগুলি ঘুরে দেখতে পারবেন আপনি। গাইনের জঙ্গলের মাঝে এই মনেস্ট্রিতে একবার গেলে তৃপ্ত হয়ে যাবে আপনার মন। আবার যদি কোনও ভিউ পয়েন্টে যান তাহলে মনে হবে মেঘের দেশে ভাসছে মাঝিধুরা গ্রাম।

Majhidhura offbeat travel destination

কোথায় থাকবেন?

কীভাবে যাবেন, কী কী দেখবেন সেসব তো নাহয় জানা গেল। এবার প্রশ্ন হল, কোথায় থাকবেন? ছবির মতো সুন্দর এই গ্রামে হোমস্টে রয়েছে। সেখানেই থাকতে পারবেন আপনি। মাঝিধুরায় একদিন থাকতে মাথাপিছু ১২০০-১৫০০ টাকা মতো খরচ হবে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥