• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ফ্যামিলি ট্রিপ থেকে হানিমুন, রইল স্বপ্নের মত সুন্দর উত্তরবঙ্গের তিনটি অফবিট ঘোরার জায়গার হদিশ

টিপটিপ বৃষ্টিতে পাহাড়ের (Mountain) সৌন্দর্য যেন আরও কয়েকগুণ বেড়ে যায়। এমন অনেক মানুষ আছেন যারা বর্ষাকালে পাহাড়ে ঘুরতে যেতে ভীষণ পছন্দ করেন। হাতে দু-চারদিনের ছুটি পেলেই তাই অনেকে উত্তরবঙ্গের (North Bengal) উদ্দেশে বেরিয়ে পড়েন। তবে প্রত্যেকবারের মতো চেনা দার্জিলিং কিংবা কালিম্পং নয়, এবার চলে যেতে পারেন বেশ কিছু অফবিট জায়গায়।

প্রায় প্রত্যেক ভ্রমণপিপাসু মানুষই নিজের জীবনে একবার না একবার ডুয়ার্স (Dooars) যেতে চান। অপূর্ব সুন্দর এই জায়গার প্রাকৃতিক সৌন্দর্য থেকে চোখ ফেরানো ভীষণ মুশকিল। আজকের প্রতিবেদনে এই ডুয়ার্সেরই তিনটি মনোরম অফবিট জায়গার হদিশ তুলে ধরা হল। সেখানে একবার গেলে মুগ্ধ হয়ে যাবেন আপনি।

   

Dooars, North Bengal offbeat travel destination

চিলাপাতা (Chilapata)- ডুয়ার্সের দর্শনীয় স্থানগুলির মধ্যে একটি হল চিলাপাতা। জলদাপাড়া অভয়ারণ্য এবং বক্স ব্র্যাঘ্র প্রকল্পের মাঝে অবস্থিত এই জায়গাটি। আপনি যদি নিরিবিলিতে তোর্সা এবং বানিয়া নদীর সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে চলে যেতে পারেন চিলাপাতায়। পাশাপাশি এখানে গেলে সাফারিও করতে পারবেন আপনি। ভাগ্য ভালো থাকলে দেখা পেয়ে যাবে হাতি কিংবা একশৃঙ্গ গণ্ডারের।

আরও পড়ুনঃ মাত্র ৭০ টাকায় যাওয়া যায়! রইল কলকাতার কাছেই অপরূপ সুন্দর ‘মিনি আন্দামান’র হদিশ

Chilapata, Dooars offbeat travel destination

আরও পড়ুনঃ ভুলে যাবেন দীঘা-পুরী! রইল কলকাতার কাছেই দুর্দান্ত সুন্দর ৫টি উইকেন্ড ডেস্টিনেশনের হদিশ

প্যারেন (Paren)- ডুয়ার্সের আরও একটি অত্যন্ত সুন্দর জায়গা হল প্যারেন। একটি একটি ছোট্ট গ্রাম। ভারত এবং ভুটান সীমান্ত লাগোয়া এই গ্রামে গেলে আপনি ভুটানের মনোরম সৌন্দর্য দেখতে পাবেন। এছাড়া আপনার যদি ডুয়ার্সের স্থানীয় সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার ইচ্ছা থাকে তাহলেও প্যারেন চলে যেতে পারেন।

Paren, Dooars offbeat travel destination

বক্সা ফোর্ট (Buxa Fort)- বক্সা পাহাড়ের সবচেয়ে উপরে অবস্থিত লেপচাখা থেকে ডুয়ার্সকে দেখতে সবচেয়ে সুন্দর লাগে। সেই অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য ভাষায় বয়ান করা সত্যিই ভীষণ কঠিন। এই লেপচাখা হল ডুয়ার্সের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্রগুলির মধ্যে একটি।

Buxa fort, Dooars offbeat travel destination

আলিপুরদুয়ার থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে অবস্থিত লেপচাখা। তবে আপনি যদি অ্যাডভেঞ্চারপ্রেমী মানুষ হন তাহলে সান্তলাবাড়ি থেকে বক্সা অবধি ট্রেক করেও আসতে পারেন। সেক্ষেত্রে আপনি তোর্সার অপরূপ সৌন্দর্য দেখতে পারবেন।