• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শ্বাশুড়ীরা জব্দ শ্বাশুড়ীদের কাছেই! রইল বাংলা সিরিয়ালের মিষ্টি ঠাম্মিদের তালিকা

Updated on:

3 most Sweet grandmother in Bengali serial

পারিবারিক অশান্তি আর শ্বাশুড়ি (Mother In Law) বৌমার (Daughter In Law) কুটকচালি বহুদিন ধরে এটাই বাংলা সিরিয়ালের (Bengali Serial) অন্যতম মূল ইউএসপি। কারণ বেশিরভাগ দর্শক এই ধরনের বিষয়বস্তুই দেখতে পছন্দ করেন। তাই দর্শকদের চাহিদাকে গুরুত্ব দিয়ে প্রত্যেক বাড়ির পারিবারিক অশান্তির মতো চিরাচরিত বিষয়গুলিকেই একেবারে বাস্তবের মোড়কে তুলে ধরা হচ্ছে এখনকার বাংলা সিরিয়াল গুলিতে।

কিন্তু টেলিভিশনের পর্দায়  সম্প্রচারিত এমন বেশ কিছু সিরিয়াল দেখা যাচ্ছে যেখানে দেখা যাচ্ছে যারা পর্দায় দজ্জাল শাশুড়ির চরিত্রে অভিনয় করছেন সিরিয়ালে তাদের শ্বাশুড়িরা কিন্তু আদ্যোপান্ত ভালো মনের মানুষ। অর্থাৎ তথাকথিত ভালো শ্বাশুড়ি বলেই পরিচিত তাঁরা। তাই এই সমস্ত দজ্জাল শ্বাশুড়িরা  যখন তাদের ছেলে বউদের ওপর  অত্যাচার করে তখন বাড়ির নাত বউদের তাদের সামনে ঢাল হয়ে দাঁড়ায় বাড়ির এইসব মিষ্টি ঠাম্মিরাই (Grand Mother)। আজ বংট্রেন্ডের  পাতায় থাকছে বাংলা সিরিয়ালের এমনই তিন মিষ্টি ঠাম্মীর তালিকা।

বাংলা সিরিয়াল,Bengali Serial,গসিপ,Gossip,শ্বাশুড়ি,Mother In Law,বৌমা,ঠাকুমা,Grand Mother,নীম ফুলের মধু,Neem Phooler Madhu,মন দিতে চাই,Mon Dite Chai,ইচ্ছেপুতুল,Ichcheputul,Daughter In Law

নীম ফুলের মধু (Neem Phooler Madhu): এই তালিকায় প্রথমেই রয়েছেন ‘নীম ফুলের মধু’ সিরিয়ালের দত্ত বাড়ির কর্ত্রী অর্থাৎ হেমনলিনী দেবী। বাবুর মা অর্থাৎ কৃষ্ণা যখন তার ছেলে সৃজনের বউ পর্ণাকে অপমান করে এমনকি গায়ে হাত পর্যন্ত তোলে তখন নয়নের মণি দিদিভাইয়ের সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে কৃষ্ণার মুখে জামা ঘষে দেয় ঠাম্মি। সিরিয়ালে তিনি একসময় একা হাতে সামলে ছিলেন গোটা দত্ত বাড়ি। কপাল করে এমন একজন শাশুড়ি পেলেও সারাক্ষণ নিজের ছেলের  বউয়ের সাথে শয়তানি করে কৃষ্ণা। ধারাবাহিকে এই চরিত্রে অভিনয় করছেন বর্ষীয়ান অভিনেত্রী লিলি চক্রবর্তী।

আরও পড়ুনঃ ৬ মাসের প্রেম, ৩ দিনে বিচ্ছেদ! ‘কৌশিকী’ অভিনেত্রী রূপসার প্রেম কাহিনী সিনেমার চেয়ে কম নয়

ইচ্ছেপুতুল (Ichcheputul):  এই তালিকায় রয়েছেন দর্শকদের পছন্দের সিরিয়াল ইচ্ছে পুতুলের নায়িকা মেঘের দিদি শ্বাশুড়ি, অর্থাৎ সৌরনীলের ঠাম্মিও। ধারাবাহিকে দেখা যাচ্ছে মেঘের শ্বাশুড়ি পেশায় একজন ডাক্তার হলেও মেঘের সাথে ভীষণ খারাপ ব্যবহার করে।  যা চোখের সামনে দেখে মেনে না নিতে পেরে প্রতিবাদ করে মেঘের দিদি শাশুড়ি। ইনিও সিরিয়ালে একজন ভালো শ্বাশুড়ি পেয়েছেন। কিন্তু  নিজে শ্বাশুড়ি হওয়ার পর ছেলের বউয়ের অত্যন্ত জঘন্য ব্যবহার করে।

আরও পড়ুনঃ শুধুই নয় অভিনয়, রয়েছে লেখিকার গুণ, জনপ্রিয় এই সিরিয়ালগুলির স্ক্রিপ্ট লিখেছেন ‘ধারা’ অর্কজা

বাংলা সিরিয়াল,Bengali Serial,গসিপ,Gossip,শ্বাশুড়ি,Mother In Law,বৌমা,ঠাকুমা,Grand Mother,নীম ফুলের মধু,Neem Phooler Madhu,মন দিতে চাই,Mon Dite Chai,ইচ্ছেপুতুল,Ichcheputul,Daughter In Law

মন দিতে চাই (Mon Dite Chai): তালিকায় রয়েছে ‘মন দিতে চাই’ সিরিয়ালের সোমের ঠাম্মা। তিনি তার নাতবৌ তিতিরকে বড্ড ভালোবাসেন। পর্দায় তিতিরের এই ঠাম্মিও কিন্তু দারুন মিষ্টি একজন মানুষ। ধারাবাহিকে এই চরিত্রে অভিনয় করছেন বর্ষিয়ান অভিনেত্রী  অনামিকা সাহা।

বাংলা সিরিয়াল,Bengali Serial,গসিপ,Gossip,শ্বাশুড়ি,Mother In Law,বৌমা,ঠাকুমা,Grand Mother,নীম ফুলের মধু,Neem Phooler Madhu,মন দিতে চাই,Mon Dite Chai,ইচ্ছেপুতুল,Ichcheputul,Daughter In Law

পর্দায় তিনি খুব মজার মানুষ। কিন্তু দুর্ভাগ্যের বিষয় সোমের সৎ মা মালিনি দেবী ছলচাতুরি করে এমন একজন শাশুড়ি পেয়েও তার থেকে এতদিনে কিছুই শিখলেন না। উল্টে তিতিরের সাথে দিনরাত শয়তানি করে চলেছেন তিনি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥