• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

জবর লড়াই শেষে বাজিমাত, জগদ্ধাত্রী না ফুলকি বেঙ্গল টপার কে? দেখুন ওলটপালট TRP তালিকা

Published on:

Target Rating Point,TRP List,Bengali Serial,Zee Bangla,Jagaddhatri,Star Jalsha,Geeta LLB,Neem Phooler Madhu,Phulki,টার্গেট রেটিং পয়েন্ট,টিআরপি তালিকা,জি বাংলা,ষ্টার জলসা,জগদ্ধাত্রী,বেঙ্গল টপার,গীতা এলএলবি,অনুরাগের ছোঁয়া,নিম ফুলের মধু,ফুলকি

বৃহস্পতিবার মানেই টার্গেট রেটিং পয়েন্টের (Target Rating Point) অপেক্ষায় থাকেন দর্শকেরা। জি বাংলা (Zee Bangla) থেকে ষ্টার জলসা (Star Jalsha) জনপ্রিয় মেগা ধারাবাহিকগুলোর (Bengali Serial) টিআরপির তালিকা প্রকাশ্যে আসে। এটাই যে কোনো সিরিয়ালের ভবিষ্যৎ বাতলে দেয়। যত বেশি তত ভালো, আর কমলেই শেষের পথে পা বাড়ায়। বিগত কয়েক সপ্তাহ ‘জগদ্ধাত্রী’ ছিল অপ্রতিরোধ্য। এসপ্তাহেও কি তারই রইল নাকি পাল্টে গেল বাজি? জেনে নেওয়া যাক বাংলা সিরিয়ালের রিপোর্ট কার্ড।

প্রতিবারের মত এবারেও ছক্কা হাকিয়েছে জ্যাস সন্ন্যাল। সদ্য প্রকাশিত TRP তালিকায় ৯.০ পয়েন্ট সহ প্রথম জগদ্ধাত্রী। এর ঠিক পরেই রয়েছে দত্ত বাড়ির পর্ণা। অয়ন-মৌমিতাকে উদ্ধার করতে গিয়ে পাল্টা নতুন বিপদ হাজির হয়েছে। আর এমন সমস্ত ধামাকা পর্বের জেরে ৮.৬ পয়েন্ট সহ দ্বিতীয় স্থানে রয়েছে নিম ফুলের মধু।

Target Rating Point of Bengali Serials Jagaddahtri Firsht See complete TRP List

 

তৃতীয় স্থানে রয়েছে ফুলকি, পেয়েছে ৮.৫ পয়েন্ট। প্রথম তিনি জি বাংলার দাপট থাকলেও চতুর্থ স্থানে রয়েছে ষ্টার জলসার ‘গীতা LLB’। এসপ্তাহে ৭.৬ পয়েন্ট পেয়েছে গীতার কাহিনী। এরপর পঞ্চম স্থানে আছে কোন গোপনে মন ভেসেছে, শ্যামলী ও অনিকেতের কাহিনী ৭.৫ পয়েন্ট পেয়েছে। চলুন এবার দেখে নেওয়া যাক সেরা দশ সিরিয়ালের পয়েন্ট সহ তালিকা।

আরও পড়ুনঃ বাচ্চা আমির খানের মত না হলে বেচে দেবেন? সন্তানকে কটূক্তি করতেই ট্রোলারদের যোগ্য জবাব জোজোর

বাংলা সিরিয়ালের সেরা ১০ এর টিআরপি তালিকা (TRP List of Top 10 Bengali Serial) :

জগদ্ধাত্রী – ৯.০ প্রথম
নিম ফুলের মধু – ৮.৬ দ্বিতীয়
ফুলকি – ৮.৫ তৃতীয় 

গীতা LLB – ৭.৬
কোন গোপনে মন ভেসেছে – ৭.৫

আরও পড়ুনঃ বৌকে সাপোর্টের মাশুল, শেষমেশ বাবুউউ’র গায়ে হাত তুলল মা! ফাঁস চোখ ধাঁধানো আগাম পর্ব

কার কাছে কই মনের কথা – ৭.১
কথা – ৬.৫
অনুরাগের ছোঁয়া – ৬.৩
সন্ধ্যাতারা – ৬.১
তোমাদের রাণী – ৫৭

গতসপ্তাহে সপ্তম স্থানে থাকলেও এসপ্তাহে একধাপ নেমে গিয়েছে অনুরাগের ছোঁয়া। অন্যদিকে শেষের পথে ইচ্ছে পুতুল, যেখানে ময়ূরী জেল থেকে ছাড়া পেয়ে নতুন করে মেঘের ক্ষতি করতে উদ্ধত। এসপ্তাহে ইচ্ছে পুতুল ৫.৫ পয়েন্ট পেয়েছে। অন্যদিকে আলোর কোলে ও জল থৈ থৈ ভালোবাসা ধারাবাহিকও বেশ চর্চায় ছিল, তাদের প্রাপ্ত পয়েন্ট যথাক্রমে ৫.৬ ও ৫.৪।

সিরিয়াল ছাড়াও রিয়েলিটি শোয়ের মধ্যে জি বাংলার দুই শোয়ের মধ্যে জব্বর লড়াই চলেছে। রচনা ব্যানার্জী সঞ্চালিত দিদি নং ১ পেয়েছে ৭.৩ পয়েন্ট। কারণ এই সপ্তাহেই দিদি নং ১ এর মঞ্চে হাজির হয়েছিলেন মমতা ব্যানার্জী। অন্যদিকে সৌরভ গাঙ্গুলি সঞ্চালিত দাদাগিরি পেয়েছে ৬.০ পয়েন্ট।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥