• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পর্দার প্রেম গড়িয়েছে বাস্তবেও! রোম্যান্সে মাতলেন জগদ্ধাত্রী-স্বয়ম্ভূ, ফাঁস হতেই ভাইরাল ভিডিও

বর্তমানের সেরা বাংলা সিরিয়ালের (Bengali Serial) মধ্যে অন্যতম একটি হল ‘জগদ্ধাত্রী’ (Jagaddhatri)। সদ্য প্রকাশিত টার্গেট রেটিং পয়েন্টের তালিকাই জানান দিচ্ছে বছরের শুরুতেই বাজিমাত করেছে জ্যাস সান্ন্যাল। যেখানে তিন-ছয় মাসের বেশি আয়ু হচ্ছে না নতুন ধারাবাহিকের, সেখানে দেড় বছরেরও বেশি সময় ধরে দিব্যি চলছে জগদ্ধাত্রী।

সিরিয়ালে জগদ্ধাত্রী চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী অঙ্কিতা মল্লিক। আর নায়ক স্বয়ম্ভূর চরিত্রে দেখা যাচ্ছে সৌম্যদ্বীপ মুখোপাধ্যায়কে। দুজনের অনস্ক্রিন কেমিস্ট্রি দর্শকদের বেশ ভালো লাগে। সেই কারণেই পর্দার পাশাপাশি বাস্তবে দুজনের সম্পর্ক নিয়েও বেশ উৎসুক নেটিজেনরা। আর এরই মাঝে টেলিপাড়ায় নতুন প্রেমের গুঞ্জন।

   

Bengali serial Jagaddhatri actress Ankita Mallick shares new bride look on her Instagram

এমনিতে ছোটপর্দার তারকাদের নিয়ে সর্বদাই কিছু না কিছু আলোচনা চলছে। তবে সম্প্রতি গুঞ্জন রটেছে বাস্তবেও নাকি প্রেম করছেন জগদ্ধাত্রী-স্বয়ম্ভূ। স্বাভাবিকভাবেই এমন খবর হু হু করে ছড়িয়ে পড়েছে আর শুরু হয়েছে কাটাছেঁড়া। কিন্তু এই প্রসঙ্গে এখনও পর্যন্ত অঙ্কিতা বা সৌম্যদ্বীপ কেউই মুখ খোলেননি।

আরও পড়ুনঃ পর্ণা আউট জ্যাস ইন, নতুন বছরে কার দখলে বেঙ্গল টপারের সিংহাসন? দেখুন মাথাখারাপ করা TRP তালিকা

Jagadhatri Serial Ankita Soumyadeep Together

আসলে এর আগেও এমন গুজব রটেছে বহুবার। এর পিছনে অনেকটাই হাত রয়েছে সোশ্যাল মিডিয়ার। ইনস্টাগ্রামে অঙ্কিতা ও সৌম্যদ্বীপ দুজনেই বেশ সক্রিয়। মাঝেমধ্যেই রিল ভিডিও শেয়ার করেন তাঁরা। বর্তমানের গুঞ্জনটিও এমনই একটি রিলকে কেন্দ্র করেই। কোনো এক পার্কে বা আউটডোরে অ্যানিমাল ছবির ‘পেহলে ভি ম্যায়’ গানে রোমান্টিক পোজে দেখা যাচ্ছে দুজনকে। অভিনেতা সৌম্যদ্বীপকে এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে জানতে চাওয়া হয়েছিল। জবাবে তিনি জানান, বর্তমানে সম্পর্ক শুধুমাত্র বন্ধুত্বেরই।

 

View this post on Instagram

 

A post shared by Soumyadeep Mukherjee (@soumya18_)

আরও পড়ুনঃ শালিনী নয় রোহিতকে বাঁচাতে সাপের ছোবল খেল ফুলকি! টিভির আগেই ফাঁস টানটান উত্তেজনার পর্ব

প্রসঙ্গত, বর্তমানে নিজের ইনভেস্টিগেশনের জন্য নিজের বাড়িতেই আততায়ীর মত প্রবেশ করতে হয়েছে জগদ্ধাত্রী ও স্বয়ম্ভুকে। সিকিউরিটি গার্ডদের অজ্ঞান করে সিসিটিভি ফুটেজ সরিয়ে নিয়েছে তাঁরা। এরপর ঘরে গ্রামাফোনে উর্মিলা মুখার্জীর গান বাজিয়ে চলে যেতেই রীতিমত ভয় পেয়ে গিয়েছে সকলে। এখন দেখার আগে কি হয়।