• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পাহাড়ের গা বেয়ে টয় ট্রেনে যাত্রা! অন্যরকম ছুটি কাটাতে চাইলে এবার শীতে ঘুরে আসুন এই ৫ জায়গা থেকে

দার্জিলিং (Darjeeling) ঘুরতে যাওয়া মানেই টয় ট্রেনে (Toy Train) ওঠা একেবারে ‘মাস্ট’। পর্যটকদের কাছে দার্জিলিংয়ের অন্যতম আকর্ষণ হল টয় ট্রেন।পুতুল সদৃশ দেখতে এই ট্রেনগুলিতে বসে পাহাড় ভ্রমণের মজাই আলাদা। আজকের প্রতিবেদনে তাই ভারতের (India) এমন ৫ হিল স্টেশনের (Hill Station নাম তুলে ধরা হল যেখানে গেলে আপনি টয় ট্রেনের আনন্দ উপভোগ করতে পারবেন। চলুক এক ঝলকে দেখে নেওয়া যাক সেই জায়গাগুলির নাম।

দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (Darjeeling Himalayan Railway)- দার্জিলিংয়ের নাম তালিকায় সবার প্রথমে রয়েছে। আর থাকবে নাই বা কেন! কারণ কলকাতার কাছাকাছি অন্যতম জনপ্রিয় হিল স্টেশন তো এটি। দার্জিলিংয়ে গিয়ে টয় ট্রেনে চেপে চা বাগানের মধ্যে দিয়ে যাত্রা করার অনুভূতিটাই আলাদা।

   

Darjeeling Himalayan railway, Toy trains in India

কালকা-শিমলা (Kalka-Shimla)- লম্বা লম্বা পাইন এবং দেবদারু গাছের মাঝখান দিয়ে ছুটে যায় কালকা-শিমলা টয় ট্রেন। একবার এই ট্রেনে চাপলে নামতে ইচ্ছা করে না। পাহাড়ি প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার জন্য টয় ট্রেনের চেয়ে ভালো পরিবহণ ব্যবস্থা খুব কমই রয়েছে।

Kalka Shimla toy train, Toy trains in India

কাংড়া ভ্যালি রেলওয়ে (Kangra Valley Railway)- কাংড়া ভ্যালি রেলওয়ের টয় ট্রেনে বসে আপনি হিমাচল প্রদেশের অপূর্ব সুন্দর প্রকৃতিকে উপভোগ করতে পারবেন না। হিমাচল প্রদেশে ঘুরতে যাওয়া পর্যটকদের অন্যতম আকর্ষণের জায়গা হল এই টয় ট্রেন।

Kangra Valley toy train, Toy trains in India

মাথেরান হিল রেলওয়ে (Matheran Hill Railway)- বিংশ শতাব্দীর শুরুর দিকে এই টয় ট্রেন কেনা হয়েছিল। এখনও সেটি পর্যটকদের ভ্রমণের কাজে ব্যবহৃত হয়। ভারতের অন্যতম সুন্দর টয় ট্রেন হিসেবে বিবেচিত হয় মাথেরান হিল রেলওয়ে। এই টয় ট্রেনে একবার চাপলে মন ভালো হয়ে যাবে আপনারও।

Matheran hill railway, Toy trains in India

নীলগিরি মাউন্টেন রেলওয়ে (Nilgiri Moutain Railway)- তালিকায় সবার শেষ নামটি হল নীলগিরি মাউন্টেন রেলওয়ের। অনেকেই জানেন না, এটি দেশের সবচেয়ে জনপ্রিয় পাহাড়ি রেলওয়ে।

Nilgiri Mountain Railway, Toy trains in India

তামিলনাড়ুর নীলগিরি পাহাড়ের মধ্যে দিয়ে যায় এই টয় ট্রেন। আপনি যদি কখনও এখানে যান, তাহলে টয় ট্রেনে চাপতে ভুলবেন না যেন।