• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘মিঠি ঝোরা’ ধারাবাহিকের নায়ককে চেনেন? ফাঁস হল সিরিয়ালের সকল অভিনেতা অভিনেত্রীদের নাম সহ আসল পরিচয়

Mithijhora Cast : বাংলা টেলিভিশনে দর্শকদের বিনোদনের জন্য একাধিক সিরিয়াল সম্প্রচারিত হয়। যাদের টিআরপি ভালো থাকে তারা ব্যাপক জনপ্রিয়তা পায়। আর TRP কমলে সেই সিরিয়ালের বদলে জায়গা নেয় নতুন ধারাবাহিক। সম্প্রতি জি বাংলার পর্দায় শুরু হয়েছে ‘মিঠি ঝোরা’ (Mithi Jhora)। নতুন হলেও শুরু থেকেই প্রতিপক্ষদের চ্যালেঞ্জ দিতে শুরু করে দিয়েছে এই সিরিয়াল। দর্শকদের মধ্যে অল্প কিছুদিনের মধ্যেই বেশ পপুলার হয়ে গিয়েছে মিঠি ঝোরা। 

২৭শে নভেম্বর থেকে শুরু হয়েছে ‘মিঠি ঝোরা’ সিরিয়ালের সম্প্রচার। গল্পে নায়িকা হিসাবে দেখা যাচ্ছে ‘খেলনা বাড়ি’ খ্যাত মিতুল অভিনেত্রী আরাত্রিকা মাইতিকে। তবে নায়িকাকে চিনলেও মিঠি ঝোরা সিরিয়ালের নায়ক কে? এই প্রশ্নের উত্তর পাননি অনেকেই। আজ আমরা এই প্রতিবেদনে মিঠি ঝোরা সিরিয়ালের কাস্টিং (Mithijhora Cast Name) এর সমস্ত তথ্য আপনাদের জানাবো। মিঠি ঝোরা সিরিয়ালের নায়কের আসল নাম হল সপ্তর্ষি রায়। এছাড়াও দেবাদৃতা বসু (Debadrita Basu), স্বপ্নিলা চক্রবর্তী (Swapnila Chakraborty) এর মত তারকাদের দেখা মিলবে গল্পে।  

   

মিঠি ঝোরা সিরিয়ালের পরিচালনা করছেন আবু বণিক। সিরিয়ালের কাহিনী বা স্ক্রিপ্ট লিখছেন লীনা গাঙ্গুলী। আর গল্পের প্রযোজনা করছেন অর্ক গাঙ্গুলী অর্গানিক ষ্টুডিও এর মাধ্যমে। এবার চলুন দেখে নেওয়া যাক মিঠি ঝোরা সিরিয়ালের কাস্টিং সহ অভিনেতা অভিনেত্রীদের আসল পরিচয়। 

‘মিঠি ঝোরা’ সিরিয়ালের কাস্ট (Mithijhora Serial Cast)

সিরিয়ালের নাম মিঠি ঝোরা (Mithi Jhora)
সম্প্রচারকারী চ্যানেল জি বাংলা (Zee Bangla)
প্রধান নায়ক সপ্তর্ষি রায় 
প্রধান নায়িকা আরাত্রিকা মাইতি
প্রধান খলনায়িকা জানা যায়নি
সম্প্রচার শুরুর দিনক্ষণ ২৭ নভেম্বর ২০২৩
সম্প্রচারের সময় সোম-শুক্র রাত্রি ৯:৩০PM
মোট পর্ব এখনও সম্প্রচার শুরু হয়নি

 

‘মিঠি ঝোরা’ সিরিয়ালের কাস্টিং (Mithijhora Serial Casting)

জি বাংলার আসন্ন এই ধারাবাহিকে কোন চরিত্রে কোন কলাকুশলীরা অভিনয় করছেন চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক।

রাই চরিত্রে আরাত্রিকা মাইতি (Aratrika Maity as Rai in Mithijhora Cast)

মিঠি ঝোরা কাস্ট আরাত্রিকা মাইতি 'রাই' চরিত্রে : Aratrika Maity as Rai in Mithijhora serial Cast

‘মিঠি ঝোরা’র প্রধান নায়িকা রাইয়ের ভূমিকায় অভিনয় করতে চলেছেন আরাত্রিকা মাইতি। চার ভাইবোনের মধ্যে সবচেয়ে বড় রাই। প্রোমোতেই দেখা যায়, রাইয়ের বিয়ে ঠিক হয়ে গিয়েছে। তবে সংসারের হাল ধরতে নিজের বিয়ে ভেঙে হবু স্বামীর সঙ্গে বোনের বিয়ে দিতে চায় সে। এখন কিভাবে এই কঠিন সিদ্ধান্তকে বাস্তবে পরিণতি দেয় রাই সেটাই দেখার। 

 

দেবাদৃতা বসু (Debadrita Basu as Nilanjana at Mithijhora )

মিঠি ঝোরা সিরিয়ালে নীলাঞ্জনা চরিত্রে অভিনেত্রী দেবাদৃতা বসু : Debadrita Basu in Mithijhora serial Cast as Nilanjana

মিঠি ঝোরা সিরিয়ালে রাইয়ের বোনের ভূমিকায় দেখা যাবে দেবাদৃতা বসুকে। দিদি অন্ত প্রাণ দেবাদৃতার চরিত্রটি। রাই নিজের বিয়ে ভেঙে হবু স্বামীর সঙ্গে দেবাদৃতারই বিয়ে দেওয়ার কথা বলবে। সিরিয়ালে দেবাদৃতার চরিত্রের নাম নীলাঞ্জনা। 

 

স্বপ্নিলা চক্রবর্তী (Mithijhora Serial Casting Swapnila Chakraborty as Tilottama)

তিলোত্তমা চরিত্রে স্বপ্নীলা চক্রবর্তী মিঠি ঝোরা সিরিয়াল : Swapnila Chakraborty Mithijhora serial casting

মিঠি ঝোরা সিরিয়ালে তিন বোনের কাহিনী দেখানো হচ্ছে। গল্পে সবচেয়ে ছোট বোনের ভূমিকায় দেখা যাবে স্বপ্নিলা চক্রবর্তীকে। প্রোমোয় দেখা মিলেছে অভিনেত্রীর। দুই দিদির সঙ্গে স্বপ্নিলা চরিত্রটির বন্ডিং দারুণ। মিঠি ঝোরাতে স্বপ্নীলার চরিত্রের নাম তিলোত্তমা। 

 

সপ্তর্ষি রায় (Saptarshi Roy as Bikram in Mithijhora)

মিঠি ঝোরা সিরিয়ালের কাস্টিং বিক্রম চরিত্রে সপ্তর্ষি রায় : Saptarshi Roy as Bikram in Mithijhora serial Casting

‘মিঠি ঝোরা’র নায়িকা রাইয়ের সঙ্গে সপ্তর্ষি অভিনীত চরিত্রটিরই বিয়ে ঠিক হয়েছে। তবে সংসারের দায়িত্ব পালন করতে সেই বিয়ে ভেঙে দেয় রাই। পরিবর্তে বোনকে বিয়ে করার কথা বলে সে। শেষ পর্যন্ত সপ্তর্ষিই রাইয়ের নায়ক হবে নাকি তার জীবনে এন্ট্রি নেবে অন্য কেউ তা সিরিয়াল শুরু হলেই জানা যাবে।

 

এছাড়াও গল্পে টিয়া চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী বর্নি চক্রবর্তী। আর অন্যান্য তারকাদের মধ্যে অনিরুদ্ধ গুপ্ত ও রিয়া গাঙ্গুলিকেও দেখা গিয়েছে। আগামী দিনে যখনই কোনো নতুন চরিত্রের এন্ট্রি হবে সাথে সাথেই এই প্রতিবেদনের সেই চরিত্রের নাম ও তার আসল নাম আপডেট করে দেওয়া হবে। 

site